Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

স্মৃতি

তারপর অনেকটা সময় চলে গেছে..

তুমি তার কিছুই জানোনা ...

এখন আমি নিয়মিত শাড়ি পড়ি। হাতভর্তি চুড়ির বদলে,বাঁ হাতে জায়গা করে নিয়েছে কালো বেল্টের ঘড়ি।তোমার ভীষন অপছন্দের চশমাও এঁটে রাখি কাজলহীন চোখের সামনে। শেষবার টিপ কবে পরেছি মনে পড়ছে না ! এমনকি, কপালের আশপাশে চুপচাপ সাদা হয়ে বসে থাকে কগাছি মলিন চুল!

এগুলোকে বদলানো বললে, আমি বদলে গেছি ভীষন !!! 

তবু আকাশ নীল হলে হেঁটে বেড়াই । শেষ বিকালের রোদের সাথে  হাটতে হাঁটতে কাশের বনে লুকাই ! পরম মায়ায় তাকিয়ে থাকি একগুচ্ছ কাশফুলের চোখে চোখ রেখে !শুভ্র কাশফুল ঝাপসা হয়ে ওঠে, ঝাপসা হয় অনন্ত শুন্যতাও ! কত-শত স্মৃতি যে দোল খেতে থাকে আমাকে ছুঁয়ে, আমাদের ছুঁয়ে !!! 

আচ্ছা, তুমি সেগুলো জানতে চাওনা কেন ??

Likes ২৯ Comments
০ Share

Comments (29)

  • - সকাল রয়

     

    অনেক সুন্দর