Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবোলতাবোল বালক

৯ বছর আগে লিখেছেন

সম্প্রচার

হারিস আলি স্যার,
নবম শ্রেণিতে আমাদের বাংলার
শিক্ষক ছিলেন।আমরা উনাকে হারিস স্যার বলে ডাকতাম।ক্লাসের দুই একটা ফাজিল টাইপের পোলাপান ছিল,তারা ডাকতো ফটিকচড়ি বলে।কারণ স্যারকে যখনি দেখতাম হাতে চড়ি(বেতের লাঠি)থাকতো।আমাদের ধারনা উনি ঘুমানোর সময়ও হাতে চড়ি নিয়ে ঘুমাতেন।।
ক্লাসে ছাত্রছাত্রীদের পিটানোর চেয়ে শাসাতেন বেশি।বেতের লাঠি স্টাইল সরূপ হাতে থাকতো।উনার ক্লাসে ক্লাসের দুষ্ট ছাত্রটিও ভদ্র থাকতো।ক্লাসে কথার চেয়ে পড়ায় বেশি প্রাধান্য দিতেন তিনি।
একদিন হটাত ক্লাসে ঢুকেই রাসেলকে কানে কানে কি জেন বললেন।সেদিন রাসেল বেঞ্চের বাম পাশে বসেছিল।হটাত স্যারের এমন আচরণ দেখে আমরা একটু বড়কে গেলাম।কানে কানে রাসেলকে কিছু একটা বলার পর স্যার নিজ আসনে গিয়ে বসলেন।তারপর রাসেলকে বললেন,আমি তোর কানে কানে যেটা বলেছি সেটা তুই তোর পাশের জনের কানে কানে বলবি।পাশের জন তার পাশের জনের কানে কানে বলবে।এভাবে বেঞ্চের শেষের জন পর্যন্ত যাবে।তবে সাবধান!!রাসেল তার পাশের জনকে কথাটা একবারই বলতে পারবে।এবং পাশের জন তার পাশের জনকে ও একই ভাবে বলবে।
স্যারের কথা শেষ হওয়ার পর রাসেল তার পাশের জনের কানে কানে বলল।পাশের জন তার পাশের জনের কানে কানে বলল।এভাবে শেষ পর্যন্ত গেল।সেদিন ওই বেঞ্চের ডান পাশে ছিল আরিফ।সে একটু ফাজিল টাইপের ছেলে।আরিফের কানে কানে যখন পাশের জন বলছিল,আরিফ কেমন জানি বিস্মিতভাব নিয়ে চোখ বড় বড় করে ফেলল।
আমরা এর আগামাথা কিছুই বুঝলাম না।
এবার স্যার বললেন,আরিফ দাঁড়া।আরিফ ভয়ে ভয়ে দাঁড়ালো।
বল টুটুল তোর কানে কানে কি বলছে?
আরিফ মাথা নিচু করে বলল,স্যার আমি বলতে পারব না।
কেন বলতে পারবি না?কথা শুনস নাই?
আরিফ হ্যাঁ সূচক মাথা নাড়ল।
তাহলে বল;
না স্যার আমার লজ্জা করে।
স্যার বেত উঁচিয়ে বললেন,বেত দেখছস।না বললে কিন্তু রাম দোলাই।
এবার আরিফ ভয়ে ভয়ে বলল,স্যার টুটুল বলছে আপনি নাকি প্রেগন্যান্ট।
ক্লাসের সবাই হাঁসির শুরু করল।
স্যার সবাইকে থামিয়ে দিয়ে বললেন,কিরে টুটুল তুই এই কথা বলছস?
টুটুল আতঙ্কিত এবং ভয়ের চোখে বলল,না না স্যার আমি এটা বলি নাই।
আমি বলছি,স্যার প্রেভেন্ট;
স্যার চোখ বড় বড় করে বললেন,তুই এটাই বলছস?
টুটুল বলল,আল্লার কসম স্যার আমি এটাই বলছি।
এবার স্যার বলল,এটা তুই কার কাছে শুনছস?
টুটুল বলল,পাপ্পু বলছে।
স্যার এবার পাপ্পুকে দাঁড় করালেন।বললেন,
তুই টুটুলকে কি বলছস?
পাপ্পু বলল,আমি বলেছি,স্যার প্রেভ্যালেন্ট;
এবার স্যার রাসেলকে দাঁড় করালেন,বল তুই বল।তোকে আমি কি বলেছি?
রাসেল বলল,স্যার আপনি বলেছেন “আপনি present”
এবার স্যার সবার উদ্দেশ্যে বললেন,এবার বল তোমরা এর থেকে কি বুঝলে?
আমরা স্যারের দিকে হা করে তাকিয়ে আছি।
স্যার বললেন,
১।কথা যখন অনেক কান হয়,তখন সেটা আর স্বাভাবিক অবস্থায় থাকে না।অরথাদ তখন কথা মারাত্মক আকার ধারন করে।সুতারং কান কথা শুনা থেকে বিরত থাকাই ভালো।
২।কোন কথা একবার শুনলে তার পরিপূর্ণতা কোথায়,তা বুঝা মুশকিল।সুতরাং কোন কথা ভালো ভাবে মন দিয়ে শুনা উচিত।

এটা একান্তই মনের মধ্যে তৈরি গল্প...

Likes Comments
০ Share

Comments (0)

  • - নাসির আহমেদ কাবুল

    বেশ সুন্দর কবিতা। শুভেচ্ছা।

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

    - মুন জারিন আলম

    পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর আমার হৃদয়
    বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ
    কতোটা জীবন আর নীল অভিমানে পুড়ে একা
    দ্বিধাগ্রস্ত জেগে থেকে বুকে নিয়ে বিনিদ্র রাত!emoticons

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ

    - সকাল রয়

    সুন্দর ভাবনা

    • - মোঃসরোয়ার জাহান

      সকাল দাদা,অনেক ধন্যবাদ ও শুভ কামনা ।

    Load more comments...