Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাসান ইকবাল

১০ বছর আগে লিখেছেন

বিশেষ নিবন্ধ: কিছু সময় পেরিয়ে

বিভীষিকার এক অন্তর্জাল পেছনে ফেলে

নতুন এক সময়ে নতুন এক প্রত্যয়ে ছুটে চলি দুনির্বার

আ র-

অদ্ভুত এক আলো তাড়া করে আমাকে

 

অবরোধে ফাঁকা রাজপথে

কাজের খোঁজে বের হওয়া মানুষের মলিন মুখ,

জীবনের জন্য ছুটে চলা বিশ্বজিতদের আকুলতা,

আমাকে পীড়া দেয় বারংবার।

 

বখাটেদের উৎপাতে বন্ধ হওয়া আমার কিশোরী বোনের স্কুল,

ধর্ষিতা রাখাইন বালিকার নিথর দেহ,

হাইকোর্টে বিচার চাইতে এসে উত্তক্ত্য মা-মেয়ের অসহায় মুখ,

রাজনৈতিক দুবৃত্তায়নের শিকার-

বারেকের মা, আল্লাদের বিধবা বোন,

শুধু আমাকে পিছু ডেকে বলে-

                             ‘কি করলে?

                              এতো বিদ্যাবুদ্ধি গাটে বান্ধ।’

 

আগুনে পোড়া, জ্বলসে যাওয়া পোষাককর্মীর নিথর দেহ

জুলেখা, পারভিনা, নাজনীন, রহুলা,কান্চন, মোতালেব, সালাম, রবিউল, আলভিনা, লিপি, শাহাদাত, মদিনা আরও কতশত নাম

চাপা পড়ে আছে রানা প্লাজার ধ্বংসস্তুপে।

 

গান পাউডারে জ্বলসে যাওয়া মুখলেস,বাবুল, বাবলু

বেঁচে থাকার জন্য হাজার আকুলতা,

হাসপাতালের বেড জুড়ে ভারি করা কান্নায় জলে

সময়ের বিভৎস ছবি একে যাই আমি।

 

গুম হয়ে যাওয়া অসংখ্য মানুষ

নারী নেতা, পরিবেশবিদ, ব্যবসায়ী,ছাত্র, ব্লগার, বিদেশী পর্যটক

রিক্সাচালক, সব্জী বিক্রেতা, চিকিৎসক,কেটে খাওয়া কৃষক

মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক

বাদ যায়নি কেউ।

 

আমার চারপাশে শত শত সাংবাদিক, মিডিয়াকর্মী, ব্লগার এ্যাক্টিভিস্ট

আমি বসে আছি একশো ওয়াটের লাইটের নিচে,

কাচে ঘেরা দেওয়াল, ক্লিক করে উঠে ক্যামেরার ফ্ল্যাশ,

আমি এক টক শো’তেবিবৃত করছি,

জাতীয় দৈনিকে ছয় কলামের আমার নিবন্ধ,

তাতে লিখেছি ‘কিছু সময় পেরিয়ে’ ।

জ্ঞানগর্ভ কলামে উঠে এসেছে আমার স্বদেশ, বিশ্ব

নির্যাতিতা নারীর কথা, রাজনৈতিক অস্হিরতা, পরিবশে জলবায়ু সবকিছু

 

এটুকুই-

আমি সুশীল সমাজের প্রতিনিধি,

আমার পাশেই শীতার্ত মানুষের কাতরানোর শব্দ,

আমি লিখেই যাই, বলেই যাই টক শো’তে,

আমরা আঁধার পেরিয়ে আলোয় যেতে

 

কি হবে-

এইসব ছাইপাশ লিখে!


হাসান ইকবাল

ঢাকা।

৭ বৈশাখ ১৪২১, রোববার।
ই-মেইল: hasan_netsu@yahoo.com

Likes Comments
০ Share

Comments (3)

  • - মোঃসরোয়ার জাহান

    besh valo laglo

    • - হরি দাস পাল

      আসলে পন্টের সমস্যার কারনে লেখাটা সেভাবে বোঝা যাচ্ছে না। কষ্ট করে যে পড়েছেন তার জন্যে ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যে।

      ভাল থাকবেন.......