Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আ,শ,ম এরশাদ

৯ বছর আগে লিখেছেন

স্কুল ড্রেস!

স্কুল ড্রেস! স্কুল ড্রেস! স্কুল ড্রেস!
চৌদ্দ পনের ছুঁই ছুই স্কুল ড্রেস
মলিন সাদা কেডস, স্কুল ড্রেস।
ক্রস করা সাদা দু-পাট্টার ড্রেস
ব্রেক ফাষ্ট খেতে গড়ি মসি করা
চিবুকে বিন্দু ঘাম জমা কিশোরীর
আলপিনে মনোগ্রাম লাগানো ড্রেস।
স্কুল ড্রেস!স্কুল ড্রেস!সবুজ সাদা নীল ড্রেস।
গোঁফ উঠা কালের প্রিয় সবুজ সাদা ড্রেস।
জানালার পাশ দিয়ে আদর্শ বালিকা বিদ্যালয়ের হৈ হৈ
দুপ দাপ এক ঝাঁক বেনী দুলানো কিশোরীর স্কুল ড্রেস।
আইস ক্রিম, কাসুন্দি আচারের দাগ লাগা অথবা
বড় হয়ে উঠা প্রমাণের কদ রঙ লাগা স্কুল ড্রেস।
হায় স্কুল ড্রেস! মায়াবী স্কুল ড্রেস!
রোদে পুড়া অফ-সবুজ স্কুল ড্রেস
দুপাট্টার ক্রসে তখনতো খোঁজা হয়নি কিছুই;
অসাহসে ফেলা হয়নি একটাও গরম নিঃশ্বাস;
আহ স্কুল ড্রেস!ফেলে আসা ঘামগন্ধ স্কুল ড্রেস!!
fb:https://www.facebook.com/asm.arshad
continue reading
Likes Comments
০ Shares

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে লিখেছেন

মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের "মুক্তিযুদ্ধ"।

লিখাটা কোন অসহায় মুক্তিযুদ্ধার জীবন কাহিনী নয়, যুদ্ধের টালমাটাল সময়ের কোন এক দুর্ধষ অপারেশনের নিঁখুত বর্ণনা নয়। নয় কোন লোভী, সুযোগসন্ধানী মুক্তিযুদ্ধার মুক্তিযুদ্ধ পরবর্তী অগৌরবের আখ্যান।
লিখাটা কোন  মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির সোল এজেন্ট দাবীকারী কোন রাজনৈতিক দলের পক্ষে সাফাই ও নয়। লিখাটা মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার ঘোষনা নিয়ে হান্নান, জিয়া, বংগবন্ধু মুজিব, 26 শে মার্চ, 27শে মার্চ, স্বাধীন বাংলাবেতার, বেলাল মুহাম্মদের বয়ানের অহেতুক তর্ক নয়।
লিখাটা 70 দশকে জন্ম নেয়া একজন মানুষ হিসাবে আমার অনুভব,ভাবনা ,মুক্তিযুদ্ধের চেতনা,যুদ্ধাপরাধের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার প্রয়োজনীয়তা এ সবের কিছু দিক নিয়ে। সবার মত আমরও একটা রাজনৈতিক দুর্বলতা আছে তাই আমি নিজেকে নিরপেক্ষ দাবী করি না। সত্যিকার ভাবে একজন মানুষ তার মজ্জাগত ধারনা ,বেড়ে উঠা এ সব থেকে নিরপেক্ষ থাকতে পারে না। হয়ত আমার লিখাটাও এ থেকে ব্যাতিক্রম নয়। লিখাটা মুক্তিযুদ্ধের পক্ষে। তাই এর বিপক্ষে কারো মত থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরুধ রইল।
বিষয় হিসাবে "মুক্তিযুদ্ধ" : আমার মতো 70 দশকে যারা জন্ম নিয়েছেন তাদের অধিকাংশই মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে কোন রচনা বা লিখাকে তেমন আদর করে দেখেছিনা। আমার নিজের এক সময়ের বিরাট আগ্রহের বিষয় ছিল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ,মুক্তিযুদ্ধের ইতিহাস।  টিভি চ্যানেলে সাদাকালো কোন ছবি বা ভিড়িও দেখালে আমি রিমোট আর আগপিছ করতাম না। দেখতাম ৭১ এর রণাঙ্গন।  কিন্তু এখনো মনে করি মুক্তিযুদ্ধ এবং এর চেতনা আমাদের সম্পদ। এই সম্পদ প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে নেয়া উচিত। একটা জাতি অবশ্যই তার শেকড় এবং অভ্যুদয় সম্পর্কে এবং সেই সময়কে জানবে এবং শ্রদ্ধায় নত থাকবে। একটা দেশ বা জাতি জন্মের সময় যে মানস নিয়ে গড়ে উঠে সেটাকে ধরে রাখার জন্য আইনি সাংবিধানিক সুরক্ষাও... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - মেজদা

    খুব ভাল লাগলো। বিশেষ করে "বহু দিন ধরে বহু ক্রোশ দূরে/ বহু ব্যয় করি বহু দেশ ঘুরে/ দেখিতে গিয়েছি পর্বতমালা,/ দেখিতে গিয়েছি সিন্ধু।/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু।"-র ঘটনা। ধন্যবাদ

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে লিখেছেন

দ্রাবিড় মঙ্গোলীয়ান ভাসাভাসি

কিছুক্ষণ পর পর মুষ্টিবদ্ধ হাতের কোণা দিয়ে চশমাটা নাকের ঠিক জায়াগায় বসানোটা তার মুদ্রাদোষ । অন্য মানুষ এই কাজে বুড়ো আঙ্গুল ব্যবহার করে কিন্তু এমি ব্যবহার করে মুষ্টিবদ্ধ হাত। আর সে জন্য আমি এমিকে দেখলেই তাকে খেঁপিয়ে তুলতাম তার ব্যতিক্রমী চশমা ঠিক করার সাইন দেখিয়ে। যখনই আমি সেটা দেখাতাম তখনই এমি অনেক হাসতো। চায়নীজদের হাসিতে সারল্য আছে তবে এমির হাসিটাতে অনেক বেশী সারল্য ছিল। অবশ্য এমিও আমার একটা মুদ্রাদোষ চিহ্নিত করে আমাকে খেঁপাতে চাইত। আমি যখন কফিকাপ বা গ্লাস ধরতাম, তখন অবচেতনে আমার কানি আঙ্গুলটা গ্লাসকে হোল্ড না করে স্ট্রেইট থাকত। দুই ভিন দেশের দুই হৃদয়ের সে এক স্বপ্ন ময় দিনের কথা মনে পড়লেই কেমন জানি হয়ে যাই।
সে সেকি আকাশ ফাটানো বিলাসী পরিকল্পনা আমাদের! ব্রেকফাষ্ট করবো ভেনিস,লাঞ্চ- কানাডা, ডিনার-জ্যাকসন হাইটস।
আবার এক দমবন্ধ হাসি। এমি হেসেই কুটি কুটি। এত দুরে দুরে যাবে!! আর ওখানেতো আমার প্রিয় “ডাক নেক” (রাজ হাঁসের গলার বারবিকিউ) পাবো না! বিমান কই? প্রাইভেট বিমান লাগবে না? হাসির মাত্রা থামিয়ে কপট গম্ভীর হয়ে বলি:
-ভাল কথা মনে করেছ তো এমি !!
হ্যাঁ তাহলে প্রথম কাজ হবে  এ্যারোপ্লেন কেনা। এই ধর ছোট খাট একটা বিমান ৬ অথবা ৮ সীটের। আবারো এমির বারাবরের মত বুদ্ধিদীপ্ত হস্তক্ষেপ। তোমার এই এক ইঞ্জিনের বিমান ঐ সব দেশে নামতে দিবে? তাছাড়া কত ঝামেলা। সাথে সাথে মুলতবি হয়ে গেল বিমান ক্রয়।
আবারো কল্পনা বিলাস !! এমন সন্ধ্যায় কল্পনার সাত রং ঘোড়ায় যদি না চড়ি তবে সন্ধ্যেটা আমাদের অভিশাপ দেবে। সমুদ্রের তলদেশে বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়! দুবাই হাইড্রোপলিস!!!এটা শুনেই কোষ্টা কফির কাপটাতে এমির হাসির বাস্প। হালকা একটু কফি সামনের লাল রং টেবিলে পড়ে... continue reading
Likes ১১ Comments
০ Shares

Comments (11)

  • - কামাল উদ্দিন

    চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন, আমাদের মনে হয় আরো উদার হওয়া উচিৎ

    • - মোঃ ফাহাদ খন্দকার

      জি ভাই,

       

      এনামুল হক শতকের পর বার বার আফ্রিদি তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে গেছেন। কিন্তু খারাপ লাগলো এনামুল তার দিকে একবারও তাকালো না। এটা কি শুধুমাত্র রাজাকার জাতি বলে তার সাথে এমন করা হল!!!!?? 

       

    - কামাল উদ্দিন

    • - মোঃ ফাহাদ খন্দকার

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে লিখেছেন

মিশা সওদাগর বৃষ্টি।

১)
আজকে সাদা সার্টের ছেলেটি পুবালী ব্যাংকের সামনে বসেনি;
কোমরের পর থেকে  সীমাবদ্ধ হলেও চেহারাটা তার জেদি।
ভিক্ষার থালা ছাড়াই সে বসত;মানুষ দেখত, পকেটেই দান নিত।
তার গতকালের সঞ্চয়ে ভাগ বসাতে আজকে নেমেছিল
পুবালী ব্যাংকের সামনে গুড়ি গুড়ি অনাহুত বৃষ্টি।
২)
অবরোধ, হরতাল ককটেলময় দিনের মত আজকেও রিকশা চালকরা
মৌঁচাক থেকে কেনা গামছা মাথায় পেঁছিয়ে রাস্তায় নেমেছে যথারীতি
কেউ কেউ অবশ্য ফিনফিনে ডোরাকাটা পলিথিনটা নিতে পারেনি।
আজকের কামাই হবে ভালো  কালকে না হয় যেতে হবে "সেবা ফার্মেসী"।
৩)
আজকে  ডেট ছিল সন্ধ্যে ঠিক সাড়ে ৬টায়:স্পট হাতিঝিল।
ড্রয়ারের উপরের দিকেই তুলে রাখা হয়েছে "রিবা"ব্রান্ডের ড্রেসটি
দস্যু ভিলেন বৃষ্টি; তুই আসলেই মিশা সওদাগর; ডেটটা হবে কি মাটি?
fb:https://www.facebook.com/asm.arshad
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - ঘাস ফুল

    টোকাইদের সমস্ত আশাগুলো যদিও পূরণ হবার নয়, তবুও দোয়া রইলো তাদের জন্য। ছড়া ভালো লাগলো প্রামাণিক ভাই। 

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই ঘাসফুল। আসলেই তাদের ছন্নছাড়া জীবনের দিকে তাকালে কষ্ট লাগে। তাদের কষ্ট জীবনের অবসান হোক এই কামনা করি। শুভেচ্ছা রইল।

    - কামাল উদ্দিন

       টোকাইকে নিয়ে চমৎকার কবিতা

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই কামাল উদ্দিন। শুভেচ্ছা রইল।

    - গোঁফওয়ালা

    বরাবরের মতই ভালো লেগেছে। ধন্যবাদ।

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই গোফওয়ালা। শুভেচ্ছা রইল।

    Load more comments...

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে লিখেছেন

ভালোবাসা দিবস কি কেবলই শফিক রেহমানের একক আমদানি? ভালোবাসার নিজস্ব শক্তি কম কিসে?

শফিক রেহমান কি এতটাই প্রভাব বিস্তারকারী?
অনেকে এহেন অশ্লীল(তাহাদের ভাষায়) দিবসের জন্য শফিক রেহমানকে একক ভাবে দায়ী করে থাকেন। আমি দ্বিমত পোষণ করছি। তখন ইন্টারনেট ছিল না বা ব্লগ ছিল না । তাই হয়ত ভেলেন্টাইন আমাদের ঘরে প্রবেশ করে নি। কিন্তু বিশ্বের তাবৎ মানুষের খুব দুর্বল জায়গার নাম ভালোবাসা। সেই ভালোবাসার আবেদনকে নিয়ে যে দিবস: সেটা কি করে গ্লোভাইজেশন এর যুগে আপনার বৈঠক খানায় না ঢুকে বাইরে থাকবে? এত মৌলানা, হেফাজত, ধর্মভিত্তিক দল, সুশীল ব্যক্তি, মুরুব্বী কেউ ঠেকিয়ে রাখতে পারলো না এহেন তথাকতিত নষ্ট দিবসকে? এই প্রশ্ন গুলার উত্তর খুঁজলে পেয়ে যাবেন আমার শিরোণামের সার্থকতা।মোটা দাগে বলতে চেয়েছি এটা কেবল শফিক রেহমান সম্ভব করেনি বা করতেও পারতো না যদি না এই দিবসটার নাম ভালোবাসা দিবস না হতো। দিবস ইট সেল্ফ অবদান রেখেছে তার ব্যাপকতায় ।

কর্পোরেট স্বার্থ এবং মানুষের আগ্রহ:

এই দিবসের অনুপ্রবেশ ঠেকাতে না পারার কারণ কি? কম কথা্য় উত্তর দিলে বলতে হবে সংস্কৃতি/ দিবস মানচিত্র মেপে চলে না, মুরুব্বীদের চাবুকেও নত হয় না এবং স্থীর ও থাকে না। সংস্কৃতিতেও গ্রহণ বর্জন প্রক্রিয়া চলমান। এটা বাঙালী সংস্কৃতি নয়, এটা মুসলমান সংস্কৃতি নয় এ সব ফতোয়া গুলা কর্পোরেট দুনিয়ায় তথা বুর্জোয়া সমাজ ব্যবস্থায় নাকচ হয়ে যায়। কর্পোরেট স্বার্থ এবং মানুষের আগ্রহ দু'য়ে মিলে উৎসব গুলা এখন সার্বজনীনতা পেয়ে যাচ্ছে। চায়নার মত দেশে বড়দিনের উৎসব এখন গ্রাম মহল্লায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মত দেশে তাই ১লা নববর্ষ এখন একমাত্র দলনিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ বড় উৎসব। ভালোবাসা দিবস তাই নগর নাগরদে ছাড়িয়ে গ্রামেও প্রবেশ করেছে। এখন এই দিবসের দোষটা কোথায় ? অথবা শফিক রেহমানের দোষই বা কি? ভালোবাসা... continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - সেলিনা ইসলাম

    ঋতুর বৈচিত্রের মাঝে মনের বৈচিত্র দেখা! বেশ সামঞ্জস্যপুর্ণ টেনেছেন সুন্দর উপমায়! ভাল লাগল শব্দ চয়ন। কবিতার জন্য ধন্যবাদ শুভ্কামনা রইল     

    - মিশু মিলন

    চমৎকার ভাবনার একটি কবিতা।

    খুব ভাল লাগলো।

    ভাল থাকুন।

    - মাহাফুজুর রহমান কনক

    ভালো লেগেছে কবিতা।

Load more writings...