Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সালাহ্‌ আদ-দীন

৮ বছর আগে লিখেছেন

লন্ডনে পহেলা বৈশাখ (ছবি পোস্ট)

গতকাল ১৭ই মে লন্ডনের ভিক্টোরিয়া পার্কে উজ্জাপিত হয়ে গেল ইউরুপের মাটিতে বাঙ্গালির প্রানের মেলা লন্ডন বৈশাখী মেলা ১৪২২। বিগত সকল সময়ের মত এবারও মেলায় ছিল উপছে পড়া ভিড়। ইউরুপের ভিবিন্ন দেশ থেকে শুরু করে ব্রিটেনের প্রায় সকল এলাকা থেকেই বাঙ্গালিরা মিলিত হয়েছিলেন লন্ডনের ভিক্টোরিয়া পার্কে। দিন ব্যাপি কনসার্ট আর এন টি ভি ইউকের লাইভ সম্প্রচারন ছিল মেলার মূল আকর্ষণ। শাহ্‌ আব্দুল করিম, হাসন রাজা, লালনের গান সহ ইংরেজি গানের যেন আসর বসেছিল। সেই সাথে গানের তালে তালে নৃত্য আর ফ্যাশন শো মেলায় নতুন মাত্রা যোগ করেছিল। মেলায় অন্যান্যদের সাথে উপস্তিত ছিলেন লেবার পার্টি থেকে নির্বাচিত স্থানীয় এম পি রুশনা আরা আলী এবং টাওয়ার হ্যামলেটের স্পীকার। রুশনা আরা আলী তার বক্তব্যে মেলায় আসা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মেলা আগামীতে চালিয়ে যেতে প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা প্রধানের আশ্বাস দেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের নাড়ির পরিচয়, আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এরকম মেলা আয়োজন করে সারা বিশ্বের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। নিজেরা মেলায় আসার পাশা পাশি পাড়া পড়শি অন্যান্য দেশের সকলকেও দাওয়াত দিয়ে মেলায় নিয়ে আসার অনুরুধ করেন। সেই সাথে মেলায় আসা বিদেশি নাগরিকদের তিনি বৈশাখী শুভেচ্ছা জানান। টাওয়ার হ্যামলেটের স্পীকার তার বক্তব্যে বলেন, ইউরুপের মাটিতে বাঙ্গালির তারুন্যের এই উৎসব দেখে আমরা মুগ্ধ! তিনি মেলা পরিচালনা কমিটি এবং উপস্তিত সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। অনুকূল আবহাওয়া আর মানুষের উপচে পড়া ভিড়ে জমে উঠেছিল মেলা। মেলায় কুটির শিল্প, পোশাক, পিঠা-পুলি, বাংলাদেশী কুইজিনসহ বাঙালি সাংস্কৃতির ঐতিহ্যবাহী নানা পণ্য ও সেতার পসরা নিয়ে প্রায় ২ শতাধিক ষ্টল স্থান পেয়েছে। এছাড়া পারিবারিক পরিবেশে সময় কাটানো সহ, শিশুদের বিনোদনের জন্য বিশেষভাবে নির্মিত ‘কিডস জোন’ ছিল মেলায়। এবারের বৈশাখী মেলার দিন প্রচন্ড গরম ছিল। তাই মেলা জুড়ে ছিলো বাংলাদেশের আমেজ। তরুণদের অনেকেই ফতোয়া আর পায়জামা পাঞ্জাবী পরে এসেছিলো। আর তরুণীরা এসেছিলো শাড়ী পরে। গাছের ছায়ায় বসে অনেকেই জমিয়ে তুলেন আড্ডা।

ছবি যখন কথা বলে তখন আর ক্যাপশন দেবার দরকার কি?

ছবি স্বত্বঃ লেখক

Likes Comments
০ Share

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য সময় বের করে রিলাক্স থাকতে হবে আনন্দ নিতে হবে

    - সুমন সাহা

    স্মৃতিচারণা ভালো লাগলো।

    শুভেচ্ছা রইলো।