Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুলতানা সাদিয়া

৯ বছর আগে লিখেছেন

বই পাঠ-‘মতিজানের মেয়েরা’

বই পাঠ-সেলিনা হোসেন এর মতিজানের মেয়েরা 

অমর একুশে বইমেলা-২০১৪ তে গিয়েছি মাত্র দুইবার তৃপ্তি মেটেনি নিজের প্রথম বই প্রকাশ হবার উত্তেজনা আর ভাললাগার সাথে যুক্ত হয়েছিল গাদিখানেক বই কেনার সুযোগ দীর্ঘদিন  বই পড়া আর লেখা থেকে দূরে থাকলেও  লেখালেখির তৃষ্ণা আবার ঠিকই সাহিত্য জগতে টেনে এনেছে আবার বইমেলা চলে এসেছে অথচ ব্যস্ততার কারণে বইমেলায় কেনা সব কয়টি বই পড়া হয়ে ওঠেনি এখনো কিছুদিন ধরে পড়ছিলাম, সেলিনা হোসেনেরমতিজানের মেয়েরা লেখক দশটি গল্পে বিভিন্ন নারীর কষ্টের রূপ, লাবণ্য  আর কাঠিন্যের ঘেরাটোপে দারুণভাবে চিত্রিত করেছেন নারীদের গতানুগতিক অসহায়ত্ব, জীবনের টানাপোড়েন গল্পগুলোর প্রধান বৈশিষ্ট্য হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে এই বাস্তবতা এখনো এক অভিন্ন শুধু মাঝে মাঝে ঘটনার ভিন্ন রূপান্তর ঘটে মাত্র মতিজান, আকালি, আছিয়া, ফুলবানু, টাপারা, মালেকা, নুহারিন, তারাবানু, লিপিকা আমাদের আশেপাশের মানুষ যেন এদের নিয়ে সাজানো গল্পগুলো শুধু বেদনার কথকতাই নয় বরং সমাজের অচলায়তন থেকে উত্তরণের জন্য পাঠককে ভীষণভাবে ভাবায় একটি গল্প শুরু করলে নিজের অজান্তেই শেষ অবধি পাঠ করে যেতে হয় রকম একটি বই একজন লেখকের জন্য শব্দের আর ভাবনার রসদ জোগাতে পারে গল্পগুলো নিয়ে বিস্তারিত লিখতে চাচ্ছি না সংগ্রহে থাকলে পড়ে নিন আর সমৃদ্ধ করুন নিজের পাঠাগার

Likes Comments
০ Share

Comments (6)

  • - ডাস্টবিনে কাক

    হিজিবিজি হিজিবিজিহিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি