Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মফিজুল ইসলাম খান

৬ বছর আগে লিখেছেন

কষ্টে আছি আজিরুদ্দিন

ভালো নেই আজিরুদ্দিন কষ্টে আছি বড় কষ্ট । মাছ ধরার জালখানা
ছিনিয়ে নিয়েছে জলদস্যু । সাগর পাড়ে বসে
চোখের জলে এখন সিনান করি । পেটে ক্ষুধার তীব্র দাহন
পরিবার পরিজন দুয়ারে দুয়ারে ঘুরছে অসহায়
চড়কির মতো । আজিরুদ্দিন, তোমার কি মনে আছে
তরুন রক্তের মুষ্টিবদ্ধ হাত আকাশে বাতাসে ঝড়তোলা
আর্তনাদ, রক্ত বন্যায় ভেসে যাবার দিনগুলোর কথা?
তোমার কি মনে আছে হঠাৎ বোবা হয়ে যাওয়া
মহীনের দূরন্ত ঘোড়াগুলোর নিরব কান্নার কথা?
ভালো নেই আজিরুদ্দিন কষ্টে আছি, বড় কষ্ট ।
continue reading
Likes Comments
০ Shares

মফিজুল ইসলাম খান

৬ বছর আগে লিখেছেন

বে-নামী

বানরকে বানর বললে বানর গোস্বা হয় গাছে গাছে লাফিয়ে লাফিয়ে দাঁত কটমট করে
কুকুরকে কুকুর বললে কুকুর মাইন্ড করে
ঘেউ ঘেউ শব্দে আকাশ ফাটিয়ে কামড়াতে আসে
শেয়ালকে শেয়াল বললে হারাধনের সব বাচ্চা
গর্তে লুকিয়ে রাজভোজের আয়োজন করে চেলা চামুন্ডারা
মনের সুখে খোলকরতাল বাজিয়ে রাগ বৈরবী গায়
বাঘকে বাঘ বললে ল্যাংড়া খেলোয়ারগণ দল পাকিয়ে
পরিবার পরিজনসহ উজান গাঙ্গে চুবিয়ে মারে ।
continue reading
Likes Comments
০ Shares

মফিজুল ইসলাম খান

৭ বছর আগে লিখেছেন

দৃশ্যাবলী / মফিজুল ইসলাম খান

বুকের উপর দিয়ে এই যে সড়ক এঁকে বেঁকে চলে গেছে দেশান্তরে সামনে তার ডবল সাবের বাঁক
বাঁকের বাঁয়ে হিজলতলীর হাট ।
 
হাটের পা তলতল আনকিজলা
জলার কিনার ঘেঁষে যদি যান দেখবেন মাথা নুয়ে দাঁড়িয়ে আছে এক জীর্ণ বিদ্যাপীট
ন্যাড়া বটবৃক্ষ খোলামেলা বারান্দা যুগ যুগ অধিবাসী বেদেনীর দল কাচুলিবিহীন
বুকের পাটাতন ভীষণ ক্রুদ্ধ পৃথিবী নিরব হলে ফেলে দেয় শাড়ির আঁচল
আকাশ দেখার ছলে ফুলে ওঠে, যদি যান দেখবেন
বিড়ির আগুনে পোড়া অনেক মুখ ফিসফিস কথা বলে ঝোঁপের আড়ালে
চুড়ো খোঁপা খসে পড়ে, যদি যান দেখবেন অসময়ে ঝুলে থাকে ভেজা শাড়ি যুদ্ধাহত পতাকা ।      
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নাসির আহমেদ কাবুল

    তোমার গদ্য সরস সন্দেহ নেই। বানানেও  মোটামুটি ভালো করেছো। কিন্তু মৃত্যুর পর তোমার কোথায় ঠাঁই বলো যদি শ্মশান বানানটা লিখতে ভুল করো!

    শুভ কামনা জেনো।

    • - প্রলয় সাহা

      ভুল হয়েছে দাদাভাই ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন দাদাভাই emoticons

মফিজুল ইসলাম খান

৮ বছর আগে লিখেছেন

বধু

বধু      
মফিজুল ইসলাম খান
শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম
খেলা করে অহরহ তোমার বদনে
আমার কিশোরী বধু, একটু দাঁড়াও
পূবের জানালাপথে ধানীরং শাড়ি পরে
খোলাচুলে এলোমেলো, দূরে দাঁড়িয়ে আমি
বাউল নয়নে দেখি তোমার ঠমক ।
সকালের সোনারোদে কাজলাদিঘীর ঘাটে
এলোচুলে এসো সখি কলসী কাঁখে
হৃদয় উজাড় করে দেখবো তোমার
তালে তালে পথচলা, সোনালী নূপুর ।
লুকালে দিনের কায়া সাঁঝের মায়ায়
চুপিচুপি এসো বধু ভয়ে ভয়ে, শব্দহীন নিরবতায়
দেখবো দুচোখ মেলে তরতাজা ঠোঁট
পাখির বাসার মতো ডাগর নয়ন
ইশারায় কথা বলে বাকুম বাকুম ।
        
বাড়িময় লোকজন ঘুমিয়ে গেলে  
মাঝরাতে এসো সখি নূপুর খুলে
ফুলতোলা বিছানায় উতাল মাতাল
হারিয়ে যাবো দুজন প্রেমাক্ত জলে ।
  continue reading
Likes Comments
০ Shares

মফিজুল ইসলাম খান

৮ বছর আগে লিখেছেন

একটা সুষম বিপ্লব / মফিজুল ইসলাম খান

জীবন যুদ্ধে পরাজিত আমি এক মাজাভাঙ্গা পুরুষ   
সমাজের কাছে আমার কামনা- একটু আশ্রয়  
পিপাসায় পান করার মতো কিছু বিশুদ্ধ জল, মোটা চালের একমুঠু অন্ন
লজ্জা ঢাকার মতো এক টুকরো মোটা কাপড়, শান্তিতে চোখ বোজার মতো
সবুজ ঘাসে ঢাকা ছোট্ট একটা আঙিনা, ঘরের দক্ষিণে একটা গোলাপ বাগান
কীটহীন সাতটি লাল গোলাপ ।
 
গণযুদ্ধে বাকহারা আমি এক বাকরুদ্ধ চড়ুই
সুজনের কাছে আমার কামনা- গণতন্ত্রের পুনর্বাসন
চড়ুইদের কিচিরমিচির বাক্যালাপের চারণভূমি উন্মুক্তকরণ
দূষিত রাজনীতির নির্মমবলী ভাইবোনদের প্রত্যাবর্তন, খুন হওয়া অজিউল্লার
সংসার শাসনের অবাধস্বাধীনতা, সুচালো বুলেটে খসেপড়া নরমাংসের খাবলা
বায়তুল মোকাররাম উত্তর গেটে স্তুপীকরণ এবং একটা সুষম বিপ্লব ।   
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - ওয়াহিদ মামুন

    কথাগুলি মন ছুঁয়ে গেল।

    • - মাসুম বাদল

      অসম্ভব সুন্দর... !!! 

       

    - প্রলয় সাহা

    অনবদ্য লেখাটি। 

Load more writings...