Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইসমাইল হোসেন

৯ বছর আগে লিখেছেন

সর্দারজির কৌতুক

সর্দারজি হেলিকপ্টার নিয়ে আকাশে উড়েছেন। চালক তিনি নিজেই। কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি ধপাস করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সর্দারজি। হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা ছুটে এলেন। সর্দারজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কী ঘটেছিল বলুন তো? ঘটনা তেমন কিছু নয়। ওপরে খুব ঠান্ডা লাগছিল, তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটি বন্ধ করে দিয়েছিলাম। সর্দারজির জবাব।


সর্দারজি ও বান্তার মধ্যে ইভ টিজিং নিয়ে কথা হচ্ছে—
বান্তা: জানিস, ইভ টিজিং যে হারে বেড়ে গেছে, তাতে মেয়েদের বাইরে বের হওয়া দায় হয়ে গেছে।
সর্দারজি: হুম্ম, ঠিকই বলেছিস।
বান্তা: এটা রোধ করার উপায় কী বল তো?
সর্দারজি: আমি একটা উপায় বের করেছি। এখন আমার মেয়েকে নিয়ে আমি নিশ্চিন্ত।
বান্তা: কী সে উপায়?
সর্দারজি: আমি আমার মেয়ের নাম রেখেছি দিদি। তাকে সবাই দিদি বলেই ডাকে। দিদিকে তো কেউ আর ইভ টিজিং করবে না!


সর্দারজি আর তাঁর ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা ৪+৩ কত হয়?
সর্দারজি: হারামজাদা, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে: বলো না কত হয়?
সর্দারজি: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!
Likes Comments
০ Share

Comments (2)

  • - রোদের ছায়া

    রাঙ্গামাতি,কাপ্তাই, বান্দারবান এর কিছুটা ঘুরার সুযোগ হয়েছে। সত্যি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ।