Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

অহংকার – হেলাল হাফিজ

অহংকার 
হেলাল হাফিজ
বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।
তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    সেই রকম হয়েছে কবি! emoticons

    - মাসুম বাদল

    emoticons

    - আলমগীর সরকার লিটন

    বেশ ভাবনাময়

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

একটি পতাকা পেলে –হেলাল হাফিজ


কথা ছিলো একটি পতাকা পেলে 
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা 
কথা ছিলো একটি পতাকা পেলে 
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস 
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। 
কথা ছিলো একটি পতাকা পেলে 
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে 
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। 
কথা ছিলো একটি পতাকা পেলে 
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, 
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে। 
কথা ছিলো একটি পতাকা পেলে 
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, 
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ 
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    সয়ে সয়ে বিরহ বেদন
    বৃষ্টি ভেজা আদল গাও
    কমলা রং এ সাঁঝে; চিত্ত উদাস ঘ্রাণ ভাসে
    আমি যে তারই কালের ছন্দপতন ।

    মান্নান দা - শুভেচ্ছা

     

    - মাসুম বাদল

    চমৎকার, বড়ভাই...emoticons

    - তামান্না তাবাসসুম

    চমৎকার 

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

অনুভব

দেখেছি তাকে হৃদ নয়নে প্রাণবন্ত
হাতের মূঠোয় বসবাস ছিল তার
হয়তো আমি তখন ঘাস কিংবা ফুল
শূন্যতা ডেকে নিয়ে গেল অজানায়।
ভাবনার বাগান জুড়ে কঠোর নীরবতা
অপেক্ষায় আজো সেই কবেকার দেখায়
স্মৃতির জল আয়না বরফে রূপান্তর
কাঁপা চিৎকারে চূর্ণিত ধৈর্য ক্ষমতা।
ফাঁকির বালাম খাতায় একান্তই তুমি
দূরের পথে একা হাঁটার নিয়েছি শপথ
ইচ্ছের ছায়াছবিতে মরুভূমি খুবই ক্লান্ত
কারণে, বাঁধনে এখনো ছায়া আর আমি।
continue reading
Likes Comments
০ Shares

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

বিভাবরী হিয়া

চন্দ্রিমা তুমি কোথায়?
আঁধারের এতো ছড়াছড়ি কেন?
বিমত্সর এই বিভাবরীতে
আমার হিয়ার পদ্য
শুনতে কি পাও?
এই কথা বলছো না কেনো?
ঘুমিয়ে পড়েছো নাকি!
আকাশের দিকে তাকাও
আমার সহস্র কথামালা,
নক্ষত্র হয়ে ঝুলছে।
তুমি এতো স্তব্ধ কেনো?
তন্দ্রা লাগছে বুঝি।
তোমার শরীরে বয়ছে
মৃদু বাতাসের ঢেউ,
প্রকৃতির চাদর দিয়ে
ডেকে দিবো নাকি তোমাকে?
তোমায় দেখে আমি বিভোর
তোমার বিমল চক্ষুদ্বয়,
আজ আমার হাতের মুঠোয়
আমার হিয়া যে আজ প্রসন্ন।
কিন্তু তুমি?
তুমি যে গভীর নিদ্রায় আচ্ছন্ন।
আমার অবুঝ বিভাবরী হিয়া-
আজ তোমার পাশে,
একা একাই জেগে আছে। continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - প্রলয় সাহা

    খহোক আরেকটা বাংলাওয়াশ emoticons

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

ছবির আগাম বার্তা

আজ আমি কবিতা কিংবা কোন গল্পের কথা বলবো না। আর যা বলবো তা হল কিছু কিছু ছবি আছে যেগুলো কথা বলে। আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে একজন ফটোগ্রাফার আছে যার নাম মনির মৃত্তিক(Manir Mritik) তিনি আমার খুব প্রিয় একজন ফটোগ্রাফার শুধু তা-ই নয় আমি মনে করি তিনি একজন কিংবদন্তী। আজ  তার কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করবো। তবে ছবিগুলো নাম আমি নিজেই দিয়েছি। নামগুলো বড় না বড় তার ছবিগুলো। এক অদ্ভুত মুগ্ধতা আছে ছবিগুলোর মাঝে। আমি বেশি কথা বলাটা পছন্দ করি না, তাই করলামও না। নিজেরাই দেখে নিন আসলে তিনি কি এবং তার চিত্র? আশা করছি ছবিগুলো আপনাদের বেশ ভালোই লাগবে এবং আপনাদেরকে একটু হলেও ভাবাবে। চলুন দেখে নিই তার কিছু ছবি:
১. Human Angel
২.The roots will be a dead birds
৩. Mind Creepers
৪. Wiz Call
৫.Invisible Disease
৬. Searching location on Leaf veins
আশা করি ভালোই লেগেছে আবারও আসবো এরকম কিছু ছবির আগাম বার্তা নিয়ে। ভাল থাকবেন সবাই। ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন তার ফেসবুক ওয়াল থেকে https://www.facebook.com/manirmrittik continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... emoticons

    • - প্রলয় সাহা

      গুরুজ্বী প্রনাম। emoticonsemoticonsemoticons

    - সুমন সাহা

    ভেতর-বাহির এক

    শব্দ বলে একা।

    ভালো লাগা জানবেন দাদা।emoticonsemoticons

    - আলমগীর সরকার লিটন

    মন ছুঁয়ে গেলো প্রলয় দাemoticons

Load more writings...