Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

ভাংতি গদ্যের খসড়া

০১.

 

বোধের অঙ্ক কষে কষে বেড়ে গেছে গাণিতিক দেনা

সহজে মেলেনি সরল সহজ ছিল না বলে।

সহজ ছিল না জীবন, সহজ ছিল না চলা

সহজ ছিল না বলে বেঁচে থেকে জ্বলা।

সহজ ছিল কী শুধু ভুল পথে চলা?

সহজ ছিল কী তবে ভুল কথা বলা?

সহজ ছিলে না তুমি, সহজ না আমি

কঠিন যা কিছু আজ সহজে দামি।

 

সহজ ছিল না বলে সব কঠিনের দলে

সহজে মেলেনি সরল-সহজ ছিল না বলে।

 

২.

 

হে মন নত হও, নত হও

কুর্নিশ করে ঠুকো দাদারে সেলাম।

 

তুমি কি কষ নি অংক তৈলাক্ত বাঁশের?

কেমন করিয়া শাখা মৃগ দল বাঁশের অগ্রে

উহাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং শেষান্তে,

বাঁশের তলদেশে নিজেকে আবিষ্কার করিয়া

মানিয়া লয় ইহাই ছিল অংকের ফলাফল!

 

অতএব, হে মন নত হও, নত হতে হতে

শিখে নাও জোড়া করতলে ক্রমাগত

ঘর্ষণের তৈলাক্ত ব্যাকরণ!

 

০৩.

 

আমাদের হৃদয়ের অগণিত পৃষ্ঠা জুড়ে লিখেছি যে বর্ণমালা, তার নিবিষ্ট পাঠক ছিল না কোথাও পৃথিবীতে। মানুষে খুব বুঝি প্রিয় আঁচরের দাগ, ক্ষরণের লাল! তাই তো এ সংবিধান মানি না মানি বলে যারা তুললে আওয়াজ; তারা জানলে না ভালবেসে হৃদয়ে রোপণ হলে বর্ণমালা, তা যায় না উপড়ানো সহজে। তবু থেকে যাবে শব্দের কোলাহল, কেটে যাবে উৎকণ্ঠা সকল, মানুষে মানুষে বিভেদ বিরহে গাঢ়তা পাবে আকাশের নীল। আকাশ কাঁদবে আচানক, সে কান্নায় স্নাত হবে আমাদের বিরহী দুপুর। আমরা আচ্ছন্ন হব কিছুটা সময় এরপর ভুলে যাবো রূপসী চাঁদের গায়েও লেখা থাকে কিছু কলঙ্কের দাগ! তোমরা ভালবেসো নিরেট আকাশ, এই ঢের আমি ভালবাসি কলঙ্কিনী চাঁদ।

 

Likes Comments
০ Share

Comments (5)

  • - ঘাস ফুল

    এডেলের কণ্ঠে যেমন দরদ আছে, ঠিক তেমনি মধুও যেন আছে। দারুণ এই জনপ্রিয় শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই মনে হয় তুমি দিতে ভুলে গেছো। সে ২০১৩ সালে স্কাইফল মুভিতে গান গেয়ে অস্কার পান। তাছাড়া একই মুভির একই গানের জন্য গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডও পান তিনি ২০১৩ সালে । ২০০৯ সালে অর্জন করেন গ্রামী এ্যাওয়ার্ড। ২০১৩ সালে ব্রিটেনের রাণী তাকে এমবিই (Member of the Order of the British Empire) খেতাবে ভূষিত করেন। 

    ২৩তম জেমসবন্ড মুভি 'স্কাইফল' এর গানের লিঙ্কটি তোমার জন্য দিয়ে দিলাম। 

    আডেলে - স্কাইফল

    তুমি যে গানটি ঘিরে এই পোষ্ট সাজিয়েছ, তা যথার্থই বলেছে। অনেক দরদ দিয়ে সে গানটি গেয়েছে। অনেক জনপ্রিয় একটি গান এটি। ভালো লাগলো গানটিকে নিয়ে তোমার বিশ্লেষণ। ধন্যবাদ অর্ক। 

    ছোট্ট একটা মজার তথ্য দিচ্ছি। এডেলে জন্মগ্রহণ করেছে টটেনহ্যাম, যা আমার বাসা থেকে মাত্র দের কিলোমিটার দূর। 

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      না , ঐটা দেই নাই তার পেছনে একটা কারণ আছে । আমি চেয়েছি যারা এডেলের গান শুনে নাই , তারা যেন জাস্ট কণ্ঠ শুনে মুগ্ধ হয় । অস্কার পাওয়ার ঘটনা শুনে না । তাই ইচ্ছা কইরা লুকাইছি বিষয়টা ।   

      যাই হোক , আপনার মত একজন এই ব্লগে থাকলে এগুলা জিনিষ লুকানো বড়ই মুশকিলের ।  

      আমার বিশ্লেষণ আপনার ভালো লেগেছে শুনে খুশি হইলাম । 

    - চারু মান্নান

    ভালোবাসা দিবসের শুভেচ্ছায়,,,,,,,,
    আলোচনা, শিল্পীর গান শুনার আগ্রহ আরও বাড়িয়ে দেয়,,,,,,,,,,,,,,,,,,,

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      ধন্যবাদ । 

    - জাওয়াদ আহমেদ অর্ক

    এডেলে সম্পর্কে আরো জানতে ঘাসফুল ভাইয়ের মন্তব্য পড়ুন । ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে , যারা কষ্ট করে এই পোষ্টটা পড়তেছেন ।

    Load more comments...