Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন সাহা

৮ বছর আগে লিখেছেন

সরিসৃপ রাত



সরিসৃপের মতো কাটলো গেলরাত, মেঘবতীর অভিমান
দূরে, ও শরীরে উথলে উঠিছে দরদ ভরা গান
এখানে নষ্ট দ্বিপ্রহর মধ্যরাত
পোঁড়া মেঘে বারবার লুকোয় চাঁদ
              তবু তুমি এলে না।

আমি মোমবাতির মতোই ভীষণ ভদ্র ও হিম।।

তবু যদি এ পোঁড়া দেহে, কভু ঘটে বজ্রপাত
            করাল গ্রীবাময় ঘটে অগ্নুৎপাত
     আমার এ ভয়ংকর উষ্ণ হাত;
             তোমাকে ছোঁবে না
              ভয় পেয়ো না...!
এবং এখানে অবশেষে লীলাসঙ্গীনির ভেড়ে সাম্পান
আমার শরীরে শেষরাতের জ্বলজ্বলে জোঁনাক।

প্রলয় ভাঙ্গে পাহাড়ের সমাসীন মন্দিরা
সে যে কি ভীষন উষ্ণতা!

রাতজাগা শরীরে মানুষ বুঝি এমনি নেশাচ্ছন্ন হয়ে পড়ে।
Likes Comments
০ Share

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাই

    নারী মতো হোকপ্রতিটি ক্ষণ

    ভাল থাকুন

    - মামুন

    মেয়ে মানেই অসহায়। মেয়ে মানেই অবলা। মেয়েরা সংসারের কোন কাজে আসেনা। সন্তান জন্মদান করাই হচ্ছে তাঁদের একমাত্র কাজ। আপাত চোখের দৃষ্টিতে এটাই প্রধান ও একমাত্র কাজ।

    আমাদের সমাজে একেকটি মেয়ের জীবনে এমন হাজারো গল্প রয়েছে। যে মেয়েটি সব চড়াই উৎরাই পেরিয়ে জয়ী হয়েছে, সেই মেয়েটি জানে, এই হাজারো গল্প পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাবার পথটা কত ভঙ্গুর ছিল।

    এই মানসিকতার পরিবর্তন দরকার।

    ভালো লিখেছেন। অনেক ভালো লাগা রইলো...emoticons

    - আবু সাঈদ চৌধুরী

    মূল্যবোধীয় লেখা । মেয়েরা বিচরণ করুক সর্বত্র নির্বিঘ্নে, পথচলা হউক নিরাপদ । ভালো লিখেছেন খুব ।