Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিষ্পাপ শয়তান

৯ বছর আগে লিখেছেন

প্রথম অধ্যায়ঃ Fundamentals of Computer

এই অধ্যায় থেকে আমরা যা শিখবঃ
 কম্পিউটার ও কম্পিউটার এর কার্যপদ্ধতি  তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতি গুলোর ব্যবহার  তথ্য ও যোগাযোগ প্রযুক্ততে ব্যবহৃত যন্ত্রপাতির কার্যপদ্ধতি হার্ডওয়্যার ও সফটওয়্যার এর বিস্তারিত আলোচনা
কম্পিউটার
Computer একটিইলেক্ট্রনিকDevice বাবৈদ্যুতিকযন্ত্র।যাআভ্যন্তরীণভাবেতথ্যমজুদরাখতেপারেএবংপ্রদত্তনির্দেশঅনুসারেকোনগানিতিক, যৌক্তিকভাবেবিশ্লেষণকরেএকটিসঠিকফলাফলপ্রকাশকরতেপারে। কম্পিউটার (Computer) শব্দটি এসেছে গ্রীক কম্পিউট (Compute) শব্দ থেকে। Compute শব্দের অর্থ হচ্ছে গণনা করা। সুতরাং এদিক দিয়ে বলা যায় Computer মানে গণনাকারী যন্ত্র।
কম্পিউটারএরকাজ
এক সময় কম্পিউটার দিয়ে শুধু হিসাবনিকাশ এর কাজ করা হত। কিন্তু বর্তমানে কম্পিউটার এর ব্যপ্তি ও প্রসার এতোটাই ব্যাপক যে প্রায় সকল ক্ষেত্রেই এখন ব্যবহার করা হয় কম্পিউটার। জটিল ও সময় সাপেক্ষ হিসাব নিকাশ, গানিতিক বিশ্লেষণ, বৈজ্ঞানিক গবেষণা, কৃষি ক্ষেত্র, শিক্ষা, ব্যবসায়, শিল্প কারখানা – এক কথায় বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া একটি মুহূর্ত অকল্পনীয়।
কম্পিউটারএরবৈশিষ্ট্য
1)        দ্রুতগতি (High Speed)
2)        সূক্ষ্মতা (Accuracy)
3)        ক্লান্তিহীনতা (Dilligence)
4)        স্বয়ংক্রিয়তা (Automation)
5)        নির্ভুলতা (Correctness)
6)       বিশ্বাসযোগ্যতা (Relaiability)
7)        স্মৃতিশক্তি  (Memory)
8)        যুক্তিসঙ্গতা ( Logical Analysis)
9)        বহুমুখীতা (Versatility)
10)      অসীম জীবনীশক্তি (Endless Life)
11)      সিদ্ধান্ত গ্রহণ (Decision Making)
 
কম্পিউটারের কার্যক্ষেত্র
বর্তমান বিশ্বে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক যে কোন কাজে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার কাজ করার দ্রুততা, নির্ভুলতা, তথ্য সংরক্ষণ ক্ষমতা বা গোপন রাখা ইত্যাদি বৈশিষ্ট্যের কারনে কম্পিউটারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটারের বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা করা হল :
দৈনন্দিন জীবনে যোগাযোগ ক্ষেত্রে । চিকিৎসা ক্ষেত্রে সামরিক ক্ষেত্র কলকারখানা, প্রকাশনায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে । তথ্য আদান প্রদান ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে
কম্পিউটারের প্রকারভেদ
Quality
মান
Brand Computer যে কম্পিউটারএরসবযন্ত্রাংশএকইকোম্পানিরতৈরিসেকম্পিউটারগুলোকেBrand Computer বলে। যেমনঃ IBM, Dell, Apple Clone Computer যেকম্পিউটারএরপ্রতিটিযন্ত্রাংশবিভিন্নকোম্পানিদ্বারাতৈরিসেকম্পিউটারগুলোকেClone Computer বলে।
Work
কাজ
... continue reading
Likes Comments
০ Shares

নিষ্পাপ শয়তান

৯ বছর আগে লিখেছেন

আজ প্রথম নিবন্ধন করলাম। ভাল লাগল, বাংলা ভাষায় বাংলা ভাষাভাষীদের জন্যে তৈরি এত সুন্দর একটি আয়োজন দেখে।

Likes Comments

Comments (0)

  • - মনজুরুল আলম প্রিন্স

    সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। শুভ কামনাemoticons

    আমার দুইটি লেখা ভোটিং আছে। নিমন্ত্রন রইলো!