Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাহাফুজুর রহমান কনক

১০ বছর আগে লিখেছেন

ভোটাভুটি

 

 

উদ্যোগটা দুর্দান্ত। ভোটাভুটি শুধু হার জিৎ নির্ধারন করেনা বরং একটা সুষ্ঠ প্রতিদ্বন্ধিতার প্রেক্ষাপটও  তৈরী করে। সৃষ্টিশীলতায় কোন পরাজয় নেই। সব সৃষ্টিই অমূল্য এবং কালের প্রাপ্তিতে জমা হয়। লেখালেখির ক্ষেত্রে পাঠকও সৃষ্টিশীলতায় জড়িয়ে পড়েন, যেহেতু পাঠপরবর্তী একটা প্রতিক্রিয়া পাঠকের মনের মধ্যে জাগে। সে প্রতিক্রিয়ার প্রকাশ যদি কোন প্রবন্ধ বা ছোট মন্তব্য, অথবা ভোটে হয় সেটাও সৃষ্টিশীলতা। তারমানে এই নয়, যে ভোটে হারা লেখাগুলো তুলনামূলক খারাপ লেখা। এ আলোচনা সম্পূর্ণ অন্য। যে জন্য এ লেখা সেখানে যাই।

 

 

 

একসাথে এতগুলো লেখা দেখে ত আমি ভীত। এম্নিতে সময়ের টানাটানি, ব্লগেও সময় দিতে পারিনা।  কখন পড়ব আর কখন ভোট দিব এ ভেবে অস্থির। সবগুলো ক্যাটাগরিতে ভোট দিতে পারবকিনা বুঝতেছিনা। বিচারকরা তালিকাটা আরেকটু ছোট করে দিলে আমার অন্তত ভালো হত। যাই হোক এখন ত কিছু করার নাই।  ভোট দিতে এসে ত বিরাট ঝামেলায় পড়ে  গেলাম। দেখি কি হয়..........

 

 

 

কারো কাছে কোন বুদ্ধি থাকলে বইলেন।

 

Likes Comments
০ Share

Comments (3)

  • - মোঃসরোয়ার জাহান

    ভালো লাগলো লেখাটি শুভ কামনা রইল

    • - নাজনীন পলি

      সবগুলো পর্ব পড়েছেন ? 

    - কে এম রাকিব

    অনেকদিন পরে প্রেমাস্পদকে পেয়ে মোটামুটি এলোমেলো হয়ে যাবার উপক্রম হয়ে উঠেছে মেয়েটির জীবন।
     এবং পরের পর্বে সারপ্রাইজ থাকবে সেটাই বোঝা যাচ্ছে।

    এই একটি পর্ব পড়ে এতটুকু বুঝতে পেরেছি। বাকীগুলো পড়লে হয়ত বাকী কাহিনীও বুঝতে পারতাম। ভাল লেগেছে লেখা।
    শুভেচ্ছা রইল।

    • - নাজনীন পলি

      একটা পর্ব পড়েই এত কিছু বুঝে ফেললেন 

      সবগুলো পর্ব পড়ার আমন্ত্রণ রইলো 

    - আলমগীর সরকার লিটন

    বেশ লাগল গল্পটা

    • - নাজনীন পলি

      অনেক ধন্যবাদ 

    Load more comments...