Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবীর আলমগীর

৮ বছর আগে লিখেছেন

বিনিময়

বকুলের দেওয়া কম দামি কলমটি নিয়ে
কাঁপা কাঁপা হাতে তোকে লিখছি বাবা।
ইদানিং হাঁপানি রোগের প্রকোপটা বড্ড বেশি বেড়েছে
কামারের হাঁপরের মতো দিনরাত উঠানামা করে ব্যর্থ বুকযন্ত্র।

আগে যে ফসল ক্ষেতের সঙ্গে ছিল গভীর প্রেম
বেশ কয়েকবছর বিচ্ছেদ ঘটেছে তাতে।
বুকে ক্ষত নিয়ে আজো পড়ে থাকে সবুজ ক্ষেতের মাঠ
আর আমি কেবলি স্মৃতির পাতা হাতড়ে হাতড়ে ক্লান্ত।

আগের মতো ধানক্ষেতের ড্যাপসা ধান দেখা হয় না
আইলের ধারে মাজরা পোকা নাকি বেড়েছে অনেক?
হাঁটতে পারি না, কোমরে পায়ে বয়সের ব্যথা
চোখে ঝাঁপসা দেখি আজকাল।

অনেকদিন ইতিহাসের পাতা উল্টানো হয় না
বইয়ের পাতায় পাতায় নিঃশব্দ ধুলোর ঘুম।
পুরনো চশমার কালো ফ্রেমটায় ধরেছে ফাটল
খসে পড়েছে কাচ, কমেছে গেছে পাওয়ার।

গ্লুকোমায় আক্রান্ত চোখজোড়া ইদানিং বড্ড বেশি প্রতারণা করছে।
মনের মতো করে কতদিন তোকে আদর করা হয় না।
এই বুড়ো বাবার প্রতি তাই বলে কি খুব অভিমান তোর?
ডাক্তার বলেছে নতুন চশমা কেনা চাই
খেতে হবে আরো ওষুধ প্যাকেট প্যাকেট।

পারলে আমাকে কিছু টাকা পাঠাস বাবা!

মনে পড়ে খোকা যখন তোর বাল্যকাল
আমার পকেটে অগুনতি টাকা।
এরই মাঝে তুই চেয়ে নিতি নতুন একখানা নোট।
তখন তোর তো নেশা ছিল রং মেশানো চকলেটের।

এখন আমিই তোর কাছে চেয়ে নিই টাকা।
এখন আমায় ধরেছে
ওষুধ খাওয়ার আজব নেশায়।
Likes Comments
০ Share