Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাসান ইকবাল

১০ বছর আগে লিখেছেন

তোমার শুভ্র দিনলিপিতে লিখে রেখো আমার কাহিনিকাব্য

পৃথিবীটা ছোট হতে হতে হয়ে গেছে অনেক বড়
মেঘলোকে পাইনা খুঁজে তােমার ঠিকানা।

জীবনের পরতে পরতে যে সুখাগ্নি জ্বলছে অবিরাম
তা ধাবমান অবিরত।
আমার শুভ বারতা যখন পৌঁছাবে
পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়
শব্দের শৈলীতে এঁকো তুমি জীবনের জলছবি।

তোমার শুভ্র দিনলিপিতে তখন লিখে রেখো আমার কাহিনিকাব্য
শব্দের নিখুঁত বুননে ।

হাসান ইকবাল
২২ এপ্রিল ২০১৪, ঢাকা।

Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - জোকার ৫৩

    তবু লেখা চালিয়ে যান কবিদিদি ৷

    • - মুন জারিন আলম

      বলছেন দাদা।চালিয়ে যাই তাহলে।

      ধন্যবাদ কমেন্টসের জন্য।

    • Load more relies...
    - মোঃসরোয়ার জাহান

    অনেক সুন্র ঢঙ্গে লেখা আপার এই ভিন্নতাই আমার খুব ভালো লাগে ।

    • - মুন জারিন আলম

       আপনার এই  কমেন্টসের ভিন্নতাও আমার  ভালো লাগে ।ধন্যবাদ কমেন্টসের জন্য।

    - হামি্দ

    আমি একটা সিরিয়াস উপদেশ দিতাম চাই আর কি। কবি হবেন, লেখক হবেন সেটা অবশ্যই হবেন কিন্তু আমার আপামনি জগৎ সংসার নিয়ে অবহেলা করলে কিন্তু একদম চইলত ন। বুইজজেন নি। 

     

    রবিঠাকুর এত বড় কবি কিন্তু ঘরসংসার সামলেই হইছেন। সুতরাং কানে তুলা দেয়া একদম চলবে না। দোয়া করি সুখে শান্তিতে ভরে উঠুক আপনার জগৎটা ...........................

    • - মুন জারিন আলম

      রবিঠাকুর এত বড় কবি কিন্তু ঘরসংসার সামলেই হইছেন। সুতরাং কানে তুলা দেয়া একদম চলবে না। দোয়া করি সুখে শান্তিতে ভরে উঠুক আপনার জগৎটা ..

      ওহহোহো।তুলা সরিয়ে নিচ্ছি কান থেকে।একইসঙ্গে পিঠ থেকে কুলা।

      তুলা দিয়েছি অসহায় বলে।শ্রবনের মধুরতা থেকে কে বঞ্চিত হতে চায়???

       

      ধন্যবাদ হামিদ ভাই কমেন্টসের জন্য।

    Load more comments...