Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

আমিও অভিমানি



ওগো চাঁদ,
দখিনের জানালায় একা বসে আমি
নির্ঘুম রজনীর প্রহর গুনি।
এক প্রহর...দ্বি-প্রহর...তিন প্রহর...
তুমি কোন প্রহরে উঠবে গো চাঁদ?
দেখবো তোমার মুখখানি...
অভিমানি তুমিও!

অভিমানে মুখ লুকালে যে আঁধারে,
সেই অভিমান ভাঙবে তোমার কোন প্রহরে?
কোন প্রহরের আঁধার ভেদে
উঠবে তুমি আকাশ ছেদে
তোমার আলোয় মন ভাসাতে আমিও!

কেবল একলা আমি গল্প বুনি
একলা রাতের গল্প শুনি
দুখের সুরে বুক বেঁধেছি জানিও।

আমি ভালোবাসা রেখে গেলাম 
হাওয়ার বুকে
তুমি শেষ প্রহরে ভালোবাসার
আবেশ মেখে
রাতের কাছে একটা প্রেমের
গল্প শুনিও।।

অভিমানি আমিও...

Likes Comments
০ Share

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    নারী আমাদের মা বোন

    তাই যথার্থ সম্মান করি

    নূর দাদা অনেক শুভেচ্ছা

    - মামুন

    সময়োপযোগী লিখাটিত্র জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

    শুভ সন্ধ্যা।emoticons

    - টি.আই.সরকার (তৌহিদ)

    ঘরে বাইরে, দেশে ও আন্তর্জাতিক ভাবে সকল নারী ভোগ করবে সমান অধিকার ও সমান মর্যাদা এই প্রত্যয় ব্যক্তকরে আর্ন্তজাতিক নারী দিবসে বাংলাদেশসহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

    এই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নারীদের জন্য বেঁচে থাকুক সকল প্রাণে, সবসময় । ভালো লিখেছেন ।