Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সকাল রয়

৮ বছর আগে লিখেছেন

প্যারিসের কান্না



ওদিকে যখন প্যারির ক্যাফেতে টেবিল থেকে রক্ত চুইয়ে পড়ছে
এদিকে তখন টিভির স্ক্রিনে চোখ মেলে আমি গিলে নিচ্ছি সমস্ত শোক!  
অফুরন্ত শান্তির শহরে যখন শুধু বারুদের গন্ধ চারদিকে-
রক্তের দাগে রাজপথ গুলো কাঁদছে,
কান্নার জলে বাতাস যখন ভারী তখনও হা-হুতাশ করে ঠিক ঘুমিয়ে নিচ্ছি আমি ও আমরা।
 
বিশ্ব মানবতার কোনও মানবতাও যখন আর অবশিষ্ট থাকছে না তখনও-
মানবতার মালা জড়িয়ে সমাজতন্ত্র-গণতন্ত্র ভাষন দিয়ে যাচ্ছে... 
আসন্ন বিশ্বযুদ্ধের ভয়ে অঙ্কিত এখন সব যাত্রী
এখনও বুলি আওড়িয়ে যাচ্ছি...                        
রুখে দাঁড়াবো এই রক্ত পথে।
Likes Comments
০ Share