Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

ঈশ্বরের কাছে দাবী

ঈশ্বরের কাছে দাবী

 

হে ঈশ্বর,

তোমার দরবারে কোন ফরিয়াদ নেই,

এসেছি অধিকারের দাবী নিয়ে।

দু’হাত পেতেছি আজ ভিক্ষা চাইতে নয়-

কষ্টে অর্জিত স্বাধীনতা ফেরৎ চাই।

 

হে ঈশ্বর,

ইচ্ছার দাস করে রেখেছো,

মৃত্যুর আগেই লাশ করেছো,

সৃষ্টি করেছো বলেই কি এতো অনাসৃষ্টি?

পোড়া লাশ হতে চাইনা, শহীদের মর্যাদা চাই।

    

হে ঈশ্বর,

মন্দ সময়ে জন্ম দিয়েছো,

বন্দনা চেয়েছো সৃষ্টির অপার আনন্দে;

পেটে জন্মক্ষুধা, শিরদাঁড়া ন্যুয়ে গেছে শৈশবে,

সেজদায় দাঁড়াবো এমন শক্তি অবশিষ্ট নাই।

 

হে ঈশ্বর,

আজ হন্যে হয়ে নিজের অধিকার খুঁজি,

সবকিছুই তোমার হাতে, তবে নাহয় ভিক্ষা’ই দাও।

মৃত্যুই যদি নিশ্চিত তবে শৃঙ্গারে ফুঁ দিতে বলো,

ধ্বংশস্তূপে মিশে যাক অশান্ত মানুষের এই্ বিদ্ধস্ত জনপদ।

অগ্নিদগ্ধ কিংবা বুলেটে ক্ষতবিক্ষত লাশ হয়ে আর নয়,

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই মাতৃভূমির কোমল মাটিতে।

Likes Comments
০ Share

Comments (5)

  • - মাসুম বাদল

    ন্যাড়া যাবে বেল তলায়

    যতই পড়ুক বেল 

     

    চমৎকার ছড়া ... 

    • - রোদের ছায়া

      অসংখ্য ধন্যবাদ।

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর  লাগল :)

    • - রোদের ছায়া

      ধন্যবাদ ছবি আপু।

    - রোদেলা

    বাহ,মজার ছড়া হয়েছে।

    • - রোদের ছায়া

      অনেক ধন্যবাদ রোদেলা ।

    Load more comments...