Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Ahmed Bairul Sourov

৮ বছর আগে লিখেছেন

ফুলবতী

ফুলবতী
-আহমেদ বাইরুল সৌরভ

যে কিশোরী প্রেমিকের হাত ধরে ছেড়েছিল উদ্বাস্তু ঘর,
বাপ-মা, কৈশোরের সমস্ত উদ্দীপনা;
সে-ই আজ নিষিদ্ধ গলির আসর মাতানো ফুলবতী
তাকেও দেখা যায় কামদেবীদের ভীড়ে
সে-ও তো চেয়েছিলো খোলা আকাশের নিচে একটি ছোট্র কুঁড়ে,
দিনের শেষে এক চিমটে আবির খেলুক তার কেশপাশ জুড়ে;
চেয়েছিল মেঘপুঞ্জের মতো একচ্ছত্র কাশফুল
অথচ ছদ্ম-প্রেমিক বোঝেনি তার কামনা,
শুয়োরের ছা বিকিয়ে দিলো তাকে ধান-চাল-পণ্যের মতো বেশ্যার বাজারে
অতঃপর সে পেলো এক নিষিদ্ধ জীবন, নষ্টের লৌহদণ্ড,
আর আবর্জনার মতো মোল্লা পুরোহিতের থু থু;
অথচ কেউ শোনেনি আঁতুর ঘরে তার নাড়িছেঁড়া আর্তনাদ,
কেউ দেখেনি উরু বেয়ে ঝরে পড়া লোহিত রক্তের শিখা

Likes Comments
০ Share

Comments (0)

  • - প্রলয় সাহা

    দারুণ লিখেছিস মাধু emoticons

    - মাসুম বাদল

    চমৎকার... emoticons