Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

কাব্যকে প্রেমপত্র

 
প্রিয় কাব্য আমার,
রাখবে আমার ছোট আবদার?
না খুব বেশি নয় স্বল্প আমার দাবী;
হবে কি তুমি আমার সফলতার চাবী?
তোমায় দিয়ে খুলব পরাধীনের তালা,
ভাঙব অসত্যের ছড়ানো ডালপালা।
বরণ করে নেব অসাম্প্রদায়িক চেতনাকে,
বিক্রি করব না কিছুতেই আপনাকে।
কাব্য, তুমি থাকবে তো মোর পাশে?
আমার প্রশ্বাসে, প্রতিটি দীর্ঘনিঃশ্বাসে?
কাব্য, আমি শুধু তোমাকেই ভাববো।
তোমার জন্য সকল প্রেম রাখব।
তোমায় নিয়ে আনব উন্নয়নের জোয়ার,
রাখব না সুযোগ মাথা নোয়ার,
খুলে দেব সম্ভাবনার সকল দুয়ার।
শুদ্ধ হবে সকল নিয়মনীতি,
দূরীভূত হবে দুঃস্বপ্ন দুর্নীতি।
কাব্য, তুমি আমায় ছেড়ে যাবে না তো?
আমি ছাড়া আর কে তোমায় ভালোবাসতো?
কাব্য, তোমার সৃজনীশক্তি চুমি
কথা দাও আমায় তুমি।
তোমায় নিয়ে আমি রাজপথে নামতে চাই,
প্রেমিকার পাথর হৃদয় ভাঙতে চাই।
তোমায় নিয়ে সোনালী স্বপ্ন দেখব আমি,
গড়ব আমার প্রিয় মাতৃভূমি।
তোমায় দিয়ে প্রেরণা পাবে তরুণ,
বৃদ্ধের অবস্থা হবে আরো নিদারুণ করুণ।
কাব্য, তোমায় ঘিরেই দেখছি সকল আশা।
তোমার প্রাঙ্গণে আবেগ পাচ্ছে ভাষা।
কাব্য, তুমি ভালো থেকো ভালো রেখো।
কাব্য, তুমি আমায় মনে রেখো।
কাব্য, তোমায় প্রচণ্ড ভালোবাসি।
তোমার জন্যই তো আমি বেঁচে আছি।
কাব্য, আমার সময় ফুরিয়ে এলে
চোখ মুদে যেন পড়তে পারি ঢলে;
রাখতে দিও মাথা তোমারি কোলে।
ইতি,
অনুগত কবি তোমার।
continue reading
Likes Comments
০ Shares

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

জন্মেছিলাম মানুষ হতে

জন্মেছিলাম মানুষ হতে
পশু তো হতে চাইনি কখনো।
ভ্রুণ হয়ে বাড়ছিলাম
মানুষ হবার স্বপ্ন নিয়ে তখনো।
চক্ষু মুদে ছিলাম অপেক্ষাতে
কবে খুলবে এ চোখ সূর্যরশ্মিতে,
দেখব আমার নতুন পৃথিবী!
হাসবে সবাই; কাঁদব কেবল আমি
ছোট্ট বুকে স্বপ্ন নিয়ে কত!
উঠে এলাম প্রিয় মাতৃগর্ভ থেকে।
“দেখতে হয়েছে বাবার মতো,
স্রষ্টা যেন নিজে দিয়েছেন এঁকে”
বলল নানা জনে।
বাঁচার সাধ ধীরে ধীরে বাড়তে লাগল
অবুঝ অশান্ত মনে।
প্রিয় জমিনে পা রাখলাম,
উঠে দাঁড়ালাম অন্যায় রুখব বলে,
জন্মেছিলাম মানুষ হতে
পশু তো হতে চাইনি কখনো।
হাড়গুলো আরো দৃঢ়তা পেল,
এগিয়ে গেলাম প্রতিবাদ করার লোভে,
মাথা নুয়ে ফিরে এলাম
হৃদয়ভাঙা উত্তাল অসীম ক্ষোভে।
শিকল এবার দৃশ্যমান হল,
বাড়তে লাগলাম আদর আর সোহাগে।
বন্ধন বাঁধনে পেঁচিয়ে গেলাম,
বুদ্ধি আমার লাগল যেতে বেড়ে।
শিক্ষার অভিশাপে জীবন আমার;
ছুটতে লাগল উল্টো কোন স্রোতে।
মানুষ আমি মুখ ফুটে বলি;
মানুষ হয়েও পশুর মতো চলি।
গর্বে আমার ছাতি ফেটে যায়
মানুষ হয়েছি তাই!
পরক্ষণেই ভুল ভাঙে;
উচিত ছিল পশু হওয়াটাই!
বড় হলাম ঠিকই অনেক ডিগ্রি নিয়ে,
মনটা আমার আর বাড়ে নি,
থাকল শিশু হয়ে।
অন্যায় দেখলে চুপ করে থাকি,
মা নতুবা বউয়ের আঁচলে মুখটা ঢাকি।
কাপুরুষ হয়ে জন্মেছিলাম
মানুষ হতে পারি নি এখনো।
শ্বাসরোধ হয়ে আসে প্রতিবাদের ভাষায়,
মুখ খুলি না তাই সুস্থ থাকার আশায়!
আমি হয়ে গেছি ভীরু অমানুষ।
জন্মেছিলাম মানুষ হতে
পশু তো হতে চাই নি কখনো।
আচমকা কোন ঘুমন্ত ভোরে,
যথেষ্ট পরিমাণ লজ্জা করে,
বলতে কণ্ঠ ছেড়ে- ‘আমি একজন মানুষ’
তবু... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - ধ্রুব তারা

    অদ্ভূত সুন্দর। কোথায় জানি হারিয়ে গেলাম

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল।

    - সকাল রয়

     

    আপনার লেখাগুলো অনেক সুন্দর

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

শিশুটি ঘুমিয়েই থাকে

শিশুটি অসহায়ের মতো শুয়ে আছে তালগোল পাকিয়ে
ঠিক যেমনটি থাকে তার মায়ের কোলে নির্ভয়ে নিশ্চিন্তে।
শিশুটির থেকে আসছে না কান্নার কোন ধ্বনি
ঠিক যেন ঘুমিয়ে গেছে সে শেষ করে খেলাখানি।
শিশুটির মাথাটা মোড়ানো শুভ্র কাপড় দিয়ে
ঠিক যেন সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে।
শিশুটি ঘুমাচ্ছে পরম তৃপ্তিতে ঠোঁটে নিয়ে হাসি
ঠিক যেন বলছে সে মা তোমায় ভালোবাসি।
শিশুটি হাঁটি হাঁটি পা করে যেন পড়ে গিয়েছে অন্য জগতে
ঠিক যেন চোট লেগেই নীল হয়েছে ছোট্ট মুখটিতে।
শিশুটি আধো বোলে মা বলে ডাকছে না আর
ঠিক যেন ধরেছে এত রাতে কষ্ট হবে মার।
শিশুটিকে কোলে নিয়ে কোন ছড়া বলছেন না মা
ঠিক যেন শুনতে শুনতে ঘুমিয়ে গেছে তার সোনা।
শিশুটির কোমল নাসারন্ধ্রে তুলা গুজে দিল কেউ
ঠিক যেন বয়ে গেল আর এক পলকা বিষাদের ঢেউ।
শিশুটি তখনও ঘুমিয়ে মায়ের কোলে চিরপরিচিত আবহাওয়ায়
ঠিক যেন পার্থিব জগতের এক অবিচ্ছেদ্য মায়ায়।
শিশুটি করছে না কোন অসম্ভব কোন বায়না চড়ে বাবার পিঠে
ঠিক যেন সব চাওয়া-পাওয়া আজিকে তার গেছে মিটে।
শিশুটি আর খেলছে না অফিসফেরত ক্লান্ত বাবার সাথে
ঠিক যেন সব খেলা সে খেলবে কাল হাশরের মাঠে।
শিশুটি দুষ্টুমির হাসি হাসছে না বাবার কোলে মূত্র পরিত্যাগ করে
ঠিক যেন সব হাসি তার অধর থেকে গেছে সরে।
শিশুটিকে ঘিরে অনেক মানুষ ভীড় জমিয়েছে এই গভীর রাতে
ঠিক যেন এসেছে সবাই মহাযাত্রায় তাকে এগিয়ে দিতে।
শিশুটির কোন কিছুতেই বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই কেননা সে আজ স্বাধীন
ঠিক যেন এই নীরব ক্ষণে তার হৃদয় এতটুকু হৃদস্পন্দনহীন।
শিশুটি আজ নিয়তির নিমর্ম... continue reading
Likes Comments
০ Shares

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

ভালোবাসি তাই ভালোবেসে যাই

আমি স্বপ্ন দেখি না আর,
অনিদ্রিত রজনী করি যাপন।
অলীক নেশায় মাতি না আর,
ঘটাইনা সুখের ব্যাপন।
আমি আকাশ দেখি না আর,
জোছনা মাখি না গায়।
বেলাভূমির তীড়ে বেড়াই না আর,
গোধূলী মাখি না পায়।
আমি গান গাই না আর,
বেসুরো গলার কণ্ঠস্বর।
আনন্দ বিলাই না আর,
দুঃখ করে ভর।
আমি আড্ডা দেই না আর,
চায়ের কাপে তুলি না ঝড়।
আমি মঞ্চ মাতাই না আর,
পড়ে থাকি নীরবতার চাদর।
আমি কবিতা লিখি না আর,
মেলাই না কোন ছন্দ।
ইচ্ছের স্রোতে ভাসি না আর,
মনের সাথে লাগে দ্বন্দ্ব।
আমি শিশির ছুঁই না আর,
মন ভিজে যায় সহসাই।
আমি রোদ মাখি না আর,
ভালো লাগে বরষাই।
আমি সুখে মাতি না আর,
কষ্ট পেতে ভালো লাগে।
আমি বিশ্বাস করি না আর,
অবিশ্বাস করি আগে।
আমি পারছি না চলতে আর,
মরচে পড়েছে আমার চাকায়।
পথ পাচ্ছি না খুঁজে আর,
হারিয়ে গেছে লক্ষটাই।
তবুও আমি মানুষ,
জীবন আমার একটাই।
তাই বলে বেড়াই
একটি কথাই
ভালোবাসি তাই,
ভালোবেসে যাই।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - কামাল উদ্দিন

    খাইতাম্মুন্চাইতাছে 

    - সকাল রয়

    চকলেটের জন্য সুনীল বাবুর মতো কবিতা লিখেছিলাম।

     

    আবার  সেই চকলেট

    - নীল সাধু

    বিরাট কাহিনী দেখি 

    Load more comments...

ভালোবাসার কাঙাল

১০ বছর আগে লিখেছেন

নতুন বছর

নতুন বছর নতুন মানুষের জন্য,
পুরাতন মানিক-রতন হবে নগণ্য।
ব্যর্থতার দুয়ার করব বন্ধ,
নিন্দুকের দুচোখ করব অন্ধ।
ফেলে দেব ফেলে আসা দিন,
নতুন বছর করব পুরো রঙিন।
পেছনে রেখে পুরনো হতাশা,
খুঁজব আবার নতুন ভালোবাসা।
অনাগতকে জানাব সাদরে স্বাগত,
অনৈতিকতা, অসততাকে করব পরাজিত।
লক্ষ প্রাণে ছড়িয়ে দেব আশার বাণী,
সফলতার দ্বার খুলব নিশ্চিত জানি।
ঘৃণার পাহাড় ডিঙিয়ে যাব ওপারে,
ক্রোধ-দ্বেষ সব রেখে দেব এপারে।
নব আনন্দে জাগব মনে প্রাণে,
আলোকিত ভবিষ্যত আসছে সামনে।
জরাজীর্ণতা, সংকীর্ণতা ভুলে যাব,
দিন বদলের চেতনায় উজ্জীবিত হব।
কুসংস্কার, যত অন্ধকার হবে দূর,
শান্তি-শিক্ষা-সম্প্রীতি থাকবে ভরপুর।
মাথা হবে উঁচু, হব না নত।
মন হবে পবিত্র, রবে না কলঙ্কিত।
বিশ্বাস হবে সুগঠিত; প্রেমের সন্ধানে,
আগুন ঝরবে কণ্ঠে শত অকল্যাণে।
ঐক্যবদ্ধ হব সবে নতুন ক্যালেণ্ডারে,
হব অনুকরণীয় বিশ্বের দরবারে।
যা হবার তা তো হয়েই গেছে
তা ভেবে কান্না হবে মিছে।
যা হয়নি তাই এবার হবে
উন্নয়নের পথে হাঁটব একযোগে।
নতুন দিবসে সব শুভ হোক,
আনন্দে মেতে উঠুক ভ্যূলোক।
অশুভ অপশক্তি দূরে সরে যাক,
মনুষ্যত্ব তার প্রকৃত মাত্রা পাক।
সবার জন্য রইল আন্তরিক শুভকামনা,
পূর্ণ হোক নতুন বছরে সবার মনোবাসনা।
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - আলমগীর সরকার লিটন

    নুর দা

    পল্লীকবির ১১০তম জন্মদিন শ্রদ্ধা

     

    • - নূর মোহাম্মদ নূরু

      লিটন ভাই
      সালাম জানবেন।
      ধন্যবাদ পল্লী কবির জন্মদিনে
      শুভেচ্ছা জানানোর জন্য

    - সুখেন্দু বিশ্বাস

    প্রিয় এই কবিকে স্মরণ করার জন্য অনেক ধন্যবাদ নুরু ভাই। কেমন আছেন আপনি?

     

    আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 

    • - নূর মোহাম্মদ নূরু

      অসংখ্য ধন্যবাদ সুখেন্দু'দা
      আমি ভালো আছি। নববর্ষের
      শুভেচ্ছা রইলো আপনার  জন্য

    - ইকবাল মাহমুদ ইকু

    Load more comments...