Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলম কবির

১০ বছর আগে লিখেছেন

‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্প নিয়ে এগিয়ে যাবে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাত

নানা বিষয়ে আমাদের দেশ বাংলাদেশ নিয়ে অনেকের হতাশা। প্রবাসী বাংলাদেশীরাও দু:খ করেন দেশের অবস্থা দেখে। তারপরেও আমরা আমাদের এ প্রিয় দেশ "বাংলাদেশ"কে অনেক ভালোবাসি। ভাবুন একবার, দেশের অসংখ্যা খারাপ বিষয় থাকতে পারে কিন্তু দেশটা কিন্তু আমাদেরই। আর এর পরিবর্তনের কাজটাও কিন্তু আমাদেরই করতে হবে। চাইলে অবশ্য আপনি এ বিষয়টি এড়িয়ে যেতেই পারেন! ভাবতে পারেন দেশের ক্ষতি হচ্ছে আমার কি? আবার বিষয়টি কিন্তু এমনও নয় যে আপনাকেই সব কাজ করতে হবে। আপনি আপনার কাজটি ঠিক ভাবে করুন, দেশ এমনিতেই বদলে যাবে। এমনই চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের তথ্যপ্রযুক্তি খাত। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) দেশেকে এগিয়ে নিতে নিয়েছে "ওয়ান বাংলাদেশ" নামের বিশেষ উদ্যোগ।
লক্ষ্যটা কিন্তু দারুন। আগামী পাঁচ বছরে ১ বিলিয়ন ডলার রপ্তানি, ১ মিলিয়ন পেশাদার তথ্যপ্রযুক্তি জনশক্তি তৈরী, প্রতিবছর এক কোটি মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনা এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি খাত থেকে ১% অবদান রাখার লক্ষ্য নির্ধারন। বেসিস বাংলাদেশের সফটওয়্যার ও আইটি শিল্পের পাঁচ বছরের রূপকল্প হিসেবে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম চালু করে। কি হবে এ প্রকল্পে? মূলত সফটওয়্যার ও আইটি শিল্পের ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্প অর্জনের মধ্য দিয়ে ২০২১ সালের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প অর্জন এবং বাংলাদেশের ১০ কোটি তরুন- তরুনীরা কাজ করে দেশকে উচ্চ আয়ের দেশে পরিনত করাই এ কার্যক্রমের অন্যতম একটি উদ্দেশ্য।
নানা খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সফটওয়্যার খাতে এগিয়ে যাওয়ার হারও বেড়েছে। বেসিসের তথ্য অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি এখন দেশের শীর্ষ ১৫টির একটি বাংলাদেশ। ১৯৯৭ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে... continue reading
Likes Comments
০ Shares