Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রচনা পারভিন

৯ বছর আগে লিখেছেন

অপ্রিয় প্রতিশ্রুতি

 

আত্মিক বন্ধন ততটা সুদৃঢ় ছিলনা

যতটা  ভাবতাম ।

অভিনয়েছিলাম সমান পারদর্শী।

ভালবাসার প্রতিযোগিতায় মেতেছি  কতবার

তোমার প্রত্যকটা কার্যক্রম,

এমন কি তোমার কোমল হাসিটাও আমার জন্য বলেছিলে,

কত সহজেই আমার প্রিয়গুলো-

তোমার প্রিয় হয়ে উঠেছিল

ভাবতেই দেহটা চড়ুই পাখি।

আমাকে বড় করতে করতে এতটাই -

করেছিলে যে,নিজের অস্তিত্বটা ভুলে বসেছি সেই কবে।

তোমার ভিতরে-বাহিরেস্বপ্নে-জাগরণে,

কেবল আমার-ই ছিল চলন।

আরও একবার জন্ম নেবে,

শুধু আমার-ই জন্যে, আমাকেই ভালোবেসে।

অথচ দেখ,

কত সহজেই হলো তোমার চলে যাওয়া।

কত নিঃশব্দ প্রস্থান তোমার?

নষ্ট ভুলে কষ্ট পাচ্ছনা মোটেও

অনুভূতি গুলোও কত সতেজ।

আর আমি-

পুড়ে হচ্ছি ছাই...তোমার-ই তৈরি শশ্মানে।

ভুলতে পারছিনা পেছনের সরল পথটাকে

ফিরতে পারছিনা স্মৃতির ভেতর থেকে।,

তোমার দেওয়া প্রতিশ্রুতিগুলো জেগে আছে,

ঠিক-ঠিক জেগে আছে অপ্রিয় হলেও।

Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - মামুন

    তাই তো বার বার রাত আসে
    বার বার রাতের বিমুগ্ধ অন্তর্জাল
    ক্ষনিকের স্বপ্ন ঘন তান্ডব প্রত্যহ
    আর এই তান্ডব ঘন আহত যন্ত্রণা
    বয়ে চলে যুগ যুগ ধরে কালে কালে। - চমৎকার! emoticons

    - আলমগীর সরকার লিটন

    শুভ কামনা মান্নান দা

     

    - টি.আই.সরকার (তৌহিদ)

    তাই তো বার বার রাত আসে
    বার বার রাতের বিমুগ্ধ অন্তর্জাল
    ক্ষনিকের স্বপ্ন ঘন তান্ডব প্রত্যহ
    আর এই তান্ডব ঘন আহত যন্ত্রণা
    বয়ে চলে যুগ যুগ ধরে কালে কালে।

    সত্যিই অনবদ্য ! emoticons

    • - প্রলয় সাহা

      ঐ পথ তো কোজাগরী চাঁদের মতো
      সব সময় ধরা ছোঁয়ার বাহিরে থাকে;
      মরীচিকার মতো
      আলোর প্রতিভূ সুখ ছায়া এ যে আবিষ্ট নেশা
      যেন ম্যাজিক বিন্যাস।

      বাহ্‌