Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

এ ইতিহাস প্রকাশ্যে হয়েছিল লেখা দেশপ্রেম ছিল তার নাম

পাখিদের ডানায় রাখা ছিল বিগত দিনের খতিয়ান অথচ আমরা পালকের বুনন শিল্পে মোহাবিষ্ট হয়ে শিখতে চেয়েছিলাম কারুশিল্প। অনাবিষ্কৃত থেকে গেছে তাই দানব বধের গল্প গাঁথা বরং অধিকতর আজ তা হয়ে গেছে পৌরাণিক তত্ত্ব পুরাণ! আমাদের কেউ বিংশ শতাব্দীতে এসে সে তত্ত্ব পুরাণ ঘেঁটে একদিন আবিষ্কার করেছিলাম বধ্যভূমির কঙ্কাল, বুলেটের তিলক আঁকা বিচ্ছিন্ন খুলি! বাম পাঁজরে অগণিত স্প্রিণ্টারের ক্ষত। আমাদের ইতিহাস প্রিয় কেউ কেউ বিজ্ঞানাগারে কঙ্কাল, খুলি, হাড়ের ব্যবচ্ছেদে নিমগ্ন হয়ে খুঁজে দেখতে চেয়েছি কতোটা তীব্র ছিল আঘাতের ক্ষত অথচ আমরা জানি নি, কতোটা ভেতরে জাগলে রক্তে রক্তে দ্রোহ, ত্রিশ লক্ষ দক্ষ কারিগরের নিপুণ বুননে, একটি পতাকা লাল সবুজে শিল্প হয়ে ছিল।
 
১৩/০৩/১৪
continue reading
Likes ২১ Comments
০ Shares

Comments (21)

  • - মোঃসরোয়ার জাহান

    স্বদেশ, স্বাধীনতার রক্তিম সূর্য প্রভাত হাসলো

    সেই শুস্কবীর্য রয়েই গেল,তারা স্বাধীনতার লাল সবুজের পতাকা

    স্বীকার করে না,তারাই তো রাজাকার;

    স্বাধীনতার পরে তখন, এখন নিজেদের স্বার্থ রক্ষার

    জন্য হায়নারা নাকি হল মিত্র;গর্বিত জাতি কলঙ্ক

    এই থেকে হোক মুক্ত আর নয় মিত্র মিত্র মিত্র। ................darun shundor

    • - আলমগীর সরকার লিটন

      দাদা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন---------

    - মাসুম বাদল

    • - আলমগীর সরকার লিটন

      দাদ

      ভালবাসার চিহৃ ফুল বেশ

       

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন---------

    - চারু মান্নান

    bha dharun kobi,,,,,,,,,,,,

    • - আলমগীর সরকার লিটন

      জি চারু দা

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন---------

    Load more comments...

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

আসলে একা

রাত বিছানায় তার ঠোঁটে ঠোঁট রেখে
হয়ত ভেবে নেবে এই নির্জনতায় তুমি একা নও,
হয়ত ভেবে নেবে তার কোমলে কোমল পেতে,
আজ রাত্রিতে তুমি একা নও!
 
যে রকম জোড়া চোখ চেয়ে থাকে অপলক জোড়া চোখে
যে রকম যুগল স্নানে নেমে পড় ফুলেল বিছানা সমুদ্র ভেবে
যে রকম কামনার হাতে উদ্ধত থাকে বিচলিত আঙ্গুলেরা।
 
হয়ত ভেবে নেবে এই ঘুম ঘোরে খুব তুমি একা নও!
 
হয়ত ভেবে নেবে এই জনারণ্যে তুমি একা নও
হয়ত ভেবে নেবে এই মিছিলের ভীড়ে তুমি একা নও            
হয়ত ভেবে নেবে অফিস ফেরত পথে ট্রাফিক সিগন্যালে
মুহূর্ত আটকা পড়ে তুমি একা নও।
 
যদি একা নও তাহলে কেন
একটি উদাস পাখি ডেকে গেলে আচানক
এই নির্জন দুপুরে তুমি নিজেকে নিজের ভেতরে
লুকালে সুচতুর!
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - Sadat Chowdhury

    ভাল লাগল

    - তৌফিক মাসুদ

    সত্যি আমরা থাকতে আসিনি। চলে যাব।

     

    চলে যাবার আকুতি চমৎকার ভাবেই ফুটে উঠেছে কবিতায়।  

    - জাহাঙ্গীর আলম

    প্রশান্তিময় বিচ্ছেদ ৷ চমৎকার সুন্দর ৷

    Load more comments...

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৪ এর ৩য় ও ৪র্থ পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অনুভূতি -০২

ঘোষণা অনুযায়ী আজ নক্ষত্র কর্তৃক আয়োজিত সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৪ এর ৩য় ও ৪র্থ পর্বের পুরস্কার প্রদান করা হয় নক্ষত্র কার্যালয় অডিটোরিয়ামে। সময় মতো পৌছে প্রথমেই শ্রদ্ধেয় ব্লগার মাসুম বাদল ভাইয়ের সাথে পরিচিত হওয়ার ফাঁকে এস এম পাশা ভাই সাদরে আমন্ত্রণ জানান এবং খানিক সময় আড্ডা জুড়ে দেন উপস্থিত পুরস্কার বিজয়ীদের সাথে। উল্লেখ যে, তিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করার ফাঁকে ফাঁকে প্রতিযোগিতার বিভিন্ন দিকে নিয়ে বক্তব্য রাখেন। একটি কথা না বললেই নয়, আজকের অনুষ্ঠানটি খুব চমৎকার এবং সুন্দর ভাবে নক্ষত্র কর্তৃপক্ষ আয়োজন করেন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগারদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্থক করে তোলে।
প্রতিযোগিতায় পরপর দুবার বিজয়ী হিসেবে অনুভূতি প্রকাশ করেন ব্লগার কে. এম. রাকিব এবং আমি। অনুষ্ঠানে বিচারক ও অতিথিবৃন্দ প্রতিযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারপর শুরু হয় বিজয়ী ব্লগারদের পুরস্কার গ্রহণের পালা। একে একে ৩য় এবং ৪র্থ পর্বের বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন বিচারক এবং অতিথিবৃন্দের হাত থেকে। যে কোন পুরস্কার কাজের স্বীকৃতি সে হিসেবে প্রতিযোগিতায় দুই পর্বে বিজয়ী হওয়ায় খুব ভালো লেগেছে। পুরস্কার বিতরণ শেষে  ফটোসেশন এবং আপ্যায়ানের পর সবাই বেরিয়ে পড়েন বইমেলার উদ্দেশ্যে।
 
আজকের এই সুন্দর আয়োজনের জন্য বিজয়ী সকল ব্লগারের পক্ষ থেকে নক্ষত্র কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতে তারা এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ব্লগারদের উৎসাহিত করে যাবেন, যার সূচনা তারা ইতোমধ্যে করেছেন। শুভ কামনা রইল।
 
আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু ছবি সবার জন্য শেয়ার করছি।






 
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

ভাংতি গদ্যের খসড়া

০১.
 
বোধের অঙ্ক কষে কষে বেড়ে গেছে গাণিতিক দেনা
সহজে মেলেনি সরল সহজ ছিল না বলে।
সহজ ছিল না জীবন, সহজ ছিল না চলা
সহজ ছিল না বলে বেঁচে থেকে জ্বলা।
সহজ ছিল কী শুধু ভুল পথে চলা?
সহজ ছিল কী তবে ভুল কথা বলা?
সহজ ছিলে না তুমি, সহজ না আমি
কঠিন যা কিছু আজ সহজে দামি।
 
সহজ ছিল না বলে সব কঠিনের দলে
সহজে মেলেনি সরল-সহজ ছিল না বলে।
 
২.
 
হে মন নত হও, নত হও
কুর্নিশ করে ঠুকো দাদারে সেলাম।
 
তুমি কি কষ নি অংক তৈলাক্ত বাঁশের?
কেমন করিয়া শাখা মৃগ দল বাঁশের অগ্রে
উহাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং শেষান্তে,
বাঁশের তলদেশে নিজেকে আবিষ্কার করিয়া
মানিয়া লয় ইহাই ছিল অংকের ফলাফল!
 
অতএব, হে মন নত হও, নত হতে হতে
শিখে নাও জোড়া করতলে ক্রমাগত
ঘর্ষণের তৈলাক্ত ব্যাকরণ!
 
০৩.
 
আমাদের হৃদয়ের অগণিত পৃষ্ঠা জুড়ে লিখেছি যে বর্ণমালা, তার নিবিষ্ট পাঠক ছিল না কোথাও পৃথিবীতে। মানুষে খুব বুঝি প্রিয় আঁচরের দাগ, ক্ষরণের লাল! তাই তো এ সংবিধান মানি না মানি বলে যারা তুললে আওয়াজ; তারা জানলে না ভালবেসে হৃদয়ে রোপণ হলে বর্ণমালা, তা যায় না উপড়ানো সহজে। তবু থেকে যাবে শব্দের কোলাহল, কেটে যাবে উৎকণ্ঠা সকল, মানুষে মানুষে বিভেদ বিরহে গাঢ়তা পাবে আকাশের নীল। আকাশ কাঁদবে আচানক, সে কান্নায় স্নাত হবে আমাদের বিরহী দুপুর। আমরা আচ্ছন্ন হব কিছুটা সময় এরপর ভুলে যাবো রূপসী চাঁদের গায়েও লেখা থাকে কিছু কলঙ্কের দাগ! তোমরা ভালবেসো নিরেট আকাশ,... continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - ঘাস ফুল

    এডেলের কণ্ঠে যেমন দরদ আছে, ঠিক তেমনি মধুও যেন আছে। দারুণ এই জনপ্রিয় শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই মনে হয় তুমি দিতে ভুলে গেছো। সে ২০১৩ সালে স্কাইফল মুভিতে গান গেয়ে অস্কার পান। তাছাড়া একই মুভির একই গানের জন্য গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডও পান তিনি ২০১৩ সালে । ২০০৯ সালে অর্জন করেন গ্রামী এ্যাওয়ার্ড। ২০১৩ সালে ব্রিটেনের রাণী তাকে এমবিই (Member of the Order of the British Empire) খেতাবে ভূষিত করেন। 

    ২৩তম জেমসবন্ড মুভি 'স্কাইফল' এর গানের লিঙ্কটি তোমার জন্য দিয়ে দিলাম। 

    আডেলে - স্কাইফল

    তুমি যে গানটি ঘিরে এই পোষ্ট সাজিয়েছ, তা যথার্থই বলেছে। অনেক দরদ দিয়ে সে গানটি গেয়েছে। অনেক জনপ্রিয় একটি গান এটি। ভালো লাগলো গানটিকে নিয়ে তোমার বিশ্লেষণ। ধন্যবাদ অর্ক। 

    ছোট্ট একটা মজার তথ্য দিচ্ছি। এডেলে জন্মগ্রহণ করেছে টটেনহ্যাম, যা আমার বাসা থেকে মাত্র দের কিলোমিটার দূর। 

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      না , ঐটা দেই নাই তার পেছনে একটা কারণ আছে । আমি চেয়েছি যারা এডেলের গান শুনে নাই , তারা যেন জাস্ট কণ্ঠ শুনে মুগ্ধ হয় । অস্কার পাওয়ার ঘটনা শুনে না । তাই ইচ্ছা কইরা লুকাইছি বিষয়টা ।   

      যাই হোক , আপনার মত একজন এই ব্লগে থাকলে এগুলা জিনিষ লুকানো বড়ই মুশকিলের ।  

      আমার বিশ্লেষণ আপনার ভালো লেগেছে শুনে খুশি হইলাম । 

    - চারু মান্নান

    ভালোবাসা দিবসের শুভেচ্ছায়,,,,,,,,
    আলোচনা, শিল্পীর গান শুনার আগ্রহ আরও বাড়িয়ে দেয়,,,,,,,,,,,,,,,,,,,

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      ধন্যবাদ । 

    - জাওয়াদ আহমেদ অর্ক

    এডেলে সম্পর্কে আরো জানতে ঘাসফুল ভাইয়ের মন্তব্য পড়ুন । ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে , যারা কষ্ট করে এই পোষ্টটা পড়তেছেন ।

    Load more comments...

সুমন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৪ এর প্রথম পর্বের পুরস্কার বিতরণ এবং একটি অনুভূতি

 
পাশা ভাই আগের দিন ফোন দিয়ে বলে দিলেন সময় মতো পুরস্কার বিতরণের দিন চলে আসবার জন্য। সময় মতো কথাটা আমাকে সব সময় ভাবিত করে! কথা দিলাম সময় মতো আশার চেষ্টা করবো অবশ্য আমার পূর্ব অভিজ্ঞতা বলে, ক্ষেত্র বিশেষ এবং যানজট জনিত সমস্যা না হলে কোথাও অসময়ে পৌঁছেছি বলে মনে হয় না। সময় জ্ঞান সব সময় আমাকে তাড়িত করে আর সে তাড়না থেকে নির্দিষ্ট সময়ের পূর্বে যে কোন স্থানে পৌঁছে যাওয়াটা আমার স্বভাবজনিত অভ্যাস বলা যায়। সে হিসেবে নক্ষত্র কার্যালয়ের নিচে গতকাল আধ ঘণ্টা আগেই পৌঁছে গেলাম। পোস্টে নক্ষত্র কার্যালয়ের ফ্লোর নাম্বার এবং অফিস গেটে নেমপ্লেট না থাকায় কয়েক মিনিট খোঁজাখুঁজি করে অবশেষে কার্যালয়ে উপস্থিত হতে পেরে ছিলাম।
 
ভেবেছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে উৎসব উৎসব ভাব নিয়ে হয়ত পুরস্কার গ্রহীতা দের অভ্যর্থনা জানাতে কর্তৃপক্ষ দারুণ আয়োজন নিয়ে অপেক্ষা করছেন কিন্তু সে চিন্তায় গুঁড়ে বালি! কার্যালয়ে প্রবেশ করেই দেখি আরিফুর রহমান ভাই ছাড়া আর কেউ নেই! নিজের পরিহিত পোশাকের দিকে তাকালাম আড় চোখে, নাহ, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? ও হ্যাঁ বলে নেই, যদিও প্রতিযোগিতায় সম্মানিত পাঠক ভোটে ৩য় স্থান অধিকার করেছিলাম কিন্তু পুরস্কার গ্রহীতাদের মধ্যে আমিই ১ম উপস্থিত হয়ে ছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
 
আরিফ ভাইয়ের সাথে আলাপ শুরু হল প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে। তাঁর সাথে কথার ফাঁকে নোটিশ বোর্ডের দিকে চোখ পড়তে আয়োজনের একটা সূচি দেখতে পেলাম এবং তাতে হালকা নাস্তার আয়োজন হবে তা বুঝতে পারলাম। এরই ফাঁকে প্রতিযোগিতায় ২য় ক্যাটাগরিতে ২য় স্থান অর্জনকারী ব্লগার কে এম রাকিব এসে উপস্থিত হলেন ততক্ষণে তিনটা বেজে গেছে। আমাদেরকে রেখে আরিফ ভাই বের হয়ে গেলেন। রাকিবের... continue reading
Likes ২০ Comments
০ Shares

Comments (20)

  • - সুখেন্দু বিশ্বাস

    বাবা হারানোর করুন ছড়া। সুন্দর লিখেছেন।

     শুভকামনা রইলো মেঘালয়। 

    - এই মেঘ এই রোদ্দুর

    কষ্টের ছড়া

    লেখা সুন্দর হইছে

Load more writings...