Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কৃষ্ণেন্দু দাস

০ সেকেন্ড আগে লিখেছেন

কবিতা// "বিষন্ন সন্ধ্যা"

“বিষণ্ণ সন্ধ্যা”

 

আকাশের সবটুকু নীল চুরি যাবার পর,

আমার ভগ্নদশা প্রাপ্ত বিস্মৃতির সমগ্র চিলেকোঠা জুড়ে-

যখন আঁধারেরা ঘনীভূত হবার প্রত্যাশায় মগ্ন…

তখনই কেঁপে উঠেছি কোন অজানা উৎকন্ঠায়।

কিন্তু আমার সকল উৎকন্ঠাকে অবহেলে পাশ কাটিয়ে এসেছিল স্বপ্ন,

যে স্বপ্নে ছিল প্রত্যাশা, ছিল প্রাপ্তির উদ্বেগ, আর ছিলে তুমি।

সেই তুমি, যে কিনা চঞ্চল হরিণীর ক্ষিপ্রতায় আমার অবাধ্য মনকে বেঁধেছিলে,

যার উষ্ণ নিঃশ্বাসে কতবার কেঁপে উঠেছি অজানা শিহরণে,

যার কথা ভেবে কার্ত্তিকের মাঠে একাদশীর ঘোলা চাঁদের নীচে দাঁড়িয়ে

কত- শতবার যে সমাজ বদলে ফেলার স্বপ্নে বিভোর হয়েছি…

আঙ্গুলের ডগায় কলম চেপে নিয়ে তারপর সেই যে আমি নিরুদ্দেশ-

আজও সেই নির্বাসনে থেকে থেকে এতটুকু বদলে নিতে পারিনি নিজেকে।

সময়ের পালা বদলের খেলায় সবকিছু হারাবে একদিন,

ডুবে যাবে চাঁদ কৃষ্ণপক্ষের সীমাহীন আঁধারের গর্ভে।

হয়তো ঘুচে যাবে আমাদের অভিমানে ঘেরা লক্ষ যোজনের দুরত্ব,

প্রকৃতির বুক চিরে নামবে যখন আঁধার, অস্পষ্ট এক বিষণ্ণ সন্ধ্যায়…

-কৃষ্ণেন্দু দাস, অক্টোবর, ২০১৬ ইং।

Likes Comments
০ Share