Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনিকেত নন্দিনী

৮ বছর আগে লিখেছেন

সত্যি বলছি জেনো

সত্যি বলছি জেনো,  মেঘলা দিনে তোমাকে খুব মনে পড়ে।  ইচ্ছে করে কোনো এক খোলা বারান্দায়  ভীষণ উত্তাল ঝড়ো বাতাসে মুখোমুখি বসি।  খোলা চুল আর অবাধ্য শাড়ির আঁচল  আমার হয়ে বারবার ছুঁয়ে দেবে তোমাকে।   সত্যি বলছি জেনো,   ঝুম বৃষ্টিতে তোমার অভাব বোধ করি খুব। ঝুম বৃষ্টি হলেই ইচ্ছে জাগে হাতে হাত রেখে  ভিজতে আর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠতে।   সত্যি বলছি জেনো, কদম গাছে থোকা থোকা ফুল দেখলেই কেমন লোভাতুর চোখে তাকিয়ে থাকি  আর ভাবি কোনো এক মেঘলা দিনে  এলোখোঁপায় বৃষ্টিভেজা কদম গুঁজে দেবে।    সত্যি বলছি জেনো,  পূর্ণিমা রাতে তোমাকে খুব ভাবি। কবে খোলা আকাশের নিচে চিৎ হয়ে শুয়ে একসাথে পাগল করা জোছনা দেখবো সেই অপেক্ষার প্রহর গুণে যাই।   সত্যি বলছি জেনো, অন্ধকারকে ভীষণ ভয় পাই। চাই আলোর বলয় হয়ে তোমার ভালোবাসা সারাক্ষণ আমায় ঘিরে থাকুক।   সত্যি বলছি জেনো, রুদ্ধঘরে ভীষণ দমবন্ধ হয়ে আসে। চাই তুমি আমার খোলা জানালা হয়ে বিশুদ্ধ বাতাসের যোগান নিশ্চিত করো।   সত্যি বলছি জেনো, কলাপাতায় ঘেরা কোনো কুটির দেখলেই তোমার কথা খুব মনে হয়। স্বপ্ন দেখি কোনো একদিন আমাদেরও  এইরকম ছোট্ট একটা কুটির হবে।       সত্যি বলছি জেনো, মাঝে মাঝেই তোমার উপর ভীষণ রাগ হয়; তখন ইচ্ছে করে সামনে পেলে গলা টিপে ধরতে।  অদ্ভুত সব ছেলেমানুষি ব্যাপার নিয়ে ঝামেলা করো।  কবে বড়ো হবে? হ্যাঁ? ৩০.০৪.২০১৫  
Likes Comments
০ Share

Comments (6)

  • - এ.টি. নূর শেখ লিটা

    বল হে স্বাধীনতা!
    এভাবেই কি চেয়েছিলাম তোমায় প্রিয় স্বাধীনতা?

     

    খুন দারুন বলেছেন। শুভেচ্ছা রইল emoticons

    • - মামুন

      সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ আপনাকে।

      শুভ সকাল।emoticons

    - রোজী আরেফিন

    বাবার রক্তে ভেজা দেহ শকুনে খুবলেছিল
    ধর্ষিতা বড়দি'র নির্বাক চাহনিতে এখনো রাজ্যের ক্লান্তি, আর
    মৌন মায়ের স্মৃতির বলিরেখায় ঢের জমেছে ধুলো
    এভাবেই তুমি এসেছিলে হে স্বাধীনতা!

    আসলেই কি স্বাধীনতা এসেছে? ভালো লাগল লিখাটি। শুভেচ্ছা জানবেন।

    • - মামুন

      আমি জানি না আসলেই স্বাধীনতা এসেছে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।

      আপনিও শুভেচ্ছা জানবেন।

    - সোহেল আহমেদ পরান

    এভাবেই কি চেয়েছিলাম তোমায় প্রিয় স্বাধীনতা?

    না...।

    ভালো লাগলো কবিতা 

    • - মামুন

      ধন্যবাদ সোহেল ভাই, ভালো লাগা জানিয়ে গেলেন।

      শুভেচ্ছা জানবেন ভাই।

    Load more comments...