Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবীর আলমগীর

৬ বছর আগে লিখেছেন

অনলাইন পোর্টালে ভিডিও-অডিও কনটেন্ট অপরিহার্য

বিচ্ছেদের কারণ জানালেন তাহসান-মিথিলা। প্রথম আলো অনলাইন এই নিউজ করেছে একটু এগিয়ে। তা হলে রেগুলার কনটেন্টের পাশাপাশি তারা নিজস্ব ব্যবস্থাপনায় অডিও-ভিডিও কনটেন্ট দিয়েছে। ব্যবহার করেছে বেশকিছু স্টিল ফটোগ্রাফি। ওই ভিডিও কনটেন্টের একপর্যায়ে ব্যবহার করা হয়েছে মিথিলার অডিও সাক্ষাৎকারও। প্রথম আলোর নিউজরুম থেকে ভয়েস ব্যাকআপও দেওয়া হয়েছে। তার মানে একই নিউজের মধ্যে নানা টেকনিক। ভিডিও, অডিও, রিটেন কনটেন্ট সমানতালে এগিয়েছে।  
অনলাইন পোর্টালের প্রচলিত ধারণা কেবল লিখিত কনটেন্ট দিলেই যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। পাঠকের রুচি বদলাচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। ধীরে ধীরে পাল্টাচ্ছে অনলাইনের ক্যারেক্টার।
অনলাইন নিউজ ট্রিটমেন্টের সঙ্গে ভিডিও-অডিও কনটেন্ট একটি অপরিহার্য বিষয়। যে পোর্টাল যত বেশি ভিজুয়াল সিস্টেম অনুসরণ করবে সেই পোর্টাল তত বেশি এগিয়ে যাবে প্রতিযোগিতায়, পারফরমেন্সে, এগিয়ে যাবে নিজস্ব বৈশিষ্ট্যে। কারণ মানুষ ভিডিও দেখতে চায়, নিউজ পড়তে চায়, শুনতে চায়।  
এবার ব্যক্তিগত রুচির কথা বলি- আমি কিন্তু প্রথম আলোর ওই নিউজ পড়িনি। দেখেছি তার ভিডিও কনটেন্ট। ভিডিও কনটেন্ট এর প্রয়োজনেই ওই নিউজটিতে ঢুকে থাকা। তার মানে নিউজে থাকলাম, পোর্টালের ক্লিক হিট বাড়ল। সুতরাং অনলাইন পোর্টালের পাঠকের আগ্রহ কেবল রিটেন কনটেন্টে নয়, অডিও-ভিডিও কনটেন্টেও। এই বিষয়টি বোঝা জরুরি।
মনে রাখতে হবে পাঠক সবসময় নতুন কিছু চায়। দশ বছর আগে পাঠক অনলাইন পোর্টালের কাছে পাঠক যা প্রত্যাশা করত, দশ বছর পরে তা করবে না। কারণ পাঠক বদলায়, পাঠকের রুচি বদলায়। এই বদলানোর সঙ্গেই পোর্টাল ম্যানেজমেন্টও বদলাতে হবে।
http://www.prothom-alo.com/entertainment/article/1259101/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE continue reading
Likes Comments
০ Shares

কবীর আলমগীর

৮ বছর আগে লিখেছেন

ভালো সাব এডিটর হতে চাইলে (কিস্তি ৫)

সংবাদপত্র অফিসে একজন সাব এডিটরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একজন সাব এডিটরের কাজ হলো সংবাদ সংগ্রহ করা এবং তা সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা। তিনি বিভিন্ন সংস্থা, প্রতিনিধি, প্রতিবেদক ও বিভিন্ন উৎস থেকে প্রাথমিকভাবে সংবাদ সংগ্রহ করেন এবং সেগুলো বাছাই করেন। তবে তিনি সব সংবাদ প্রকাশ করতে পারবেন না। এ কারণে তাকে গুরুত্বপূর্ণ এবং মজাদার সংবাদ সংগ্রহ ও বাছাই করতে হবে। বাছাই করার পর তিনি সেগুলো ভালোভাবে সম্পাদনা করবেন। এই প্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তিকেই সাব এডিটর বলা হয় এবং তিনি যে কাজ করেন তাকে বলা হয় সাব এডিটিং বা সাবিং। ভালো সাব এডিটর হতে বেশকিছু বিষয় মেনে চলা দরকার। বিস্তারিত লিখেছেন : কবীর আলমগীর
গুছিয়ে লেখার ক্ষমতা : সহজ বাক্যে সহজ কথা বলার চর্চা থাকতে হবে। রিপোর্টার অনেক সময় ধান ভানতে শীবের গীত গাইতে পারেন । আপনাকে যথাসাধ্য ধান ভানার কাজই করতে হবে। মানে অপ্রাসঙ্গিক যে লাইন বা তথ্য আছে তা নিউজ থেকে ছাঁটাই করতে হবে। একটা পরিণত গাছের ডালপালা ছাঁটলে গাছের যেমন ক্ষতি হয় না তেমনি একটি নিউজের বাড়তি অংশ ফেলে দিলে নিউজের কোনো ক্ষতি হবে না। তবে সৌন্দর্য যাকে বজায় থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
নিউজের গতিপথ ঠিক করুন : নিউজ একটা তীরের মতো। শিকারের দিকে যাওয়া যেমন তীরের কাজ তেমনি নিউজের একটা গতিপথ থাকে। অনেক সময় নিউজের গতিপথ পরিবর্তন হয়ে যায়, একজন সাব এডিটর হিসেবে নিউজের গতিপথ ধরে রাখা একান্ত বক্তব্য। নিউজের শিরোনাম যে অ্যাঙ্গেলে, নিউজটির পরিণতি বা সমাপ্তি ওই অ্যাঙ্গেলে হওয়া উচিত। নিউজ যেহেতু অনেকগুলো প্যারা বা কাহিনির সমষ্টি। তাই কোনো প্যারা বা কোনো কাহিনি তুলনামূলক বেশি ভারি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ধরুন : ঢাকা... continue reading
Likes Comments
০ Shares

কবীর আলমগীর

৮ বছর আগে লিখেছেন

ভালো সাব এডিটর হতে চাইলে (কিস্তি ৪)

সংবাদপত্র অফিসে একজন সাব এডিটরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একজন সাব এডিটরের কাজ হলো সংবাদ সংগ্রহ করা এবং তা সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা। তিনি বিভিন্ন সংস্থা, প্রতিনিধি, প্রতিবেদক ও বিভিন্ন উৎস থেকে প্রাথমিকভাবে সংবাদ সংগ্রহ করেন এবং সেগুলো বাছাই করেন। তবে তিনি সব সংবাদ প্রকাশ করতে পারবেন না। এ কারণে তাকে গুরুত্বপূর্ণ এবং মজাদার সংবাদ সংগ্রহ ও বাছাই করতে হবে। বাছাই করার পর তিনি সেগুলো ভালোভাবে সম্পাদনা করবেন। এই প্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তিকেই সাব এডিটর বলা হয় এবং তিনি যে কাজ করেন তাকে বলা হয় সাব এডিটিং বা সাবিং। ভালো সাব এডিটর হতে বেশকিছু বিষয় মেনে চলা দরকার। বিস্তারিত লিখেছেন : কবীর আলমগীর
নিউজ উপস্থাপনা হতে হবে সহজ : একজন সাব এডিটর যখন কোনো নিউজ এডিট করেন তার মূল লক্ষ্য হলো পাঠকের কাছে সংবাদের বিষয়টি সহজভাবে উপস্থাপন করা। মনে রাখতে হবে একটা নিউজ যেমন কোনো চায়ের দোকান যেমন পড়তে পারেন তেমনি পড়তে পারেন উচ্চশিক্ষিত কোনো লোকও। তাই নিউজের ভাষাটি হতে হবে গ্রহণযোগ্য। এমন কোনো ভাষা বা বাক্য ব্যবহার করা ঠিক হবে না যা সকল পাঠককে বুঝতে অসুবিধায় পড়েত হয়। নিউজ সম্পাদনার সময় প্রমিত ভাষায় যেভাবে কথাবার্তা বলা হয় সেভাবেই নিউজটি উপস্থাপন করতে হবে।
ধরুন : আপনার হাউজের প্রতিনিধি রির্পোট পাঠালেন। ঢাকার বনানীর একটি বাসায় চুরি করার প্রাক্কালে এক চোর আটক হয়েছেন। পরে উপস্থিত জনগণ চোরকে প্রহার করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
এখানে বেশকিছু শব্দ আছে যা সবার কাছে বোধগম্য নাও হতে পারে। সেক্ষেত্রে সহজভাষায় আপনি লিখতে পারেন ঢাকার বনানীতে  বাসায় চুরি করার সময় এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গণপিটুনির শিকার ওই চোরকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বানান ঠিক করুন :... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    তুমি আমি আমি তুমি ফিরে দেখা সংসারে জীবনের উত্তরণ । তাই বার বার ফিরে দেখি ফিরে দেখতেই হয় ।।   বাহ্‌ দাদা বাহ্‌ emoticonsemoticonsemoticons

    • - দীপঙ্কর বেরা

      ধন্যবাদ। ভাল থাকবেন। 

কবীর আলমগীর

৮ বছর আগে লিখেছেন

বিনিময়

বকুলের দেওয়া কম দামি কলমটি নিয়ে
কাঁপা কাঁপা হাতে তোকে লিখছি বাবা।
ইদানিং হাঁপানি রোগের প্রকোপটা বড্ড বেশি বেড়েছে
কামারের হাঁপরের মতো দিনরাত উঠানামা করে ব্যর্থ বুকযন্ত্র।
আগে যে ফসল ক্ষেতের সঙ্গে ছিল গভীর প্রেম
বেশ কয়েকবছর বিচ্ছেদ ঘটেছে তাতে।
বুকে ক্ষত নিয়ে আজো পড়ে থাকে সবুজ ক্ষেতের মাঠ
আর আমি কেবলি স্মৃতির পাতা হাতড়ে হাতড়ে ক্লান্ত।
আগের মতো ধানক্ষেতের ড্যাপসা ধান দেখা হয় না
আইলের ধারে মাজরা পোকা নাকি বেড়েছে অনেক?
হাঁটতে পারি না, কোমরে পায়ে বয়সের ব্যথা
চোখে ঝাঁপসা দেখি আজকাল।
অনেকদিন ইতিহাসের পাতা উল্টানো হয় না
বইয়ের পাতায় পাতায় নিঃশব্দ ধুলোর ঘুম।
পুরনো চশমার কালো ফ্রেমটায় ধরেছে ফাটল
খসে পড়েছে কাচ, কমেছে গেছে পাওয়ার।
গ্লুকোমায় আক্রান্ত চোখজোড়া ইদানিং বড্ড বেশি প্রতারণা করছে।
মনের মতো করে কতদিন তোকে আদর করা হয় না।
এই বুড়ো বাবার প্রতি তাই বলে কি খুব অভিমান তোর?
ডাক্তার বলেছে নতুন চশমা কেনা চাই
খেতে হবে আরো ওষুধ প্যাকেট প্যাকেট।
পারলে আমাকে কিছু টাকা পাঠাস বাবা!
মনে পড়ে খোকা যখন তোর বাল্যকাল
আমার পকেটে অগুনতি টাকা।
এরই মাঝে তুই চেয়ে নিতি নতুন একখানা নোট।
তখন তোর তো নেশা ছিল রং মেশানো চকলেটের।
এখন আমিই তোর কাছে চেয়ে নিই টাকা।
এখন আমায় ধরেছে
ওষুধ খাওয়ার আজব নেশায়। continue reading
Likes Comments
০ Shares

কবীর আলমগীর

৮ বছর আগে লিখেছেন

ভালো সাব এডিটর হতে চাইলে (কিস্তি ৩)

সংবাদপত্র অফিসে একজন সাব এডিটরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একজন সাব এডিটরের কাজ হলো সংবাদ সংগ্রহ করা এবং তা সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা। তিনি বিভিন্ন সংস্থা, প্রতিনিধি, প্রতিবেদক ও বিভিন্ন উৎস থেকে প্রাথমিকভাবে সংবাদ সংগ্রহ করেন এবং সেগুলো বাছাই করেন। তবে তিনি সব সংবাদ প্রকাশ করতে পারবেন না। এ কারণে তাকে গুরুত্বপূর্ণ এবং মজাদার সংবাদ সংগ্রহ ও বাছাই করতে হবে। বাছাই করার পর তিনি সেগুলো ভালোভাবে সম্পাদনা করবেন। এই প্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তিকেই সাব এডিটর বলা হয় এবং তিনি যে কাজ করেন তাকে বলা হয় সাব এডিটিং বা সাবিং। ভালো সাব এডিটর হতে বেশকিছু বিষয় মেনে চলা দরকার। জেনে নেওয়া যাক সাব এডিটরদের কাজ কী? বিস্তারিত লিখেছেন : কবীর আলমগীর
নিউজ সংশোধন : অনেক সময় নিউজ ঠিকমতো লেখা থাকে না। এতে অপ্রাসঙ্গিক বাক্য-শব্দের ব্যবহার থাকতে পারে। অনেক সময় একই তথ্যের পুনরাবৃত্তি থাকে। সাব এডিটর এগুলোর সম্পাদনা করে থাকেন। তিনি ব্যাকরণ মেনে নিউজটি সংশোধন করে। কোথাও কোনো অসঙ্গতি দেখা দিলে তিনি সংবাদের সোর্সের সঙ্গে যোগাযোগ করে সেগুলো ঠিক করে নেন।
নিউজটির উন্নতি করা : সাব এডিটরের কাজ হলো সংশ্লিষ্ট নিউজটির উন্নতি করা। আপনি যদি নিউজটি এডিট করতে গিয়ে রিপোর্টারের লেখার চেয়ে নিউজটি আরো খারাপ করে ফেলেন তাহলে আপনি ভালো দক্ষতার পরিচয় দিলেন না। চেষ্টা করতে হবে নিউজটির উপস্থাপনা যেন ভালো হয়, তার ট্রিটমেন্ট আপনার হাতে। আপনি নিউজটি ভালো করলে হাউজের সুনাম, পত্রিকার সুনাম।
উপযুক্ত ইন্ট্রু তৈরি করা : নিউজটির বিষয়বস্তু বা অ্যাঙ্গেল কী সেটা মাথায় রেখে একটা যোগ্য ইন্ট্রু তৈরি করা সাব এডিটরের কাজ। যাতে পাঠক ইন্ট্রু পড়ে নিউজটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেতে পারে। ধরুন : ‘হবিগঞ্জে ৪ শিশু খুন, ১০ জন... continue reading
Likes Comments
০ Shares
Load more writings...