Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মফিজুল ইসলাম খান

৮ বছর আগে লিখেছেন

একটা সুষম বিপ্লব / মফিজুল ইসলাম খান

জীবন যুদ্ধে পরাজিত আমি এক মাজাভাঙ্গা পুরুষ   

সমাজের কাছে আমার কামনা- একটু আশ্রয়  

পিপাসায় পান করার মতো কিছু বিশুদ্ধ জল, মোটা চালের একমুঠু অন্ন

লজ্জা ঢাকার মতো এক টুকরো মোটা কাপড়, শান্তিতে চোখ বোজার মতো

সবুজ ঘাসে ঢাকা ছোট্ট একটা আঙিনা, ঘরের দক্ষিণে একটা গোলাপ বাগান

কীটহীন সাতটি লাল গোলাপ ।

 

গণযুদ্ধে বাকহারা আমি এক বাকরুদ্ধ চড়ুই

সুজনের কাছে আমার কামনা- গণতন্ত্রের পুনর্বাসন

চড়ুইদের কিচিরমিচির বাক্যালাপের চারণভূমি উন্মুক্তকরণ

দূষিত রাজনীতির নির্মমবলী ভাইবোনদের প্রত্যাবর্তন, খুন হওয়া অজিউল্লার

সংসার শাসনের অবাধস্বাধীনতা, সুচালো বুলেটে খসেপড়া নরমাংসের খাবলা

বায়তুল মোকাররাম উত্তর গেটে স্তুপীকরণ এবং একটা সুষম বিপ্লব ।   

Likes Comments
০ Share

Comments (0)

  • - ওয়াহিদ মামুন

    কথাগুলি মন ছুঁয়ে গেল।

    • - মাসুম বাদল

      অসম্ভব সুন্দর... !!! 

       

    - প্রলয় সাহা

    অনবদ্য লেখাটি।