Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জয়িতা ইসলাম

৯ বছর আগে লিখেছেন

অনন্ত প্রেম - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

আজ কবিগুরু-এর জন্মদিন। তাই সবার জন্য এই কবিতাটি...




তোমারেই যেন ভালোবাসিয়াছি শত 
রূপে শতবার 
জনমে জনমে যুগে যুগে অনিবার। 
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় 
গাঁথিয়াছে গীতহার– 
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ 
সে উপহার 
জনমে জনমে যুগে যুগে অনিবার। 
যত শুনি সেই অতীত কাহিনী, 
প্রাচীন প্রেমের ব্যথা, 
অতি পুরাতন বিরহমিলন কথা, 
অসীম 
অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় 
অবশেষে 
কালের 
তিমিররজনী ভেদিয়া তোমারি মুরত 
চিরস্মৃতিময়ী ধ্র“বতারকার বেশে। 
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্র 
স্রোতে 
অনাদি কালের হৃদয়-উৎস হতে। 
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি 
মাঝে 
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর 
লাজে– 
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। 
আজি সেই চির-দিবসের প্রেম 
অবসান লভিয়াছে, 
রাশি রাশি হয়ে তোমার পায়ের 
কাছে। 
নিখিলের সুখ, নিখিলের দুখ, 
নিখিল প্রাণের প্রীতি, 
একটি প্রেমের 
মাঝারে মিশেছে সকল প্রেমের 
স্মৃতি– 
সকল কালের সকল কবির গীতি।
Likes Comments
০ Share

Comments (0)

  • - মনজুরুল আলম প্রিন্স

    ভাল লিখেছেন। শুভেচ্ছা রইলোemoticons

    আমার দুইটি লেখা ভোটিং আছে। নিমন্ত্রন রইলো!

    - সুমন সাহা

    অনেক সুন্দর এ্কটি লেখা প্রিয়। বরাবর আপনার লেখাতে শেখার মতো অনেক উপাদান থাকে। ভালো লাগে।

    অনেক অনেক শুভেচ্ছা প্রিয়।

    - আখতারুজ্জামান সোহাগ

    ভীষণ রকমের তথ্যবহুল লেখা। এ ধরণের লেখা লিখতে হলে জানতে হয় অনেক কিছু, পরিশ্রম করতে হয় অনেক। আপনি পেরেছেন। আপনাকে অভিনন্দন।