Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

salina shajahar

১০ বছর আগে লিখেছেন

সুখ

সুখের রঙ কি?
সাদা নাকি গলাপী
নাকি সবুজ কিংবা বেগুনী
নীল সেতো নয়ই
কারন কষ্ট ওকে আগেই পড়ে নিয়েছে
তবে কি সুখের রঙ?
লাল টিয়ে নাকি ময়ূরকণ্ঠী
নয় কালো সুখ
শোকের রঙ কালো
সুখ সুন্দর
অনাবিল আনন্দের নাম সুখ
যার জন্য মানুষ বাঁচে
যার আশায় মানুষ ছোটে
যার পিছনে পৃথিবী ঘুরে
তবে
কি সুখের রঙ?
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - কামাল উদ্দিন

    • - চারু মান্নান

      bha dharun chobir KOBI,,,,,,,,valo thakun sob somie,,,,,,,,,,,,

    - আলমগীর সরকার লিটন

    চারু দা

    বেশ ভাল লাগতেছে--

    • - চারু মান্নান

salina shajahar

১০ বছর আগে লিখেছেন

ভালো থেকো বন্ধু ভালো থেকো সকাল,দুপুর, বিকেল গুলো আমার জন্য তুলে রেখো ...

Likes Comments

salina shajahar

১০ বছর আগে লিখেছেন

বসন্ত দিন

বসন্ত দিন এসে যায়
জীর্ণ শীর্ন বৃক্ষে
জাগে প্রাণ
শাখায় শাখায় মুকুলিত পত্র পল্লব
আর ফুলকুড়িরাও আনন্দিত
বিকশিত হবার প্রাক্কালে
ধীরে ধীরে হলুদ বসন
গায়ে জড়ায় ধরণী
প্রেমময় প্রকৃতি
উচ্ছল প্রাণের জোয়ারে
আসলো বসন্ত
ভাসলো ফাগুন
মনে লাগলো আগুন...
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    'আমি পাগল, তুমি পাগল, এই পাগল পাগল দুনিয়ায়'-বহুদিন আগে শোনা এই গানটির তাৎপর্য এতদিনে বুঝতে পারলাম। কারণ, এই ছবিগুলো আমরা যারা দেখছি তারাও সব পাগল।

    আচ্ছা কামাল ভাই, ১) লেংটা পাগলের মাজার ঘিরে এই যে মহাযজ্ঞ, তা' কী শুধু পাগলদের জন্য? ২) সমবেত পাগলদের মধ্যে একজনকেও তো লেংটা শরীরে দেখলাম না, তাহলে এরা কী সব লেংটা পাগলের ভুয়া ভক্ত? ৩) লাল রঙ তো কমিউনিস্টদের রঙ, তাহলে কী কমিউনিস্টরাও পাগল?

    ইয়া আল্লাহ! এসব দেখে আমিও কী পাগলের মতো প্রশ্নগুলো করলাম?

    • - কামাল উদ্দিন

    - শহীদুল ইসলাম প্রামানিক

    হেনা ভাইয়ের সাথে আমি সহমত। কামাল ভাই পাগল হইলে তার পরনে নেঙটা পাগলের চিহ্ণ নাই কেন?

    • - কামাল উদ্দিন

      লাল গামছার নীচে ওরা সবাই ন্যংটো

    - নুসরাত জাহান আজমী

    এই লাল মিয়াঁদের খোঁজ কই পাইলেন কামাল ভাইয়া??

    • - কামাল উদ্দিন

      আমি তো থাকিই এসব ধান্ধায়

    Load more comments...

salina shajahar

১০ বছর আগে লিখেছেন

বসন্ত দিন

বসন্ত দিন এসে যায়
জীর্ণ শীর্ন বৃক্ষে
জাগে প্রাণ
শাখায় শাখায় মুকুলিত পত্র পল্লব
আর ফুলকুড়িরাও আনন্দিত
বিকশিত হবার প্রাক্কালে
ধীরে ধীরে হ লুদ বসন
গায়ে জড়ায় ধরনী
প্রেমময় প্রকৃতি
উচ্ছল প্রাণের জোয়ারে
আসলো বসন্ত
ভাসলো ফাগুন
মনে লাগলো আগুন...
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - আলমগীর সরকার লিটন

    নীল কাক দা

    বইমেলায় আপনাকে দেখলাম কিন্তু পরিচয় টা হলো না

    বেশ কবিতা ভাল লাগল

    শুভ কামনা-----

    • - আসাদুস জামান বাবু

      সুন্দর

    • Load more relies...
    - মিশু মিলন

    বাহ্!

    খুব ভাল কবিতা।

    শুভকামনা রইলো।

    • - অয়ন আবদুল্লাহ

      অনেক ধন্যবাদ :)

       

       

salina shajahar

১০ বছর আগে লিখেছেন

তুমি আসবে বলে

কি এক অনাবিল আনন্দে
মুখরিত আজকের পৃৃথিবী
ঝকঝকে সকাল
নীল আকাশে সাদা মেঘের ভেলা
সুর্যটিও আজ ভীষণ খুশী
তাই রোদের তীব্রতাও আজ কম
মেঘের দল খেলছে লুকোচুরী ।
ছায়াবৃৃৃত ধরণী
আর রৌদ্রস্নাত দিনের সাথে
যোগ দিয়েছে সুশীতল হাওয়া ।
হাওয়ার দোলনায় দোল খেতেখতে
আনন্দ বিভোর বৃৃৃক্ষরাজি
পাখিদের কলরবে নিমগ্ন
পৃৃথিবীর সমস্ত সৃস্টি । শুধু তুমি আসবে বলে...
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ঘাস ফুল

    তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা মেজদা। তোমার বইয়ের সফলতা এবং পাঠক জনপ্রিয়তা কামনা করছি। 

    আমি তো ভেবেছিলাম গতকালই মোড়ক উন্মোচন হয়ে গেছে। যাহোক, মোড়ক উন্মোচনের আগেই পাঠকের হাতে তোমার বই চলে আসবে। মন্দ না ব্যাপারটা। কিন্তু আমার কপি কই? আমাকেও কী বইমেলায় এসে তোমার বই কিনে নিতে হবে? 

    • - মেজদা

      তোমার কপি অবশই সংরক্ষন করা হবে। ধন্যবাদ ঘাস ফুল 

    - সুখেন্দু বিশ্বাস

    আপনার বই প্রকাশের সংবাদে খুবই পুলকিত হলাম দাদা।

    আপনার বই এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

     

    শুভেচ্ছা সতত।   

    • - মেজদা

      ধন্যবাদ মিঃ বিশ্বাস। 

    - আলমগীর সরকার লিটন

    মেজদা

    অনেক অনেক অভিনন্দন-

    ও শুভ কামনা --

     

     

    • - মেজদা

      ধন্যবাদ আলমগীর সরকার। 

    Load more comments...
Load more writings...