Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাজী মেহেদী হাসান

১০ বছর আগে লিখেছেন

যে কথা বলতে নেই!

মুখবন্ধ খামের মতোই নিরুপদ্রব তুমি-আমি কিংবা আমরা

কিছু বাষ্প শকট অথবা যন্ত্রদানব দেখেছি

দেখেছি কলকাঠি হাতে দো-পেয়ে আকৃতি

আমাদের বক্ষ পাজর, উত্থিত অস্থি অজরে

ওরা নগ্ন উল্লাস করে প্রতিদিন!

মানবিক মুখাবয়বে হামেশাই দৃশ্যমান পশুত্বের হলদে দাঁত

তবু ওদের হায়েনা বলতে নেই, এ কথা বলতে নেই!

 

শুনেছি ওরা স্বাধীনতা মুছে দেবে, বুকের গহীন কুঠরে মিইয়ে যাবে লাল-সবুজ

মানচিত্রের রেখায় রেখায় উপচে পড়েছে পুরনো বিষের পেয়ালা

নতুন আঘাতে জেগে উঠছে ক্ষত

আমরা দাঁতে দাঁত চেপে থাকার অনুশীলন করি; কেন্নোর মতো গুটিয়ে রই

রঙিন পানি, আলোকসজ্জা আর যুবতী মাংসের ঢেউয়ে রাত কাটে ওদের

আমরা অপেক্ষা করি পুনর্বার ধর্ষিত হতে

তবু ওদের জানোয়ার বলতে নেই, এ কথা বলতে নেই!

 

ক্ষমতার দ্বন্দ্বে মানুষ আজ সহজলভ্য ‘কাবাব’

রাজপথে থেমে যায় প্রসববেদনা অথবা জীবনের শেষ স্পন্দন!

আমাদের ঠোঁটে তবু প্রগলভ হাসির বাধ্যবাধকতা

আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই..

Likes ৩৪ Comments
০ Share

Comments (34)

  • - সালাহ্‌ আদ-দীন

    কাহিনীটা এই রকম, ধর্ষণ করতে ইচ্ছা হইছে তো আইন করা হল ধর্ষণ জায়েজ। অতঃপর আইনের দুহাই দিয়ে শুরু হল গন ধর্ষণ।  পাশে এবার আইন ভঙ্গ হয়। 

    • - ফাতিন আরফি

      চমৎকার একটা উদাহরণ দিলেন! :)

    - রুদ্র আমিন

    গণতন্ত্র মরে গেছে তার সাথে আমার এবং আমাদের মতো সকল জনগণ। বাংলাদেশের কোন রাজনৈতিক দলই তাদের গঠণতন্ত্র মান্য করে চলে না তারা কিভাবে দেশের গঠণতন্ত্র মেনে চলবে...সকল রাজনৈতিক দল গুলোকে বয়কট করা উচিত।

    • - ফাতিন আরফি

      জনগণকে আমি খুব ভালো মনে করি না, কারণ তারা মোটেই সচেতন এবং সৎ না! ধন্যবাদ।