Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

মুলতবি রাত

আমি সারারাত, অজস্র রাত, আদিগন্ত রাতসহস্র জেগে থেকেছি ভোরে তোমাকে দেখব বলে। ভোরের প্রথম রোদে চিক্‌চিক্‌ করে উঠবে তোমার মুখ, আমি সেই মুখ দেখব বলে আমারই চোখের মধ্যে রাত সহস্রের ইতিহাস গ্রন্থনা করেছি। continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - এই মেঘ এই রোদ্দুর

    খুব সুন্দর । ভাল লাগার রইল কবিকে শুভেচ্ছা

    • - মুদ্রা

      ধন্যবাদ :)

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

এখন বিষন্নকাল

শীতকালটা ভালো লাগে না।
বাতাসে কেমন যেন,
মন খারপের ভাব ভেসে বেড়ায়।
যেনো কোথাও দুঃখ-কষ্ট-কান্না-হাহাকার
চোখের জল ঝরা পাতার মতো ঝরে পড়ে,
আর বাতাস তা বহন করে।
টান পড়ে বুকের গহীনে!
বিষন্নতা ভর করে মনে,
এখন বিষন্নকাল-
ভালো লাগে না আমার।
আমার ভালো লাগে না। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    জমে উঠছে চাকমা সমাজের কাহিনী। emoticons

    - মাসুম বাদল

    ভাল লাগছে; 

    অপেক্ষায় রইলাম... emoticons

    - সুমন সাহা

    খুব ভালো লাগলো এ পর্বও।

    আগামী পর্বের জন্য অপেক্ষমান...

    Load more comments...

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

জন্মান্তর

পরের জন্মে বয়স যখন ষোলই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু'জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় 
তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক'রে
দু'চোখ ভ'রে থাকবো চেয়ে
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া
পরের জন্মে থাকে যেন
মনে থাকবে...? continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - প্রলয় সাহা

    ভালো লেগেছে দাদাভাই emoticons

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

সত্তা

সকাল ফুরালে,
দুপুর গড়ালে যখন নামে সন্ধ্যা।
সাঁঝের মায়ায়,
প্রদীপ শিখায় খুঁজিস তোকে,
আলো-ছায়ায় পাবি সেখানে-
ঠিক সেখানেই... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - ডাস্টবিনে কাক

    পারফিউম মুভির আভাস পেলাম। ভালো লেগেছে। 

    • - মাসুম বাদল

      দুর্ভাগ্য যে মুভিটা দেখা হয়নি। 

      অনেক অনেক শুভকামনা...emoticons

    - আলমগীর সরকার লিটন

    অসাধারণ লাগল বাদল দা

    • - মাসুম বাদল

      শুভকামনা জানবেন,

      প্রিয় লিটন ভাই emoticonsemoticons

    - সুমন সাহা

    খুব ভালো লাগলো লেখা।

    //কেউ দেখে বা বুঝে ওঠার আগেই
    মিলিয়ে গেলো জলে
    তলে
    জলের তলেরও অতলে…//

    শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।

    • - মাসুম বাদল

      অফুরন্ত শুভকামনা 

      সুমন দা' emoticons

মাধু পূর্ণিমা

৮ বছর আগে লিখেছেন

অনিয়মের শপথ

এই পথ, এই শহর, এই মানুষের ভীড়
আনমনে হেঁটে চলা রোজ...
রোজ আকাশ দেখা,
মেঘের সাথে কথোপকথন আর নীল প্রজাপতিটার খোঁজ...
তোমার আগমন, পাশে থাকা কিছুক্ষণ
ফের চলে যাওয়া...
উদাসী হাওয়া, ঝরা পাতা
ছেঁড়া কাগজে সেই কবিতা
আর ফেলে যাওয়া কিছু ব্যাথা
আপন লাগে খুব।
রোজ একই নিয়মে শত অনিয়ম-
অনিয়মে গড়া হাজার নিয়ম
তবু নিয়ম ভেঙ্গে তোমায় খোঁজা
ভালো লাগে,
বড্ড ভালো লাগে... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    মান্নান দা

    কবিতার প্রতি

    লাল স্যালুট --

    - Sadat Chowdhury

    সুন্দর প্রকাশ

Load more writings...