Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুদ্রা

৬ বছর আগে লিখেছেন

মৃত্যুর স্বাদ

এক স্পর্শকাতর রেখার উপর দাড়িয়ে
বহুদিন আমি জানালায় বসা কাককে ঘুঘু ভেবে ভূল করেছি,
অচেনা ফাদের ইচ্ছায় রক্তাত্ব করেছি হৃদপৃন্ড।
চাতকের মত সময় গুনতে গুনতে
তবুও আমি বাচতে চেয়েছি বার বার এ মৃত উপত্যকার
অবহেলিত মানমন্দিরে,গৃহ ত্যাগী জোৎস্নার মত সরল কোন বেহিসাবে।
বৃষ্টির স্বাদ আমাকে বহুবার নোনতা করেছে নিজস্বতায়,
রোদ এসে পুড়িয়ে দিয়েছে মাংশাল গ্রীবার অস্তিন,
তবু আমি বাচতে চেয়েছি একান্ত নিজেস্বতায়।
কারণ সত্যটা আমি জানি,সত্যিই জানি
আমি জানি মৃত্যুর স্বাদ জীবণের মত ঘ্রাণ নির্ভর,
বরং না ফেরা হাহাকারের মতই প্রচন্ড একঘেয়ে।
continue reading
Likes Comments
০ Shares

মুদ্রা

৮ বছর আগে লিখেছেন

সময়ের ভাষাতত্ব

সময় ফুরিয়ে এসেছে তাই,
ভালবাসার ঐশ্বরিক বীজ সঙ্গমে ঢেলে,
মানুষ খুঁজে চলেছে পবিত্রতা।
সুতরুণ করেটিকারা আয়ুরেখারা ভাজে
লঘিষ্ঠ জরায়ূতে বিভ্রম ছড়িয়ে
নষ্ট করছে উত্তাপ বিনিময়ের ভূমিষ্ঠ উৎপাদক।
তবু গাছেরা নত হচ্ছে,
পাতারা কথা বলছে পাখিদের ভাষায়।
continue reading
Likes Comments
০ Shares

মুদ্রা

৮ বছর আগে লিখেছেন

ক্ষত

ভূল বসত সুরম্য সৌধ পেতেছে সুর শলাকা,
তাই নব গহীন অগ্নির দায়ে গুটিয়ে নিয়েছে প্রাঞ্জলতা,
ক্ষণকালীন ডাহুক বিবাগী হয়েছে নিহিত সুরে।
তবু কম্পমান কন্ঠস্বরে কোরাস তুলেছে,
একে একে গেয়ে উঠেছে ১০৮ টি নতুন ধ্রুপদী
এই নষ্ট ফসিলের আবহমান কালে।
প্রেমেরা ব্যর্থ হয়েছে সর্পের কোমল গন্ধে
নাসিকা উন্নত বক্ষ ছুঁতে গিয়ে ছুঁয়ে ফেলেছে ধাতুরা,
শ্রম, ঘাম আর কামনার ঠোঁটে দখলে নিয়েছে পুঁজিপাত।
তবু ধ্রুপদী হচ্ছে, জল মহলের ভীষণ অভ্যন্তরে
খসে যাওয়া বুনো ফুলের মৃত সৌরভ কে মেনে নিয়ে,
সবার অলক্ষ্যে হয়ত কেউ কেউ এগিয়ে যাচ্ছে শ্বাপদের দিকে। continue reading
Likes Comments
০ Shares

মুদ্রা

৮ বছর আগে লিখেছেন

নিষিদ্ধ আর্কাইভ

বাতাসে সেতারের ধ্বনি নিষিদ্ধ ডাকঘর
দূরে দূরে থেকে বলে দেয় কতটা কাছাকাছি
ভাল লাগা গুলো নিয়ে ভালবাসাবাসি।
ঠোঁট থেকে ঠোঁটের আবদ্ধ সংজ্ঞায়নে
মিলে মিশে একাকার আঙ্গুল ছোয়ানো তার,
মিলনেই বাজিয়ে দেয় এ সংগ্রাম রুদ্ধদ্বার।
তবুও পথে ভূল ঘোলাটে ঘোরের মলাট
চোখ থেকে চোখে বসে যাওয়া কৃষ্ণায়ন,
অমাবস্যায় ঘেরা পাপ,নাকি
স্বপ্ন,মৃত্যু,যন্ত্রনা,কিছু জন্মে,কিছু জন্মান্তরে। continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - তামান্না তাবাসসুম

    ভাল লাগা রেখে গেলাম।

    • - সমুদ্র মিত্র

      অনেক ধন্যবাদ আপনাকেও

       

মুদ্রা

৮ বছর আগে লিখেছেন

বন্ধু(গান)

কেমন ভাল বাসলিরে বন্ধু বানাইয়া আমায় পর
মেঘের উপর ঘর বানাইয়া তাতে দিলি ঝড়।
ঘোমটা মোড়া চাঁদটারেও রাখলি আরো দূরে
দিব্যজ্ঞানে যাহা ভাবি রইল সবই মনে (রে বন্ধু)। 
আপন কইরা পুষলাম যারে সারা জীবনভর
সেই আমারে ভুল বুঝিয়া হইলি দেশান্তর,
নিজের ছায়াটারেও নিয়া রাখলি বহুদূরে
সব হারাইয়া আমি এখন নিঃস্ব অচিনপুরে (রে বন্ধু)।
কত কিছু দেখলিরে মন তবু মানুষ চিনলি না
নকল ভবের আসলটা তুই মিলায় দেখলি না,
শূন্যের উপর ভর দিয়া কেবলই রইলি পড়ে
না বুঝলে মন যায় নারে পাওয়া বৈরাগীর বাজারে (রে বন্ধু)।
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...