Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইঞ্জিঃ আহম্মেদ রফিক

৯ বছর আগে লিখেছেন

আমাদের অবস্থা<br /><br /><br /> আমাদের শব্দেরা বহুমাত্রিক<br /> আক্বিদার গেরোগুলিও দিক্বিদিক<br /> ভালোবাসা আর পারে না তাই<br /> সবখানে সন্দেহ বাতিক ।<br /> <br /> আমাদের চোখগুলিও দেখেনা সোজাসাপ্টা<br /> কারো চোখে প্রতিফলিত হোল যেটা <br /> অথবা অন্যকারো আনকোরা <br /> খাস খাদেম বোঝাপড়া ।<br /> <br /> আমাদের বিবেক বড় নামকরা <br /> পিছু নিয়ে হই দিশেহারা <br /> কখন হারাই ঠিকানা নিজের <br /> তবু দেখি স্বর্গ আমার বুকভরা ।

Likes Comments

ইঞ্জিঃ আহম্মেদ রফিক

১০ বছর আগে লিখেছেন

খুব ছুটে এসেছিলে ছুঁতে

তোমার ভিতরের পুরুষ
যাকে পূজা করে দেবী,
ভিতরের কামরা যাকে অন্ধকারে সাজায়
কেউ জানে ?
নিয়ন্ত্রণের বাহাদুরি দেখিয়েছে কে কবে !
 
ইতিহাসের দু-চারটে ঘটনাতে
ফুলের ইতিহাস; বাগান ছিল বলে
এখন সেথা চাষ হয় সুর নামক মদিরা,
সহজলভ্য হয়ে গেছে স্তনছবি, হিসাব –
কতগুলো ধারা পেট পুরায় ।
 
খুব সহজ হয়ে গেছে,
কত দ্রুত এগিয়ে যাও ছায়া দেখে !
খুব ছুটে এসেছিলে ছুঁতে।
 
তোমার ভিতরে যে ইবলিশ চর্বণ করে
ফিরে যাবার বাসনা,
যদি চাও ফেরাতে-
প্রতি পদে থামাতে হবেই তাকে ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - মাহদি হাসান রনী

    পছন্দের মানুষটিকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ...

ইঞ্জিঃ আহম্মেদ রফিক

১০ বছর আগে লিখেছেন

ইসলাম আমার কাছে

ইসলাম আমার কাছে কেবল কোন আনুষ্ঠানিকতা নয়,
দুই ঈদে নতুন পাঞ্জাবী কিম্বা কোরবানি দেওয়া
অথবা জুমার দিনে মসজিদে হাজিরা, মিলাদ পড়া ।

ইসলাম আমার কাছে চাপিয়ে দেওয়া বোঝা নয়,
পাঁচবারের নামাজ, রোজা কিম্বা হজ আর যাকাত-
খুশি মন ছাড়া যা আদায় করা যেতে পারে ।

ইসলাম আমার কাছে শুধু পুস্তকাকারে লিপিবদ্ধ কিছু নয়,
কেউ জানতে চাইলে দেখিয়ে দিলাম অথবা
কোন কলাম লিখে জানিয়ে দিলাম ব্যাখ্যা ।

ইসলাম আমার কাছে অসম্পূর্ণ কিছু নয়-
রাজ্য কিম্বা রাষ্ট্রনায়কের কাছে যা অপাংক্তেয় হয়ে যেতে পারে,
যা অবিশ্বাসীদের ষড়যন্ত্র বিনাশ করতে অক্ষম ।

ইসলাম আমার কাছে সবার ধর্মের সমান কিছু নয় ।
যে সবের বিকৃত হওয়া অথবা রহিত হওয়া ব্যখ্যার প্রয়োজনহীনতায়...
ইসলাম আল্লাহ্‌র মনোনীত, নেয়ামতের বর্ণনায় ।

ইসলাম আমার কাছে আন্দাজ করার কিছু নয়,
আলো বঞ্চিত কোন বুদ্ধিজীবীর ধারণা করার বিষয় নয় ।
ব্যত্যয়, বিরুদ্ধাচরণ যেই করে ক্ষতিগ্রস্ত হয় ।

ইসলাম আমার কাছে বিশ্ব-প্রতিপালকের ফরমান,
মুহাম্মদ তার বান্দা, নবী, ভালোবাসার গুনে মহীয়ান ।
হুকুম তালাশ করা কি বলেছেন সৃষ্টিকর্তা,
সেই আহকাম পুরা করতে নবীর পথ কোনটা ।

ইসলাম আমার কাছে প্রভুর সাথে সম্পর্ক মজবুত করা,
হুক্কুল ঈবাদের পথে আবারো গোলামী স্বীকার করা,
নিবেদন করা- হাজির আছি, দিতে তৈরি এই প্রাণটাও ।
continue reading
Likes Comments
০ Shares

ইঞ্জিঃ আহম্মেদ রফিক

১০ বছর আগে লিখেছেন

কবিতার শরীর

কবিতার শরীরে যেদিন হাত দিলাম প্রথম
প্রেমের সৌরভে মাতিয়ে দিলাম বুক
হাত হতে হৃদ্যতা থোকায় থোকায় ছড়িয়ে দিয়ে
ভালোবাসা বিলিয়ে দিলাম
 
সেদিন হতেই আমার শুরু
এরপর সেও এক জীবনের গল্প জৈবনিক প্রতুলতা
অনায়াসে হাত বাড়িয়ে দেয়া হাতে স্পর্শ
উন্মোচন হতে থাকা বুকের গভীরতা
 
কোন একদিন বিরতিহীন পথচলা
অতঃপর ক্লান্ত শরীর এলিয়ে দেয়া নির্ভরতা
বুক হতে নামিয়ে দেয়া পাহাড়সম চাপ
রক্তের মাঝে বিচ্ছুরিত ফেনিল শপথ
 
সেদিন প্রেমের ভাষা ছিল না বলেই ক্রমাগত
প্লাবনের মত ধেয়ে চলা ছিল
সেদিন আরতি ছিল চটুল নেশায়
এরপর কেবলি সঙ্গমের বিহ্বলতায়
 
তারপর হতে আমি  খুঁজে পাই না নিজেকে
কোথায় বৈকাল হ্রদের উষ্ণ নিমন্ত্রণ
কোথায় থেমে যাওয়া বন বনানী
পাখীকুল কোথায় উড়ে যায় দিন শেষে
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতা অসাধারণ লাগল--

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

      ধন্যবাদ লিটন

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    চমৎকার লিখেছেন। ধন্যবাদ, কবি।

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

       সালাম নিবেন স্যার

    - এই মেঘ এই রোদ্দুর

    কেন মানুষের আয়ুর হিসেব কষে করছি হট্টগোল? ঠিক

     

    দারুন লিখেছেন দাদা । অসম্ভব ভাল লাগা রইল :)

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

      শুভ কামনা রইল মেঘ

    Load more comments...

ইঞ্জিঃ আহম্মেদ রফিক

১০ বছর আগে লিখেছেন

ফুল আর আমি

কোন বাগ-বাগিচা নেই আমার ধারণাতে
ফুলের হিসাব দেখলেই বিব্রত
অবাক হই যখন দেখি প্রেমে বিগলিত    
কোন ফুলের দোকান নেই আমার চারিধারে
রাস্তায়  ফুল হাতে দৌড়ায় যে
কেউ নয় আমার কোন  সম্পর্কে
কোনদিন সামর্থ্য হয় নাই  আমার
ফুল কিনে  -একরাত গন্ধ শুঁকে
মহানুভব মনে করি  নিজেকে
আমার কোন গল্পও নেই
কোনদিন ফুল হাতে দাঁড়িয়েছিলাম-
মিছামিছি
আমার বুকের ভিতরে কেবল ঘ্রাণ
জাগিয়ে দেয় যত ক্ষুধা আছে
খেয়ে ফেলা কোন ভ্রূণ স্বপ্নের
আমি মাতাল শহরে শাহ বাবা
ফুলের পদ্যে  ভেসে ভেসে  
কামনার রঙ দিয়ে বিলাই যত আশা  
আমি জানি তোমার কলিজা লকলকে
কি মধু আছে তোমার বুকে
হটাত ফুল জুটিয়ে দাও তবু
বুকে মুখে আর হাতে
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - জাকিয়া জেসমিন যূথী

    প্রথমে মাস্টারগিরি করিঃ 

    বানান ভুল ৩টা।

    'লিকলিকে' একসাথে হবে।

    উথলা=উতলা হবে কি? নাকি পাতলা? বুঝি নাই।

    'খেয়ে পুরে' নয়, 'খেয়ে পরে/পড়ে' হবে।

    তুমি আর কল্পনা -কে বোল্ড করে দিন। 

    প্রথম প্যারায় -

    এখন শুধু ভাবি তাই, সব হারিয়ে

    কে এভাবে লিখুন- এখন শুধু ভাবি তাই, 

    সব হারিয়ে। 

    মানে লাইন ভেঙ্গে দিন। ভালো লাগবে। 

    শুভকামনা। অনেক সুন্দর লিখেছেন। 

     

     

    • - রুদ্র আমিন

      অনেক ধন্যবাদ.....কপি পেস্ট করার ফল। ২০১২ এর প্রথম দিকে লেখা ছিল।

    • Load more relies...
    - আহমেদ ইশতিয়াক

    সংশোধনের পর ভালোই লাগছে পড়তে...

    কবি ভাই... শুভকামনা!

    • - রুদ্র আমিন

      জেনে ভাল লাগল ভাই।

    - গোলাম মোস্তফা

    শুভ কামনা ভাই কেমন আছেন 

    Load more comments...
Load more writings...