Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মনজুরুল আলম প্রিন্স

৮ বছর আগে লিখেছেন

বন্ধুত্বের টান

বন্ধুত্বের টান    এমন একটি দিন, বন্ধুত্ব সীমাহীন। যে দিন নয়তো একদিন, শুধুই রঙিন।  এ যে অগনিত স্মৃতিমালা, নয়তো খেলা। হয়তো বন্ধুত্বের পরশ্রীকাতর মিলনমেলা! নয় মন দেয়া, নয় ভালবাসার ঢেউ নয় কেড়ে নেয়া,  জানেনা যে মন, জানেনা সে মন, জানে হয়তো কেউ। ছোট নদী বয়ে যায়, মেঘ দূর নীলিমায় নিয়তির খেলায়, বন্ধু তোরা আজ কোথায়? বেলা শেষে দেখি তোরা নাই, বন্ধু তোদের দেখতে চাই। বলতে চাই, হারাতে চাই, সে দিনগুলিতে মাখাতে চাই, গড়াতে চাই, ধুলোবালুতে।  যেখানে আমাদের স্মৃতিরা করছে খেলা, সেখানে বসাবো আজ হারানো বন্ধুমেলা। তোরা ছাড়া বন্ধুরে কিছু ভাল লাগেনা তোদের ছাড়া বন্ধুরে মনতো মানেনা। বন্ধু ছাড়া নয়তো জীবনে আলো তোদের ছাড়া লাগেনা ভালো। হৃদয়ে হৃদয়ে "বন্ধুত্বের টান" বন্ধু বিহীন বাঁচেনা প্রাণ! হাতে হাত রেখে একটাই বন্ধনা  মনে প্রাণে করিবো এটাই প্রার্থনা।  বন্ধুত্বের হাত কখনো ছেড়ে দিবোনা এই যেন হয় মোদের সকলের কামনা!  continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    বাহ বেশ লালগ কবিতা

    অনেক শুভেচ্ছা জানাই-------

মনজুরুল আলম প্রিন্স

৯ বছর আগে লিখেছেন

স্মৃতিতে বাবার মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধের অনুভূতি লাভ করা মুক্তিযোদ্ধার কাছে চাদঁকে স্পর্শ করার মতো। তাই মুক্তিযুদ্ধের চেতনায় একজন মুক্তিযোদ্ধা তার জন্মমায়ের প্রাণ বাচাঁতে নিজের জীবন দ্বীধাবোধ করেনা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা একজন গর্বিত বাবা। বাবার মুখে ছোটবেলা শুনেছিলাম মুক্তিযুদ্ধের ইতিহাস। তখন বুঝতাম না মুক্তিযুদ্ধ কি। আজ বড় হয়ে বুঝতে পারলাম মুক্তিযুদ্ধ হলো মাতৃভূমি রক্ষা করার যুদ্ধ, যে যুদ্ধে ত্রিশ লক্ষ্য মানুষ জীবন দিয়েছে। কত মা-বোনে ইজ্জত হারিয়েছে। যার কারনে বাবার কাছে মুক্তিযুদ্ধ এতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবা যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন বাবার বয়স মাত্র উনিশ বছর। বাবা তখন বিয়ে করেননি। বাবা তার তরুন বয়সে জীবনের মায়া ছেড়ে দেশের মাটি রক্ষায় যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। বাবা দাদুকে না বলে গভীর রাতে প্রশিক্ষনের জন্য ভারতের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করলেন। আমাদের গ্রাম থেকে দুটি গ্রাম পরে নদি ওখানে নৌকা রাখা আছে সেখানে গিয়ে বাবা সবার সাথে মিলিত হয়ে একসাথে যাবেন। কিন্তু বাবা জানতেন না কাদের সাথে তিনি যাচ্ছেন। বাবা নৌকার কাছে গিয়ে দেখতে তার বন্ধু দুইজন ওখানে আছে তারাও মুক্তিযুদ্ধে যাবে। বাবা তাদের দেখে খুশি হলেন এবং বুকে সাহস পেলেন। সবাই আসার পর ভারতের উদ্দেশ্যে নৌকা চললেন। সাগরের কাছে যখন তাদের নৌকা পৌছালেন তখন সাগরের ডাকাত তাদেরকে ধরে সুন্দরবনে নিয়ে গেলেন। তাদের দাবি তাদেরকে টাকা-পয়সা দিতে হবে। কিন্‌ত যারা দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছে তারা টাকা পাবে কোথায়। কিন্তু ডাকাত বাবাদের অনুরোধ শুনলো না। তাদের অনেক মারধর করলেন। তাদের কাছে যে খাবার ছিল সব খাবার ওরা ডাকাতরা নিয়ে গেল। কোন খাবার বাবাকে দিল না। সাত দিন বাবা না খেয়ে আছে শুধু সাগরের লবনাক্ত পানি খেতে দেয়া হয় বাধ্য হয়ে ক্ষুধা ও পিপাসার যন্ত্রনায় লবনাক্ত পানি পান করে।... continue reading
Likes Comments
০ Shares

মনজুরুল আলম প্রিন্স

৯ বছর আগে লিখেছেন

স্বাধীনতার দান

স্বাধীনতা! সে তো নয়কো স্বাধীনতা-
নতুনত্বে নিত্য ঠাসা নব্য পরাধীনতা।।
ফুলরে বল, “স্বাধীন তুমি?”
    বলবে হেলে দুলে!
সময় ভারে ন্যূহ্য আমি
         নেইকো সুবাশ ফুলে।
 
আকাশরে বল, “স্বাধীন তুমি?”
    বলবে নেচে গেয়ে-
মহাশুন্যের সপ্তপালে নাভীশ্বাসে চলি
কোথায় পাবো মুক্ত গঙ্গা।।
         -স্বাধীনতার আঁখি?
পাখিরে বল, “স্বাধীন তুমি?”
    ব্যাস্ত সারস চোখে....
দূর সীমানা প্রান্ত খুঁজে
         মুক্ত বিলাস টুটে!!
নাই সীমানা, নাই ঠিকানা-
    দিবা-নিশি ভরে
সাইবেরিয়ার শীত ভুলে যাই
         বঙ্গ পুরে ঘুরে!!
 
নদীরে তুমি বল, “স্বাধীন তুমি?”
    স্রোতস্বীনি চলছে ধেয়ে
         মিলন সঙ্গমে
রুদ্র-আধার কালবৈশাখী
         তুচ্ছ-তাচ্ছিল্যে।।
তীর ভেঙ্গে যায়, কুল ভেঙ্গে যায়
         নগ্ন বাণ জলে
ত্রিলোক, নৃ-লোক,ধাঁধার গোলক
         কর্মচাঞ্চল্যে।।
স্বাধীনতার সূক্ষ্য হিসাব
         মন্ত্র বাৎসল্য
খগোল, ভূগোল ত্রিসীমানায়-প্রভুর রাজত্ব।।
রাষ্ট্র বল, গ্রহ বল
মানব, দানব, জীব, জড় -সবই অপোক্ত।।
বৃক্ষ, লতা, তরু কহে
         সুরলহরীর গান
মর্ত্যলোকে পরাধীনতা-
         সত্তা মহাপ্রাণ।।
পরলৌকিক মুক্তি বিলাস
         স্বাধীনতার দান
জীবন, যৌবন সব বিলিয়ে
         রাখবো তাহার মান।।
continue reading
Likes ১০ Comments
০ Shares

মনজুরুল আলম প্রিন্স

৯ বছর আগে লিখেছেন

মেঘ বালিকা

আকাশচারী মেঘ বালিকা, বড় সুন্দর তোমার হাসি।
আগেও বলেছি এখনও বলি তোমাকেই ভালবাসি।
জ্বলছি প্রেম দিয়ে তোমায়
হেরে যাচ্ছি আমি যেন প্রতিটি পাতায়।
তোমার প্রেমে পরে হয়েছিলাম মুগ্ধ
ভালবেসে ভালবাসায় করোনি আমায় সুদ্ধ।
চিনতে পারো কি মোরে?
চিনেও থেকোনা দূরে সরে!
সব নিয়ে নাও
তবুও প্রেম দিয়ে যাও।
বাজিওনা আমার মনে আর দুঃখের বাঁশি
মেঘ বালিকা! আমি এখনও তোমায় ভালবাসি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা কবিতার অনেক নতুনত্ব পেলাম

    শুভ কামনা- রব্বানী দা

     

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ বাউল ভাই।

    - রুদ্র আমিন

    চমৎকার উপস্থাপন ভাইজান।

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয়আমিন ভাই।

    - মিশু মিলন

    ভালো লাগলো কবিতা।

     

    শুভকামনা......

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয় মিলন ভাই।

    Load more comments...

মনজুরুল আলম প্রিন্স

৯ বছর আগে লিখেছেন

ঝাটকা ইলিশ মাছের স্বপ্ন (রম্য)

নামঃ         ইলিশ।
ডাক নামঃ     ঝাটকা ইলিশ
বসবাসঃ      সাগরে
ঘরঃ          পানির নিচে
ওস্তাতঃ       বড় ইলিশ
সখঃ          বড় ইলিশ হওয়া
খ্যাতিঃ       জাতিয় মাছ।
শত্রুঃ          মানুষ
প্রিয় মানুষঃ     যারা ইলিশ মাছ খায় না।
প্রিয় আসাঃ      ইলিশ খেকো মানুষের যেন এলার্জি হয়।
অপ্রিয় যায়গাঃ  মানুষের পেট।
ঘৃনা করাঃ      যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে।
বিরক্তকরঃ      কারেন্ট জাল।
ভালবাসাঃ       সারা দেশে 10 নম্বর মাহা বিপদ সংকেত।
ভাললাগাঃ       জালের ছেঁড়া যায়গা।
প্রিয় আইনঃ      ঝাটকা বাচাঁনো।
শেষ ইচ্ছাঃ      জালের ভিতর বন্দি না হওয়া।
শেষ স্বপ্নঃ       আন্তর্জাতিক মাছ ইলিশ হওয়া।
ভবিষৎ ইচ্ছাঃ   মাছের রাজা হওয়া।
প্রিয় গানঃ     আমি আর নানা, ইলিশ আর ধরবো না।
           আন্তর্জাতিক মাছ ইলিশ মাছ, ধরবো না আর কোন মাস।
continue reading
Likes ১৭ Comments
০ Shares
Load more writings...