Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাকির পোয়েট্রি রায়হান

৮ বছর আগে লিখেছেন

কাইয়ুম চৌধুরীর অপ্রকাশিত কবিতা

১.
হেমন্ত-কুয়াশা-ছায়া ঘেরাটোপে
ম্লান রাত্রি
কেউ কোথাও নেই
কৃষ্ণবর্ণ আকাশে ক্ষীয়মাণ বাঁকা চাঁদ
কুকুরের দূর ডাক
ফাঁকা বেঞ্চিতে গুটিসুটি
কেউ একজন।

কাঁটা মেহেদি ঘেরা লালছাদ-বাড়ি
ছিমছাম স্টেশন শর্শদি
কয়লাগুঁড়োর প্ল্যাটফর্ম
সর সর পায়ের তলায়
সবুজ বাতি দোলানো পয়েন্টসম্যান
খানিক টেনে ছুটে চলে যায়
সগর্জনে ননস্টপ টেনডাউন।
কোথায় আঁধারে মিলিয়ে গেলে
হালকা সবুজ চেনা গন্ধ নিয়ে
মিলিয়ে যায়
মালটানা ওয়াগন।

শুধু উড়ন্ত জোনাকি
চেতনার অর্গলে ধোয়া-ওঠা লন্ঠনে
চেয়ে থাকা শৈশবে আমি একাকী।

২.
বেশ শুকিয়ে গেছেন
কাগজের পাতায় ছবি দেখলাম।
খবর নেব নেব করেও
নেওয়া হয়নি। ভাবছিলাম।

রাগ করাটা জানি স্বাভাবিক
তুমি বলবে এটা সত্যি তোমার পক্ষে
অদর্শনেই কী বিশাল ক্লান্তি
কখনো দেয় না ধরা তোমার চোখে।

কীভাবে মিলিয়ে যাও
জোছনা প্লাবিত অন্ধকারে
তোমার আকাশ থেকে মুছে নাও
আমার যত ছবি সবার ওপরে।

তাহলে কেন সাজিয়ে তুলি
রঙের বাগান
ভরে দিই ভ্যান গঘের সূর্যমুখী ফুলে

তোমার হাসি তো সূর্যমুখী
চেয়ে থাকি সর্বক্ষণ
সবকিছু ভুলে।

Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    চমৎকার...emoticons

    • - মোঃ রওশানুজ্জামান কানন

      emoticons