Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কৃষ্ণেন্দু দাস

০ সেকেন্ড আগে লিখেছেন

"যদি বল ভালবাসি"

"যদি বল ভালবাসি"

নীল আকাশের শেষ সীমানায় আমি -
তোমায় একটি কুটির বানিয়ে দেব, থাকবে সেখানে সুখে, যদি আশ্রয় চাও তুমি। সারা পৃথিবীর সম্রাট হব আমি-
পৃথিবীকে ভেঙ্গে বানাব একটি দেশ,
তোমার মনের মত- যদি একবার বল তুমি। আষাঢ়ী মেঘের আধার বর্ণ নিয়ে-
কাজল পরাব তোমার অবুঝ চোখে,
রূপে হবে অপরূপা- যদি অভিমানে থাক তুমি। তোমায় নিয়ে দেশান্তরী হব, সমাজ ছেড়ে দূরের কোন দ্বীপে...
নির্বাসিত হব- যদি শুধু পাশে থাক তুমি। তোমায় আমি সাঁজাব পরীর বেশে,
গোধূলি বেলার আবীরের রঙ দিয়ে,
রাঙাব তোমার সিঁথি- যদি অধিকার দাও তুমি। তোমার জন্য হব অযোধ্যা পতি-
জনক সভায় ভেঙ্গে দিয়ে হরধনু, করব তোমাকে জয়...
যদি সীতা হতে চাও তুমি। তোমার জন্য আবার পোঁড়াব ট্রয়-
দেবদাস হয়ে জীবন করব ক্ষয়, বিরহে কাটাব কাল...
যদি অন্যের হও তুমি। একদিন হব জীবনানন্দ দাশ-
আমার কাব্যে তুমি হবে বনলতা, লিখব প্রেমের কথা..
যদি এ চোখে তাকাও তুমি। তোমার বিরহে যক্ষ প্রেমিক হয়ে-
মেঘের বক্ষে পাঠাব তোমাকে চিঠি, তোমার অচিন দেশে-
যদি দূরে চলে যাও তুমি। তুমি আর আমি হংস-মিথুন হয়ে-
আগামী জনমে যমুনার জলে ভেসে, হয়ে যাব দিশেহারা..
যদি একবার মনে রাখ তুমি। হাতের মুঠোয় প্রানটাকে নিয়ে তুলে-
একশ আটটি নীলপদ্ম কে এনে, ফেলব তোমার পায়ে...
যদি কথা রাখ তুমি। তোমায় না পেলে এ্যটমিক বোমা ফেলে-
সারা পৃথিবীকে করে দেব হিরোশিমা, মরুময় হবে সব...
যদি ভুলে যাও তুমি। তোমার জন্য দেবকী তনয় হব-
সবকিছু ভুলে হাতে তুলে নেব বাঁশি,
বসব কদম ডালে... যদি বল ভালবাসি।।

-কৃষ্ণেন্দু দাস, জানুয়ারি-২০১৮।
Likes Comments
০ Share

Comments (0)

  • - শাহআজিজ

    দানবের সামনে মেলে ধর আয়না

    আর যেন না করে রুপের বাহানা

    • - লুৎফুর রহমান পাশা

      ফাইন ফাইন

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    emoticons

    • - লুৎফুর রহমান পাশা

      emoticons