Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নকল পুরুষ

৮ বছর আগে লিখেছেন

অনুভব



দেখেছি তাকে হৃদ নয়নে প্রাণবন্ত
হাতের মূঠোয় বসবাস ছিল তার
হয়তো আমি তখন ঘাস কিংবা ফুল
শূন্যতা ডেকে নিয়ে গেল অজানায়।

ভাবনার বাগান জুড়ে কঠোর নীরবতা
অপেক্ষায় আজো সেই কবেকার দেখায়
স্মৃতির জল আয়না বরফে রূপান্তর
কাঁপা চিৎকারে চূর্ণিত ধৈর্য ক্ষমতা।

ফাঁকির বালাম খাতায় একান্তই তুমি
দূরের পথে একা হাঁটার নিয়েছি শপথ
ইচ্ছের ছায়াছবিতে মরুভূমি খুবই ক্লান্ত
কারণে, বাঁধনে এখনো ছায়া আর আমি।

Likes Comments
০ Share