Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শামিম হাসান

৯ বছর আগে লিখেছেন

একদিন পার্কে

একদিন পার্কে বসে আছি। আমার থেকে একটু দূরে একজোড়া কপোত-কপোতি প্রেমালাপ করছে। প্রথমদিকের কথা শুনতে পাইনি। এরপর যতটুকু মনে রেখেছি লিখে দিলাম। মনে হয় না কারো কাছে খারাপ লাগবে...
কেন এতো ভালোবাসিস?
জানিনা।ভালোবাসি ভালোবাসি... কেন বাসি?
জানি না। তুই বল?
কেন বাসিস না?
 
জানি না
দুজনের দুটি প্রশ্নের একই উত্তর হল। জানি না। তবে কে জানে?
 
আল্লাহ জানে
আমি ওটাই ভেবেছিলাম যে তুই বলবি।
 
সত্য তো তুইও জানিস।
না, আমি কিছুই জানি না। আর এটাই একজন প্রকৃত জ্ঞানী মানুষের কথা হওয়া উচিত। আর আমি একজন জ্ঞানী হয়ে বুঝি এটা বলবো না।
 
সক্রেটিস
হ্যা।
আমি হলাম মক্রেটিস।
 
সুখ তোর এতো পছন্দ কেন বলতো? তোর মনে হয় পছন্দ না? কি বলছিস নিজে বুঝতে পারিস?
সুখ চাস বলেই আমার সাথে সেক্স করতে চাস না, তা ফোনে বা লিখে হোক না কেন।
ওটা আখিরাতের চিরস্থায়ী সুখের প্রতি তোর লালায়িত ভাবের জন্যই। আবার বলতে গেলি কেন, 'সুখ তোর পছন্দ কেন বলিস তো?' তাই আমার সাথে কিছু বললে একটু চিন্তা-ভাবনা করে বলিও জানু।
 
লালায়িত?
বিশেষ করে বিশেষ বিশেষ দিন আর মুহুর্তগুলোতে ... নস কি?
 
তাহলে তোর সাথে চলতাম ?
এর জন্যই তো আমাকে ভালোবাসিস বলেও ভালবাসার ফিডব্যাক দিতে পিছ পা হোস।
অবশ্যই! সেটাও কি বলে দিতে হবে তোকে?
 
 
কিছুটা লোভী হবার চিন্তা ভাবনায় আছি আলহামদু লি'ল্লাহ
সেটা তোকে দেখলেই বোঝা যায়, বলতে হবে না
 
তুই নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ ... মেয়ে মানুষ
মেয়ে ও মাঝে মাঝে মনে হয় না আমার।
 
এইবার ঠিক... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর হয়েছে উপসংহার

    শুভ কামনা

    • - হরি দাস পাল

      ধন্যবাদ ভাই...... 

      আপনাকেও অনেক শুভকামনা.........।

    - টোকাই

    ভালো লাগলো ।

শামিম হাসান

৯ বছর আগে লিখেছেন

আসুন- একটু সহজ হই

একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করা হয়েছিল, তার কবিতাগুলো আর একটু সহজ করে লিখতে। যাতে করে পাঠকমহল ও সহজে উপলব্ধি করতে পারে। তখন তিনি বলেছিলেন,
" সহজ কথা সহজ করে
বলতে আমায় কহো যে,
সহজ কথা যায় না বলা সহজে"
আজ আমার চারপাশে আমি দেখি সহজ কথাগুলোরই ইচ্ছাকৃত কঠিন রুপান্তর। ঘরে-বাহিরে-অফিস পাড়ায়-রাষ্ট্র ও সমাজ জীবনের সব ক্ষেত্রে এখন এই কঠিনিকীকরণ।
আমার বউ এর কথা আমি বুঝি না-সে আমারটা...আমার কথা আমার বস বোঝেন না-আমি বসেরটা।
ওবামার কথা সিরিয়ার প্রেসিডেন্ট বোঝেন না- হাফিজ-আল-আসাদের কথা ওবামা।
তেমনি করে শেখ হাসিনার কথা খালেদা আর খালেদা জিয়ার কথা হাসিনা বোঝেন না ।
আমরা জনগন আবার ওনাদের কারো কথাই বুঝি না।
continue reading
Likes Comments
০ Shares

শামিম হাসান

৯ বছর আগে লিখেছেন

অনুভবে

বিনিদ্র রাত অন্ধকারে
ঘাপটি মেরে বসে থাকি
স্বপ্ন পোড়ে
কার বুকে পোড়ামুখী
রাত্রি যাপন সুখাবেশে
প্রেম উড়ে ।
বেশ ছিলাম একাকিত্বে
ভাবনা হীন অষ্টপ্রহর
হেসে খেলে
কেনো এমন নষ্ট করলে
কোন শত্রুতায় পোড়ামুখী
সুখ গিলে ।
কান্না চেপে হাসতে গিয়ে
লোক সমাজে পরিচিতি
পাগল বেশে
খুব কি সুখি পোড়ামুখী
নিজের স্বার্থে লাভ ক্ষতির
হিসেব কষে ॥
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    মনে হয় প্রণয়গুলো এমনি হয়

    অনেক শুভ কামনা রইল

     

    - Rental Home

    ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল। আমরা অনেকে অনেক কিছুই জানি না। আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে।আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে

    <a href="http://rentalhomebd.com/">Rent Apartment</a>

    • - রাতের আলো

      emoticons

    - রাতের আলো

    ধন্যবাদ 

    Load more comments...