Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

সমান্তরাল

 

 

-মায়া বোঝ অতন্দ্রিলা, মায়া ? নিরন্তর নদীর  উপর ভেসে থাকা  একলা মেঘছায়ার মত মায়া, সদ্য ডানা মেলা ফড়িং এর প্রতি মায়া , আষাঢ়ের জোছনার  প্রতি মায়া অথবা...

:অথবা কি ? থামলে যে !

- অথবা... আমার উপর মায়া ?

:ভালোবাসা আর মায়ার মাঝে পার্থক্য কি খুব বেশি, মৃন্ময় ? আমি কখনো  আলাদা করে ভাবিনি তোমার মত।  

- ভেবে দেখো। প্রতি মুহূর্তে ভালোবাসা সত্যি হয়ে ওঠে না; তবে মায়া চিরন্তন , সে ফিরে ফিরে আসে।

:বিশ্বাস হচ্ছেনা খুব ।

-তবে তুমিই বলো, চলে যাবার এতদিন পর ফের সামনে এলে যে ! নিশ্চয়ই ভালোবাসি বলতে আসো নি ।

:হু, তা আসিনি। সেই প্রয়োজনও নেই ।

- তুমি মায়ার টানে এসেছো, অতন্দ্রিলা  !

: সমান্তরাল নিয়তিতে মায়া- টায়া আর টেনে এনো না তো ! অস্বস্তি লাগছে।

- জানি । আকাশ দেখবে ?

: নীল হলে,গাঢ় নীল । কান্নার মত নীল।

-আবৃত্তি করি? “গাঙশালিখের মতো আমরা দু’টিতে কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি” ??

:আমি অপেক্ষা চিনি না আর , পাখির জীবনও আমায় টানে না বহুদিন! তুমি  বরং ভালো থেকো, মৃন্ময় ! তোমার নদী- মেঘ- রোদ নিয়ে; তুমি ভালো থেকো।

- আমি ভালো আছি, ভেবো না । অকারণ জেগে থাকা এক চিলতে চুপচাপ মায়ার জন্য - আমি খুব ভালো আছি। খুব ।    

Likes Comments
০ Share