Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শামিম হাসান

৯ বছর আগে লিখেছেন

আসুন- একটু সহজ হই

একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করা হয়েছিল, তার কবিতাগুলো আর একটু সহজ করে লিখতেযাতে করে পাঠকমহল ও সহজে উপলব্ধি করতে পারেতখন তিনি বলেছিলেন,

" সহজ কথা সহজ করে

বলতে আমায় কহো যে,

সহজ কথা যায় না বলা সহজে"

আজ আমার চারপাশে আমি দেখি সহজ কথাগুলোরই ইচ্ছাকৃত কঠিন রুপান্তরঘরে-বাহিরে-অফিস পাড়ায়-রাষ্ট্র ও সমাজ জীবনের সব ক্ষেত্রে এখন এই কঠিনিকীকরণ

আমার বউ এর কথা আমি বুঝি না-সে আমারটা...আমার কথা আমার বস বোঝেন না-আমি বসেরটা

ওবামার কথা সিরিয়ার প্রেসিডেন্ট বোঝেন না- হাফিজ-আল-আসাদের কথা ওবামা

তেমনি করে শেখ হাসিনার কথা খালেদা আর খালেদা জিয়ার কথা হাসিনা বোঝেন না

আমরা জনগন আবার ওনাদের কারো কথাই বুঝি না

Likes Comments
০ Share