Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

নিত্য তোমার আঁচলে বাঁধা

নিত্য তোমার আঁচলে বাঁধা

 

নিত্য তোমার আঁচলে বাঁধা-

একগোছা চাবির মতো

এই আমি প্রতিনিয়ত দুলছি।

দুলছি তোমার কোমরে,

সারা ঘরময়, সময় অসময়।

ভুলছি জীবনের পথে পথে রেখে আসা

পুরোনো কিছু দুঃখ কষ্ট।

এক গোছা চাবি প্রিয় হয়ে ওঠা মানেই,

একটা সংসারকে খুব যত্নে আগলে রাখা।

আমিও ঠিক তাই ভাবি,

বুকে নাহয় না’ই রাখলে, কোমরেই সই-

বেশ নিশ্চিন্তেই রই।

শাড়ীর মতো, মন কি পাল্টায় প্রতিদিন?

পাল্টায়- শাড়ী পাল্টায়, শাড়ীর রঙ পাল্টায়-

আঁচলও পাল্টায়- শুধু বাঁধনটুকু পাল্টায়না,

শুধু একজনেরই মন পাল্টে গেছিল,

সংসারের কথা ভাবেনি হয়তো।

নইলে চাবির গোছার কথা ঠিক মনে পড়তো,

আর চাবির গোছা হাতে পেলেই-

একজন রমণী কেমন স্বেচ্ছায় গৃহবধু হয়ে ওঠে।

আমিও ঠিক তেমনি, এক নারীর আঁচলে

চাবির গোছা হতেই চেয়েছিলাম।

আঁচলের কোণায় লটকে থাকতে চয়েছিলাম,

সেই নারী রমণীয় হলেও গৃহবধু হতে চায়নি।

আমিও আঁচলে ঠাঁই পাইনি।

এক রমণীর বুকে স্মৃতি হয়ে থাকার চাইতে

কোন গৃহবধুর আঁচলে থাকতেই বেশী ভালবাসি।

Likes Comments
০ Share

Comments (7)

  • - মাসুম বাদল

    -এই মুহুর্তে বুঝতে পারছি না। তবে আকাশটা খুব সুন্দর। তাই না?

    -খুব।

     

    সমাপ্তিটা দারুণ!!!

    • - আহমেদ ইশতিয়াক

      ধন্যবাদ মাসুম ভাই...

    - কামরুন নাহার ইসলাম

    ভাল লাগল আপনার পরিচ্ছন্ন লেখাটি। অনেক অনেক শুভেচ্ছা জানাই। 

    - আহমেদ ইশতিয়াক

    ধন্যবাদ কামরুন নাহার ইসলাম...

    Load more comments...