Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মনজুরুল আলম প্রিন্স

৯ বছর আগে লিখেছেন

স্বাধীনতার দান

স্বাধীনতা! সে তো নয়কো স্বাধীনতা-

নতুনত্বে নিত্য ঠাসা নব্য পরাধীনতা।।

ফুলরে বল, “স্বাধীন তুমি?”

    বলবে হেলে দুলে!

সময় ভারে ন্যূহ্য আমি

         নেইকো সুবাশ ফুলে।

 

আকাশরে বল, “স্বাধীন তুমি?”

    বলবে নেচে গেয়ে-

মহাশুন্যের সপ্তপালে নাভীশ্বাসে চলি

কোথায় পাবো মুক্ত গঙ্গা।।

         -স্বাধীনতার আঁখি?

পাখিরে বল, “স্বাধীন তুমি?”

    ব্যাস্ত সারস চোখে....

দূর সীমানা প্রান্ত খুঁজে

         মুক্ত বিলাস টুটে!!

নাই সীমানা, নাই ঠিকানা-

    দিবা-নিশি ভরে

সাইবেরিয়ার শীত ভুলে যাই

         বঙ্গ পুরে ঘুরে!!

 

নদীরে তুমি বল, “স্বাধীন তুমি?”

    স্রোতস্বীনি চলছে ধেয়ে

         মিলন সঙ্গমে

রুদ্র-আধার কালবৈশাখী

         তুচ্ছ-তাচ্ছিল্যে।।

তীর ভেঙ্গে যায়, কুল ভেঙ্গে যায়

         নগ্ন বাণ জলে

ত্রিলোক, নৃ-লোক,ধাঁধার গোলক

         কর্মচাঞ্চল্যে।।

স্বাধীনতার সূক্ষ্য হিসাব

         মন্ত্র বাৎসল্য

খগোল, ভূগোল ত্রিসীমানায়-প্রভুর রাজত্ব।।

রাষ্ট্র বল, গ্রহ বল

মানব, দানব, জীব, জড় -সবই অপোক্ত।।

বৃক্ষ, লতা, তরু কহে

         সুরলহরীর গান

মর্ত্যলোকে পরাধীনতা-

         সত্তা মহাপ্রাণ।।

পরলৌকিক মুক্তি বিলাস

         স্বাধীনতার দান

জীবন, যৌবন সব বিলিয়ে

         রাখবো তাহার মান।।

Likes ১০ Comments
০ Share