Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে লিখেছেন

মিশা সওদাগর বৃষ্টি।

১)
আজকে সাদা সার্টের ছেলেটি পুবালী ব্যাংকের সামনে বসেনি;
কোমরের পর থেকে  সীমাবদ্ধ হলেও চেহারাটা তার জেদি।
ভিক্ষার থালা ছাড়াই সে বসত;মানুষ দেখত, পকেটেই দান নিত।
তার গতকালের সঞ্চয়ে ভাগ বসাতে আজকে নেমেছিল
পুবালী ব্যাংকের সামনে গুড়ি গুড়ি অনাহুত বৃষ্টি।

২)
অবরোধ, হরতাল ককটেলময় দিনের মত আজকেও রিকশা চালকরা
মৌঁচাক থেকে কেনা গামছা মাথায় পেঁছিয়ে রাস্তায় নেমেছে যথারীতি
কেউ কেউ অবশ্য ফিনফিনে ডোরাকাটা পলিথিনটা নিতে পারেনি।
আজকের কামাই হবে ভালো  কালকে না হয় যেতে হবে "সেবা ফার্মেসী"।

৩)
আজকে  ডেট ছিল সন্ধ্যে ঠিক সাড়ে ৬টায়:স্পট হাতিঝিল।
ড্রয়ারের উপরের দিকেই তুলে রাখা হয়েছে "রিবা"ব্রান্ডের ড্রেসটি
দস্যু ভিলেন বৃষ্টি; তুই আসলেই মিশা সওদাগর; ডেটটা হবে কি মাটি?

fb:https://www.facebook.com/asm.arshad

Likes Comments
০ Share

Comments (8)

  • - ঘাস ফুল

    টোকাইদের সমস্ত আশাগুলো যদিও পূরণ হবার নয়, তবুও দোয়া রইলো তাদের জন্য। ছড়া ভালো লাগলো প্রামাণিক ভাই। 

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই ঘাসফুল। আসলেই তাদের ছন্নছাড়া জীবনের দিকে তাকালে কষ্ট লাগে। তাদের কষ্ট জীবনের অবসান হোক এই কামনা করি। শুভেচ্ছা রইল।

    - কামাল উদ্দিন

       টোকাইকে নিয়ে চমৎকার কবিতা

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই কামাল উদ্দিন। শুভেচ্ছা রইল।

    - গোঁফওয়ালা

    বরাবরের মতই ভালো লেগেছে। ধন্যবাদ।

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই গোফওয়ালা। শুভেচ্ছা রইল।

    Load more comments...