Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনিন্দ্য অন্তর অপু

১০ বছর আগে লিখেছেন

কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎপ্রার্থী একটি নদী

আমারও একটা বহমান নদী ছিল
বিশ্বাস করুণ আপনাদের সবার মত 
আমারও একটা উত্তাল, তরুণী নদী ছিল-
একান্ত ব্যক্তিগত সে নদী ।
যদিও সে নদীতে জল নেই আজ
আমারও আর সেরকম তৃষ্ণা পায় না ।

অথচ একসময়- তন্বী নদীটির দুধর্ষ প্রেমিক
সাঁতরে পার হতো উত্তাল বুক চিড়ে । 
তৃষ্ণাকাতর চাতক নদীস্নান করতো প্রতিদিন
চেনা ঝরনায়, অচেনা উত্তেজনায় ।

যৌবনের ভরা পূর্ণিমায় ডুব দেয়ার জন্য
সব পুরুষেরই একটা নদী থাকে
যেখানে প্রতিদিন সে স্নান করে ।

শুকনো নদীটা এখনও অপেক্ষা করে
চাতকের তৃষ্ণা আর না থাকুক
ও একবার এসে দেখুক
ওর অপেক্ষায় থাকতে থাকতে...
উত্তাল, বহমান তন্বী একটা নদী
কখন শুকিয়ে গেছে
নদীটি নিজেই জানে না ।

প্রতিমাসের প্রথম শনিবার
কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎপ্রার্থী একটি নদী দেখে
তার চাতকও সব তৃষ্ণা হারিয়েছে-
সব তৃষ্ণা ।
মেঘ গর্জন বৃষ্টির জল
আজ আর চাতকের তৃষ্ণা জাগায় না ।  

 

 

Likes ৩০ Comments
০ Share

Comments (30)

  • - রোদেলা

    আমি কম্পুতে খালি লিখতে পারি আর কিছু বুঝিনা।

    • - রুহুল আমিন

      ধন্যবাদ আপু। কম্পিউটার সম্পর্কে জানতে আমার ফেজবুক পেজ এ চোক রাখুন। https://www.facebook.com/starpcsolution