Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানভীর আহমেদ

১০ বছর আগে লিখেছেন

-রাত জাগার কারন-অকারন অথবা ব্যাকরণ-

আমরা কম বেশি সবাই রাত জেগে থাকি কিন্তু সবার রাত জাগার কারন তি হয়ত বা এক নয়। অনেকই মনে করে থাকেন রাত জাগা টা খুব খারাপ একটা অভ্যাস কিন্তু আমি বলব যে না রাত জাগা মটেও খারাপ অভ্যাস নয়। 

'কেও রাত জেগে পড়তে পছন্দ করেন' 
'কেও বা লেত-নাইট মুভি দেখতে'
বর্তমান তরুন তরুণী দের কাছে রাত জেগে থাকা মানে মোবাইল এ কথা বলা যাতে করে মোবাইল অপারেটর দের ভাল আয় হচ্ছে। 
আর ফেইসবুকের কথা নতুন করে বলার মতো কিছু নয়। আসলে ফেইসবুক সকল বিষয়ের সমন্বয়ে গঠিত একটা প্ল্যাটফর্ম যেখানে যে যার ইচ্ছা মতো হারিয়ে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যাটিং… চলতেই থাকে। নীল-সাদার মায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভোর হয়ে যায়, আজান শোনা যায় তবুও ফেইসবুকিং থামে না। 
অনেক শ্রমিক আছে যারা রাত জেগে অভারটাইম করে একটু বেশি আয় করছে তার টানাপড়েনের সংসারে আর একটু স্বাচ্ছন্দ্য আনতে। কিংবা রাত জেগে পাহারা দিচ্ছে অনেক পাহারাদার। 
ক্ষতি কি রাত জাগতে যেহেতু রাত জাগার ফলে এত কিছু সম্ভব কিন্তু হ্যাঁ আমাদের সবার অবশ্যয় মনে রাখতে হবে যে কোন কিছুই বেশি ভাল নয়।
continue reading
Likes Comments
০ Shares

তানভীর আহমেদ

১০ বছর আগে লিখেছেন

আদেও কি বাংলাদেশ কে উন্নয়ন করা সম্ভব

আমাদের এই বাংলাদেশ কিভাবে ঠিক হবে বলুন 
 
যেখানে, ব্রিটিশ এর প্রধান মন্ত্রী ট্রেন এ বসার ছিট না পেয়ে দারিয়ে দারিয়ে পেপার পরতে পরতে আফিসে যান 
 
আর আমাদের দেশের মন্ত্রী রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে থামিয়ে সকল রাস্তা বন্ধ করে অফিসে যান 
 
যে দেশ কে পরিবর্তন করার কথা বলে সেই যদি নিজেকে দেশের জন্য পরিবর্তন করতে না পারে তাহলে সে দেশ কে কিভাবে পরিবর্তন করবে? 
 
আদেও কি তাই সম্ভব বাংলাদেশ এর কোন নেতা অথবা মন্ত্রীর কাছ থেকে এটা আশা করা । 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - চারু মান্নান

    বেশ লাগল,,,,,একুশের শুভেচ্ছা,,,,,,,

    • - কল্পদেহী সুমন

      ধন্যবাদ..... আপনাকেও একুশের শুভেচ্ছা