Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

একজন নাস্তিকের মৃত্যু কামনা করছি

একজন নাস্তিকের মৃত্যু কামনা করছি ...।।

মৃত্যু - ঈশ্বরের নির্দেশনা-বিহীন
নাকে গুঁজে দেওয়া কর্পূর-বিহীন
মর্তের দেহ ঘিরে কান্নার রোল-বিহীন
দাফন কিংবা সৎকার-বিহীন
" লাশ " নামক শিরোনাম-বিহীন
এ কালের কিংবা পরকালের কুলীন শিক্ষা-বিহীন
কিংবা  মৃত্যুতে স্থির থাকবে
অমন ধ্রুব সত্য-বিহীন
বাস্তবিক
তবে পূর্বেই মৃত - নাস্তিকের
মৃত্যুর - পুনরাবৃত্তি কামনা করছি
যেন ঐ মৃত্যুতেই মৃত্যু ঘটবে
পরমের প্রতি পার্থিবের যত বিশ্বাস ।



০৭/০৭/২০১৪
লালমাটিয়া , 


Likes Comments
০ Share

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    ফেরারী বিষন্নতা এবার নির্ভরতার আশ্রয় খুঁজে পাক

    চোখবুজে সুখের তালাশ করুক বুকের ভিতর।

     

    শুরুটা চমত্কার হয়েছে। শেষের দিকে এসে "মেয়ে, এমন ফেরারী অসম প্রেম কেন আসে জীবনে?" এই প্রশ্নটা কবিতা মোড় ঘুড়িয়ে দেয়।

     

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ পাশা ভাই। উৎসাহ বোধ করলাম

    - রোদেলা

    সাংঘাতিক হয়েছে ভাই।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আপু