Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমির হোসেন

১০ বছর আগে লিখেছেন

::::ভালবাসার শক্তি::::

চয়ন বাস করত তার মাকে নিয়ে। ছেলের বিয়ের বয়স হওয়ায় মা চয়নকে বিয়ে করতে বলল। একদিন ঠিকই একটি মেয়েকে বউ করে নিয়ে আসল মা আর ছেলে। প্রথম কিছু দিন ভাল করে পার করলেও ধীরে ধিরে বউ-শাশুরীর দ্বন্দ শুরু হয়ে গেল। একদিন তা চরম আকার ধারন করায় বউটি তার এক দুর্সম্পর্কের জমির চাচার কাছে গেল। উনি আবার ছিল একজন কবিরাজ।
বউ ওনাকে বলল-চাচা আমাকে বাচাঁন। আমার শাশুরী আমাকে অনেক অত্যাচার করছে।
চাচা-কিভাবে সাহায্য করব?
বউ-আমাকে একটু বিষ দিন আমি ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলব।
চাচা-তাহলেতো সবাই বুঝে ফেলবে আর তোমাকে পুলিশ ধরে নিয়ে ফাসিতে ঝোলাবে। তার চেয়ে আমি তোমাকে এমন একটি বিষ দিই যা প্রতিদিন একটু একটু করে খাএয়াবে আর ওনার সাথে ভাল ব্যবহার করবে উনি খারাপ ব্যবহার করলেও। এতে একদিন তোমার শাশুরী মারা যাবেন ঠিকই কিন্তু কেউ তোমাকে সন্দেহ করবেনা।
সব শুনে বিষ নিয়ে বউ খুশি মনে বাড়ী চলে এল আর পরিকল্পনা মাফিক সব করতে লাগল। একদিন শাশুরী অবাক হয়ে লক্ষ্য করল আরে বউতো আর খারাপ ব্যবহার করছেনা। তিনিও ভাল ব্যবহার করা শুরু করলেন। ধীরে ধীরে দু'জনের সম্পর্ক বউ-শাশুরী হতে মা-মেয়ের হয়ে গেল।
হঠাৎ একদিন বউ উপলব্ধি করল যে সেতো তার শাশুরী নয় মা। আর সে কিনা তার মাকেই মেরে ফেলছে। সে আবারও সেই চাচার কাছে দৌড়ে গেল।
বউ-চাচা আমাকে বাচাঁন। আমি আমার শাশুরী কে মারতে চাইনা। উনি আমার মায়ের মতই আদর করেন আমাকে। ওনাকে বাচাঁনোর ওষুধ দিন।
চাচা-শান্ত হও। আমি জানতাম এমন হবে তাই তোমাকে সেদিন বিষ নাদিয়ে ভিটামিন ওষুধ দিয়েছি যাতে তার স্বাস্থ্য ভাল থাকে। বিষ দিয়ে কিছুই হয়না কিন্তু ভালবাসা দিয়ে সব হয় সব।
বউটি ফিরে গেল তার শাশুরীর... continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ঘাস ফুল

    'দিগন্তে তখন সূর্য ডুবে আসছিল।' তারমানে এখনো সময় আছে। অবিশ্বাসের জোয়ারে হয়তো দু'জনে দু'দিকে ছিটকে পড়ে গেছে। কিন্তু কেউ কাউকে এখনো ভুলতে পারে নাই। ঘাসফুলের প্রতি মেয়েটির ভালোবাসা দেখে যুবকের চোখে বিস্ময়ের ঘোর। যুবকটি জানতেও পারলো না আসলে এই ভালোবাসা লেখকের জন্য। নাম করণ কি হীরের ঘাসফুলই হবে নাকি হীরের নাকফুল হবে কালপুরুষ দা? রোমান্টিক লেখকের এই গল্পও বেশ ভালো লাগলো। 

    • - কালপুরুষ

      সামান্য ঘাসফুল যখন কেউ আদর করে বুকে তুলে নেয় সেটা "হীরের ঘাসফুল" হয়েই ওঠে। নাকফুল ফেলে যে ঘাসফুল বেছে নেয় সেটা হীরের না হয়ে পারি কি?

      ধন্যবাদ ঘাস ফুল। ভাল থাকুন।

    • Load more relies...
    - মাহাফুজুর রহমান কনক

    কয়েকবার পড়েও এটাকে গল্প বলার কোন কারন খুঁজে পেলামনা। আহাম্মক পাঠকই রয়ে গেলাম।

    • - কালপুরুষ

      এটা আসলে গল্প নয়, কিন্তু গল্পের ক্যাটাগরী ছাড়া আর কোথাও জায়গা দিতে পারলাম না। বিষয়টা পাল্টে যায়। তাই গল্পে জুড়ে দিলাম। আর মূল কথা পড়া, গল্প না হলেই বা কি। পড়া গেলতো! ধন্যবাদ। 

    - কামরুন নাহার ইসলাম

    "সামান্য ঘাসফুলের প্রতি তোমার ভালবাসা দেখে অবাক হলো যুবকটি। দিগন্তে তখন সূর্য ডুবে আসছিল।"------------- 

    সামান্য ঘাস ফুলকে ভালবেসে, সে কি তার হারিয়ে ফেলা ভালবাসা খুঁজে বেড়াচ্ছে !!! 

    খুব ভাল লাগল লেখাটি, অনেক শুভেচ্ছা কালপুরুষদা আপনাকে। 

    • - কামরুন নাহার ইসলাম

      আপনাকে স্বাগতম কা.দা. 

    Load more comments...

আমির হোসেন

১০ বছর আগে লিখেছেন

:::::আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?:::::

 
গতকাল দেখলাম আমার এক ফেসবুক বন্ধু হুমায়ূন আহমেদ কে নিয়া লিখছেন। তার লেখাটি হুবহু দিলাম:
 "হুমায়ুন আহমেদ উচু মাত্রায় জনপ্রিয় ছিলেন ।তার জনপ্রিয়তা বেশি ছিল এবং আছে টিনএজদের মাঝে ।ফালতু ফালতু প্রসঙ্গে চটকদার কিছু লিখে গিয়ে বই বিক্রেতা বনে গেছেন ।ওনার লেখনিতে ফালতু কিছু শেখা ছাড়া আমি কিছু খুজে পাই না ।ওনার লেখনির হাত অত্যান্ত শৈর্যবান ছিল সত্য কিন্ত সে হাত তিনি ব্যবহার করেছেন ঠুনকো লেখায় ।এবং একটি প্রতাপশালী ধর্মের কথা বলে গেছেন সবখানে ।গুলতেকিন বা এক নারীর সংসার তছনছ করে মেয়ের বান্ধবী অর্থাত্‍ এক কথায় মেয়ে বিয়ে করেছেন ।তবুও তিনি নাকি নারী সমাজ গঠনে অনেক কিছুর স্রষ্টা !কি করে এ কথার ভিত্তি রইল তা আমার বোধগম্য নয় ।তবে এটা মানছি যে তিনি পাঠক সৃষ্টি করেছেন ।কিন্ত যারা তাকে সৃষ্টিকার উপাধি দিতে মশগুল আমি মনে করি তা সঠিক নয় ।অন্য কথায় বলতে হলে ভালো মেশিনম্যান ছিল যে এখান ওখান থেকে নিয়ে মিক্সার করতে পারতেন খুব ।অন্য কথায় চাটুকারও বলা চলে ।"
আমার কথা হল যে উনি ওনার ব্যক্তিগত জীবনে যা করেছেন সেটি অনেকের মত আমিও ঘৃণা করি। ঐ ঘটনার পর তার লেখার প্রতি আমার আকর্ষণও অনেকাংশে কমে গেছে। কিন্তু তার লেখাকে এভাবে ছোট করাটা আর একজন কিভাবে করে? ওনার মতে হুমায়ূন আহমেদ যেভাবে জনপ্রিয় হয়েছেন সেটা তো উনি ভালই জানেন। আর আমাদের মধ্যে কি এমন কেউ আছেন যার টাকার লোভ কিম্বা অঢেল টাকার প্রয়োজন নেই? এরকম বিশাল জনপ্রিয়তার লোভ নেই? তো উনি হুমায়ূন আহমেদের মত ফালতু ফালতু চটকদার কিছু লিখে দেখাক। আমরাও দেখি কত সহজে একজন হুমায়ূন আহমেদ হওয়া যায়?
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - নীল সাধু

    ভাইরে যা লিখলেন!

    ভালো লাগসে আপনার পরীক্ষামূলক গল্প লেখার এই ধরন।

    চলুক।

    সতত শুভকামনা জানবেন।

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকে অনেক ধণ্যবাদ কবিসাব

    - রোদেলা

    বৃষ্টি আবির্ভাবের গল্প ভালো লাগলো।

    - রোদেলা

    বৃষ্টির ইতিহাস ভালো লাগলো।

    • - লুৎফুর রহমান পাশা

      থাংকু ডিয়ার

    Load more comments...