Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

কাব্যকে প্রেমপত্র

 

প্রিয় কাব্য আমার,

রাখবে আমার ছোট আবদার?

না খুব বেশি নয় স্বল্প আমার দাবী;

হবে কি তুমি আমার সফলতার চাবী?

তোমায় দিয়ে খুলব পরাধীনের তালা,

ভাঙব অসত্যের ছড়ানো ডালপালা।

বরণ করে নেব অসাম্প্রদায়িক চেতনাকে,

বিক্রি করব না কিছুতেই আপনাকে।

কাব্য, তুমি থাকবে তো মোর পাশে?

আমার প্রশ্বাসে, প্রতিটি দীর্ঘনিঃশ্বাসে?

কাব্য, আমি শুধু তোমাকেই ভাববো।

তোমার জন্য সকল প্রেম রাখব।

তোমায় নিয়ে আনব উন্নয়নের জোয়ার,

রাখব না সুযোগ মাথা নোয়ার,

খুলে দেব সম্ভাবনার সকল দুয়ার।

শুদ্ধ হবে সকল নিয়মনীতি,

দূরীভূত হবে দুঃস্বপ্ন দুর্নীতি।

কাব্য, তুমি আমায় ছেড়ে যাবে না তো?

আমি ছাড়া আর কে তোমায় ভালোবাসতো?

কাব্য, তোমার সৃজনীশক্তি চুমি

কথা দাও আমায় তুমি।

তোমায় নিয়ে আমি রাজপথে নামতে চাই,

প্রেমিকার পাথর হৃদয় ভাঙতে চাই।

তোমায় নিয়ে সোনালী স্বপ্ন দেখব আমি,

গড়ব আমার প্রিয় মাতৃভূমি।

তোমায় দিয়ে প্রেরণা পাবে তরুণ,

বৃদ্ধের অবস্থা হবে আরো নিদারুণ করুণ।

কাব্য, তোমায় ঘিরেই দেখছি সকল আশা।

তোমার প্রাঙ্গণে আবেগ পাচ্ছে ভাষা।

কাব্য, তুমি ভালো থেকো ভালো রেখো।

কাব্য, তুমি আমায় মনে রেখো।

কাব্য, তোমায় প্রচণ্ড ভালোবাসি।

তোমার জন্যই তো আমি বেঁচে আছি।

কাব্য, আমার সময় ফুরিয়ে এলে

চোখ মুদে যেন পড়তে পারি ঢলে;

রাখতে দিও মাথা তোমারি কোলে।

ইতি,

অনুগত কবি তোমার।

Likes Comments
০ Share