Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সৃষ্টি প্রকাশনী

১০ বছর আগে লিখেছেন

জীবন যেখানে যেমন


(প্রকাশিতব্য জীবন যেখানে যেমন কাব্য গ্রন্থের একটি কবিতা।)
মোঃ নজরুল ইসলাম

জীবনের এই সরল পথ; আঁকা বাঁকা অন্তহীন
ক্ষণিক চলা, ক্ষণিক যতি চিহ্ন
সে তোমারই জন্য অনন্য.....

এই হাসি, এই ভালোবাসি, এই আছি, এই নেই-
কিছু মহৎ কিছু আহত হৃদয়
কিছু ভালো লাগে, কিছু নিরুপায়
যেখানে নাই, সেখানেই খুজে পাই
তুমি অখন্ড অক্ষত

বিস্তৃণ পথ যেখানে শেষ, শুরু সেখানেই
দুটি পথের মিলন স্থল আবার দুটি পথের সৃষ্টি
আজ এবং আগামী কাল
আমি ও আমরা তুমি ও তোমরা কত দূর তাই না?

এই সরল চলার পথে কত বেদনা, কত বাসনা গোপন
কখনও প্রচার-কখনও আধাঁর
কখনও স্রোতের অনুকূল-প্রতিকূলে চলা অদম্য
এই তো জীবন!
(সংক্ষেপিত)
- মোঃ নজরুল ইসলাম
https://www.facebook.com/SristyProkashony

Likes Comments
০ Share