Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হরি দাস পাল

৮ বছর আগে লিখেছেন

তোমাকে কবিতা দিলাম(প্রতিযোগীতা-২০১৬, ক্যাটাগরি-১)

প্রিয়তমা!

এই অন্ধকার তোমার নয়।

গলির মোড়ে আবর্জনার স্তূপ, বিচ্ছিরি দুর্গন্ধ

পানির ট্যাংকে পচাগলা লাশ,

আমার ঘামে ভেজা জামার একঘেয়ে ইতিহাস,

তোমার নয়। তোমাকে সকাল দেব,

ফুলের মতো সকাল।

একভাগ মানুষের সিন্দুকে,

পৃথিবীর নিরানব্বইভাগ সম্পদ চুলদ্দোরে যাক।

ক্ষুধার্ত রাত্রি কাটাক মানুষের মতো কিছু প্রানী

তুমি বৈষম্য নিয়ে ভেবনা, প্রিয়তমা!

তোমাকে এক আকাশ ভালবাসা দেব।

তুমি চাইলেই বৃষ্টি হবে,

টাপুর টুপুর ভালবাসা ঝরে পড়বে আকাশ থেকে।

এই দুঃসময়, এই হাহাকারে কান দিওনা, প্রিয়তমা!

স্বপ্নহারা যুবকের দল আত্নহননে যাচ্ছে, যাক।

দৈনিক খবরের কাগজের পাতা স্বাক্ষী হয়ে থাকুক,

জন্মভূমির বুকের যন্ত্রনার।

শাসকের ডান্ডায় ঠান্ডা হয়ে থাকুক পাড়া

নববধূর কলঙ্ক হোক,

কঠিন গদ্য লিখুক সন্তানহারা মায়ের শোক।

প্রিয়তমা! তুমি কবিতার ছন্দে বেঁচে থাকো আজীবন।

তোমাকে কবিতা দিলাম।

Likes Comments
০ Share

Comments (0)

  • - মেঘা নওশীন

    ভাললাগা জানালাম... !!! 

    • - গোখরা নাগ

      খুব ভাল লাগলো ... 

    • Load more relies...
    - ওয়াহিদ মামুন

    কৃতজ্ঞতা জানবেন।